ছুটি

Holiday – দুর্গাপুজোয় ছুটি নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই সিদ্ধান্তে খুশি সবাই।

দুর্গাপুজোর ছুটি (Durga Puja Holiday) নিয়ে গতকাল সরাসরি নবান্ন (Nabanna) থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) একটি বড় ঘোষণা করেছেন। আর মাত্র ২০ দিনের অপেক্ষা, আর তার পরেই সকল বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সকলে এই ৫ টা দিনের জন্য ৩৬৫ দিন অপেক্ষা করে থাকে, আর এই সময়কালে রাজ্যের সকল প্রতিষ্ঠানে ছুটি থাকে।

Durga Puja Holiday Extended By State Government.

এবারে এই ছুটি (Holiday) নিয়ে বড় খবর প্রকাশিত হল। কিন্তু অনেকে মনে করতে পারেন যে ছুটির তালিকা তোঁ আগেই প্রকাশ করা হয়ে থাকে। তাহলে নতুন কি ঘোষণা করা হল? অনেক সময় বর্ধিত ছুটির থেকেও অতিরিক্ত কিছু ছুটি দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। আসুন এবারে বিস্তারিত জেনে নেওয়া যাক। ছুটি পেতে কার না ভালো লাগে, তার মধ্যে যদি পুজোর লম্বা ছুটি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই।

সরকারী কর্মীদের (Government Employees) জন্যে বড় গিফ্ট নিয়ে এলো রাজ্য সরকার (West Bengal Government). পুজোয় টানা ছুটি পাবে সরকরি কর্মীরা। প্রায় দেড় সপ্তাহের মত ছুটি পাবে সরকারী কর্মীরা, ঘোষনা করল মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রকের (WB Finance Department) ছুটির তালিকা অনুসারে দুর্গাপুজোর জন্য এই বছর 18ই অক্টোবর থেকে 29 শে অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি (Holiday) থাকবে।

School Timings (স্কুলের সময় বদল)

এই টানা ছুটির (Holiday) খবরে সরকরি কর্মীদের মুখে হাসি ফুটেছে। এক টানা ছুটি পাবে সরকারি কর্মীরা। তবে জরুরী বিভাগের ক্ষেত্রে ছুটির হেরফের হতে পারে। অর্থমন্ত্রক তালিকা অনুসারে দুর্গাপূজার জন্য চলতি বছরে 18 ই অক্টোবর থেকে 29 শে অক্টোবর পর্যন্ত ছুটি দিয়েছে সরকার। এই বছর মহালয়া পরেছে 14ই অক্টোবর এবং পুজো শুরু 20ই অক্টোবর থেকে।

New Govt Scheme – রাজ্য সরকারের নতুন প্রকল্পে কর্মসংস্থানের অনেক সুযোগ, শীঘ্রই আবেদন করুন।

রাজ্য সরকার ছুটি (WB Government Holiday) ঘোষনা করেছে চতুর্থী থেকে আর শেষ হবে কোজাগরী লক্ষ্মী পুজোর পর অর্থাৎ 14ই অক্টোবর থেকে 28 সে অক্টোবর পর্যন্ত। অতএব যারা পুজো তে ঘুরতে যেতে চাইছেন তারা তৈরি হয়ে নিন। এতদিন যতদূর সম্ভব দুর্গাপুজোর পরে সব সরকারি অফিস খুলে যেত। কিন্তু এবারের এই ঘোষণার পরে একেবারে লক্ষ্মী পুজোর পর সব খুলবে।

Teacher Recruitment – পশ্চিমবঙ্গে এক ধাক্কায় 80 হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সবার আগে নিয়ম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *