পশ্চিমবঙ্গের খবর

Durga Puja – দুর্গাপুজোয় ঠাকুর দেখা নিয়ে নবান্নের ঘোষণা, সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে।

পুজো (Durga Puja) আসলেই দেদার খাওয়া, ঘোরাঘুরি লেগেই থাকে সবার। তবে এর মাঝেই অনেক বিপদ ও লুকিয়ে থাকে। আগের কয়েক বছরের ঘটনা মনে করলেই বুঝতে পারবেন। ঠাকুর দেখতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়া, হারিয়ে যাওয়া আরও নানা রকমের ঘটনা। তবে ঠাকুরের কৃপায় এইসব যেন কারো সাথে না ঘটে। এই সব অজানা বিপদ থেকে বাঁচার জন্যে রাজ্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে এবছর।

Big Announcement By Nabanna For Durga Puja Safety Guidelines.

তবে যদি এমন কোনো বিপদে পরেন তাহলে দ্রুত কিভাবে সাহায্য পেতে পারেন সেই বিষয়ে আজকে জানাব। ঠাকুর (Durga Puja) দেখতে বেরিয়ে কোন রকম সমস্যায় পড়লে যাতে দ্রুত সেই সমস্যার কথা জানানো যায়, যাতে দ্রুত সেই সমস্যার সাহায্য মানুষ পেতে পারে সেই জন্য নবান্নের (Nabanna) তরফ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টার জন্য খোলা থাকবে।

চতুর্থীর দিন থেকে এই কন্ট্রোল রুমের পরিসেবা শুরু করে দিয়েছে নবান্ন এবং যে কোনো সময় নবান্নের দেওয়া ফোন নম্বরে (Durga Puja) ফোন করে সাহায্য চাইতে পারেন বিপদ গ্রস্ত মানুষেরা। এই কন্ট্রোল রুম কাজ করবে লক্ষ্মী পূজা পর্যন্ত। পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে অথবা তাদের পরিজনদের দর্শনার্থীদের ভিড়ে হারিয়ে ফেলে।

এই সকল ঘটনায় স্থানীয়ভাবে সাহায্য করার ব্যবস্থা থাকে। তাছারাও নবান্নের তরফ থেকে সরাসরি এবার দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে সাহায্যের জন্য। এর পাশাপাশি এই কন্ট্রোল রুমের দায়িত্বে সবসময় থাকবেন একজন বিশেষ আধিকারিক। দুর্গাপুজো (Durga Puja) থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত এই কন্ট্রোল রুমের পরিসেবা দেওয়া হবে। এছাড়াও পাশাপাশি আবার এই কন্ট্রোল রুম খোলা হবে কালীপুজোর সময়।

Bank Holidays (ব্যাংকে ছুটি)

যাতে করে উৎসবের মরশুমে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই সুখে শান্তিতে পুজো দেখে আনন্দ উপভোগ করতে পারেন। তার জন্য এই কন্ট্রোল রুম খুলে কড়া নজরদারি চালানোর বন্দোবস্ত করা হয়েছে। এই কন্ট্রোল রুম রাজ্যের হাজার হাজার কোটি কোটি মানুষকে সাহায্য করবে এবং তাদের নিশ্চিন্তে পুজো (Durga Puja) দেখবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

সরকারি কর্মীদের জন্য দীপাবলির অগ্রিম বোনাস ঘোষণা করলো সরকার, কবে টাকা ঢুকবে? জেনে নিন।

এবার চলুন জেনে নেই কন্ট্রোল রুম এর নম্বর দুটি। নবান্নের তরফ থেকে যে কন্ট্রোলরুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুম এর নম্বর দুটি হল ১০৭০ এবং ০৩৩ – ২২১৪৩৫২৬। যারা পুজোতে (Durga Puja) ঠাকুর দেখতে বেরোবেন তারা এই নম্বর দুটি ফোনে সেভ করে রাখুন। যাতে বিপদ আপদে পড়লে ফোন করে সাহায্য চাইতে পারেন।

PSC Recruitment – বহুদিন পর রাজ্যে 5000 ক্লার্ক নিয়োগ। আজই বিজ্ঞপ্তি প্রকাশ। পুজো মিটলেই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *