গুরুত্বপূর্ণ খবর

E Shram Card – 3000 টাকা দেবে মোদী সরকার। এই কার্ড বানালেই পাবেন। আবেদন শুরু হয়ে গেল।

কেন্দ্র সরকার দেশের গরিব নিম্নবিত্ত মানুষদের জন্যে নানা রকমের কল্যাণকারী প্রকল্প (E Shram Card) নিয়ে আসে। তেমনই কল্যাণকারী প্রকল্প দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, বেকার ছেলে মেয়ে, এবং অস্থায়ি শ্রমিকদের জন্যে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। কিসেই প্রকল্প চলুন জেনে নিন। সরকার যে সব বেকার যুবক ও যুবতী এবং অস্থায়ী শ্রমিকদের E Shram Card আছে তাদের প্রতি মাসে 3 হাজার টাকা করে দেবে সরকার এমনটাই জানা যাচ্ছে।

E Shram Card Online Apply Process.

বর্তমানে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় 40 কোটিরও বেশি মানুষ কাজ করেন। এইসব দিন আনা দিন খাওয়া মানুষদের এক দিন কাজে না গেলেই সংসারে আর্থিক অনটন দেখা দেয়। তাই এইরকম নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা ভেবেই মোদী সরকার (Modi Government) ই-শ্রম কার্ড চালু করেছে। সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত দেশের 20 কোটি মানুষ E Shram Card নাম নথিভুক্ত করেছে।

আর দেশের 2 কোটি মানুষ ইতিমধ্যেই এই E Shram Card এর মাধ্যমে পরিষেবাগুলোর সুবিধা ও পাচ্ছে। এখন যেমন আধার কার্ড ছাড়া ব্যাংক বা পোস্ট অফিস এর কোনো কাজ হয় না তেমন কেন্দ্র সরকার অসংগঠিত ক্ষেত্রে যে সব শ্রমিকরা কাজ করেন তাদের জন্যে যেসব প্রকল্প গুলো বরাদ্দ হয়েছে সেই সব প্রকল্পের সুবিধা পেতে গেলে E Shram Card এ নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তবে সবার জন্যে ই-শ্রম কার্ড প্রযোজ্য হবে না।

E Shram Card Apply Criteria And Documents

1) অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তারা এই কার্ড এর সুবিধা নিতে পারবেন।
2) এই কার্ড এর সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 59 বছর।
3) যে সব ব্যক্তিরা EPFO এবং ESI এর সুবিধা পাচ্ছেন তারা এই কার্ড এর সুবিধা নিতে পারবেন না।
4) আধার কার্ড, আবেদনকারীর নিজের ব্যাংকের পাশ বই, বৈধ মোবাইল নম্বর।

E Shram Card Benefits

  • যে সব অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের ই-শ্রম কার্ড আছে তারা 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন।
  • কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্টের ফলে অঙ্গহানী হয় বা পঙ্গু হয়ে যান তাহলে তার পরিবার সেক্ষেত্রে 1 লক্ষ টাকার আর্থিক অনুদান পাবেন।
  • আর যদি কর্মরত কোনো ব্যক্তি মারা যান তাহলে তার পরিবার 2 লক্ষ টাকার বীমা পাবেন।

উল্লেখ্য E Shram Card নাম নথিভুক্ত থাকলে তবেই PMAY, PMJAY, PM Kisan সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবে ওই কর্মীরা। এছাড়াও বিভিন্ন ধরনের বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। ই শ্রম কার্ডের আবেদন করার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়।

E Shram Card Online Apply Process

  • অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাড়িতে বসেই এখানে আবেদন করা যাবে। এর জন্য eSharm পোর্টালে গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলি জমা দিয়ে আপলোড করতে হবে, তাহলেই আবেদনকারী এই কার্ডটির সুবিধা উপভোগ করতে পারবেন।
  • আবেদনকারীকে প্রথমে E Shram Card অফিসিয়াল ওয়েবসাইটে www.eshram.gov.in যেতে হবে।
  • এরপরে হোম পেজে গিয়ে বিকল্পে ক্লিক করলে রেজিষ্ট্রেশন ফর্ম খুলে যাবে। এই পেজে আবেদনকারীর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ক্যাপচা কোড, EPFO এবং ESI মেম্বার স্ট্যাটাস নির্বাচন করুন।
LIC Scheme (এলআইসি স্কিম)
  • এরপরে আবেদনকারীকে মোবাইল নম্বরে OTP পাঠানোর জন্য সেন্ড OTP অপশনে ক্লিক করতে হবে। ঐ OTP সেখানে লিখতে হবে।
  • এরপরে আবেদনকারীকে ঠিক মত নিজের সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে ।
  • ফর্ম পূরণ করার পর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • এরপর Submit অপশনে ক্লিক করলেই E Shram Card রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে পাঠানো হয়ে গেছে বলে দেখানো হবে।

3000 টাকা পাবেন প্রতিমাসে। মোদী সরকারের বড় সিদ্ধান্ত বাজেটের আগেই।

যারা E Shram Card Apply করতে চান তারা এই পদ্ধতিতে আবেদন করে ফেলুন। আর এই কার্ড এখনো পর্যন্ত দেশের কয়েক কোটি মানুষেরা করে ফেলেছেন এবং সকল অসংগঠিত ক্ষেত্রে যেই সকল মানুষেরা কাজ করেন তাদের নিজেদের থেকে এই কার্ডটি করে ফেলা উচিত। তাহলে আপনারা কি এই কার্ড বানাবেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.

আধার কার্ড গ্রাহকদের এই কাজটি না করলে, ব্যাংক একাউন্টে সমস্যা হবে। ফেব্রুয়ারির মধ্যে করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *