ওয়েবসাইট বানিয়ে আয় করুন অনলাইনের মাধ্যমে। ওয়েবসাইট তৈরি ও মনিটাইজেশনের সম্পূর্ণ গাইড বাংলায় স্টেপ বাই স্টেপ

এখন অনেকেই অনলাইনে বাড়িতে বসে ওয়েবসাইট বানিয়ে আয় করছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে। ওয়েবসাইট তৈরি করে অনলাইন মাধ্যমে খুব সহজে অর্থ উপার্জন করতে পারবেন, তবে এর জন্য জানতে হবে প্রথমে কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন? এছাড়া আপনার ওয়েবসাইট তৈরি করার মূল উদ্দেশ্য কী? সেই সকল তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদের জানিয়ে দিতে চলেছি।
ওয়েবসাইট বানিয়ে আয় করুন ঘরে বসে
প্রথমেই আপনার ওয়েবসাইট তৈরির খরচ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে রাখতে হবে। ওয়েবসাইট তৈরি করতে আপনার প্রায় কিছু খরচ নাও হতে পারে বা কয়েক লক্ষ টাকাও খরচ হতে পারে। কত খরচ হবে সেটি আপনি কী ধরনের সাইট ও সেটি নিয়ে কিভাবে কাজ করতে চান সেই গুলির উপর নির্ভর করবে। আপনি যদি সাধারণ ব্লগিং করার জন্য ওয়েবসাইট বানিয়ে আয় করতে চান, তাহলে অসংখ্য টুলের মধ্য থেকে একটি বেছে নিতে পারেন।
Making Website Free on Google
আপনি যদি ওয়েবসাইট তৈরি করার ব্যাপারে অভিজ্ঞ না হন তাহলে শুধুমাত্র ব্লগিং করার জন্য খুব সহজে অধিকাংশ টুল এবং পুডিং বা ডিজাইন ব্যবহার করতে পারবেন। ব্লগিং করার জন্য আপনি যদি ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে ডিজাইনার বা ডেভলপার নিয়োগ করে অর্থ খরচ করতে হবেনা আলাদা করে। আপনি যদি অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, আপনার হাতের কম সময় থাকে যার দরুন আপনি ওয়েবসাইট তৈরি করার জন্য সম্পূর্ণ সময় দিতে পারছেন না তাহলে ওয়েবসাইট বিল্ডারের প্রয়োজন হবে।
Making Website Free and Earn Money From Home
ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করার সবচেয়ে কঠিন ব্যাপার হলো, কোনটি ব্যবহার করা হবে সেটি ঠিক করা। অসংখ্য ওয়েবসাইট বিল্ডার আছে এবং এক ঝলকে এই গুলিকে দেখলে মনে হবে যেন সবকটি একই বা অনুরূপ পরিষেবা প্রদান করে। যে কোনো ওয়েবসাইট বিল্ডার বেছে নেওয়ার আগে আগে দেখে নিন, এটিতে কি নিরাপদ URL প্রদান করা হয় বা পরে যোগ করার সুবিধা দেওয়া হয় কিনা, এটি কি সহজে ব্যবহার করা যায় ওয়েবসাইট বানিয়ে আয় করার জন্য?
কিভাবে ওয়েবসাইট বানিয়ে অনলাইনে টাকা আয় করবেন?
আপনি কি এটি সহজে নিজের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কিনা? এটি করতে কত খরচ হবে? এখানে একবার নাকি মাসিক পেমেন্ট করতে হয়? বেছে নেওয়ার জন্য কি অনেক টেমপ্লেট আছে? আপনি সাইটটি কী কাজে ব্যবহার করবেন সেটির উপর অনেক কিছু নির্ভর করে। Google Blogger বা Word Press এর মতো টুল উপযোগী হতে পারে। এখানে বিভিন্ন টেমপ্লেট ও ডিজাইন স্টাইলের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ আছে।
ওয়েবসাইট বানিয়ে ঘরে বসে অনলাইন ইনকাম
আপনার ডোমেন নেম সেট আপ করুন :- অনেক ফ্রি ওয়েব বিল্ডারে নিজের ডোমেন নেম কেনার জন্য খরচা না করেই একটি সাধারণ ওয়েবসাইট বানিয়ে আয় কটা যায়। আপনি ব্যবসায়িক কারণে ওয়েবসাইট বা ব্লগ তৈরি করলে, আপনি যা অফার করছেন সেটি অনুযায়ী আপনাকে কাস্টমাইজ করতে হতে পারে। আপনার ডোমেন নেম আগে থেকেই ট্রেডমার্ক করা আছে কিনা দেখুন। আপনার সাইটের ডোমেন নেম অন্য কোনও ব্র্যান্ডের কপিরাইট লঙ্ঘন করলে, আপনাকে সেটি পরিবর্তন করতে এবং জরিমানা পেমেন্ট করতে হতে পারে।
ওয়েবসাইট বানিয়ে আয় Google Adsense এর মাধ্যমে
কন্টেন্ট তৈরি করা :- সর্বশেষ কাজ হচ্ছে কনটেন্ট তৈরি করা। আপনার প্ল্যাটফর্ম বেছে নেওয়া শেষ হয়েছে এছাড়া ডিজাইন করা হয়ে গেছে, এবার মূল আকর্ষণীয় কাজ হলো কনটেন্ট তৈরি করা। এমন কনটেন্ট তৈরি করতে হবে যেটা দর্শকদের কাছে আকর্ষণীয় হবে ও তাহলেই ওয়েবসাইট বানিয়ে আয় সম্ভব। কিন্তু সাধারণ নিয়ম মেনে চললে আপনি খুব কম সময় ও কম খরচে কনটেন্ট তৈরি করে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবেন।
লোকজন কী সার্চ করছেন এবং নির্দিষ্ট শব্দ বা শব্দ গুচ্ছের জনপ্রিয়তার ওপর জোর দিন। এছাড়াও, বিভিন্ন অঞ্চলের লোকজনের মধ্যে আপনার কন্টেন্টের ব্যাপারে আগ্রহ সম্পর্কে জানতে এবং বিশ্বের কোথায় আপনার সম্ভাব্য দর্শক রয়েছেন তা শনাক্ত করতে পারবেন। কন্টেন্ট জেনারেট করার আগেই আপনি কত ঘনঘন প্রকাশ করতে চান সেটি ঠিক করুন এবং সেই শিডিউল মেনে চলুন।
মনে রাখবেন, অতিরিক্ত কন্টেন্ট দেওয়ার চেয়ে ভাল কন্টেন্ট দেওয়া সব সময় গুরুত্বপূর্ণ। এছাড়াও, সকলে যে একই ধরনের কন্টেন্ট পছন্দ করেন না তা ভুলে যাবেন না। কোনও ব্যবহারকারী হয়ত শুধু টেক্সট পছন্দ করেন, অন্য কেউ ভিডিও বা ইনফোগ্রাফিক থেকে দ্রুত তথ্য সংগ্রহের সুবিধা উপভোগ করেন। কোন ধরনের কন্টেন্ট দর্শকরা বেশি পছন্দ করছেন সেটি আপনি সময়ের সাথে বুঝে যাবেন ওয়েবসাইট বানিয়ে আয় করার জন্য।
ফেসবুক থেকে আয় করার কার্যকরী উপায়। ফেসবুক পেজ এবং গ্রুপ থেকে ইনকাম কিভাবে করবেন?
কন্টেন্ট প্রকাশ করা শুরু করলে দর্শকরা কোথা থেকে আসছেন, তারা কীভাবে আপনার সাইট খুঁজে পাচ্ছেন এবং কোন পৃষ্ঠা গুলি তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে জানতে চাইবেন। জানার একটি উপায় হল Google Analytics ব্যবহার করা। সেটি আপনি ব্লগে সরাসরি লিঙ্ক করে রিয়েল টাইম ফলাফল পেতে পারেন। এই সকল নিয়ম মেনে ফ্রিতেই ওয়েবসাইট বানিয়ে আয় করতে পারবেন সকলে এবং ভালো টাকা আয় করা যাবে।
Written by Shampa debnath



