শিক্ষা

Education Department – পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফে নির্দেশ। ফ্রিতে স্কুল ড্রেস না পেলে জানুন

পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের (Education Department) তরফে এক জরুরি নির্দেশ দেওয়া হল সরকারি স্কুলের (Government School) পড়ুয়াদের (Students) জন্য। রাজ্য সরকার (Government of West Bengal) মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্পের মাধ্যমে স্কুলের তরুণীরা অনেকটাই উপকৃত হচ্ছে। এবারে স্কুল ড্রেস (School Uniform) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Education Department Order on School Uniform

এছাড়াও কয়েক বছর ধরেই রাজ্য সরকার রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ইউনিফর্ম দিয়ে থাকেন বিনামূল্যে। যদিও প্রথমদিকে এই নিয়ে অনেক মত বিরোধ হয়েছিল রাজ্যের স্কুল গুলোতে। এতদিন পর্যন্ত রাজ্যের স্কুল গুলোর একেকটি স্কুলের ইউনিফর্ম একেক রকম থাকতো। কি রকম ইউনিফর্ম হবে সেটি ঠিক করত স্কুল কর্তৃপক্ষ (Education Department).

স্কুল ড্রেস নিয়ে শিক্ষা দপ্তরের নির্দেশ

তবে কয়েক বছর ধরে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রত্যেকটি স্কুলের ছাত্র ছাত্রীদের ইউনিফর্ম একই রকম হতে হবে। রাজ্যের তরফ থেকে যে ইউনিফর্ম দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীদের সেটা নিয়েও একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিভাবকগণ ইউনিফর্মের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে একাধিকবার।

স্কুল শিক্ষা বিভাগ (পশ্চিমবঙ্গ)

বিশেষ করে ক্লাস এইটের ছাত্রদের হাফপ্যান্ট ইউনিফর্ম হওয়া নিয়েও অভিভাবকদের আপত্তি ছিল। এই বছর এখনো পর্যন্ত নতুন শ্রেণীতে ওঠার পরে নতুন ইউনিফর্ম দেওয়া শুরু হয়নি স্কুল গুলোতে। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত এক মাসের ছুটি চলছিল রাজ্যের স্কুল গুলোতে (Education Department). পুজোর ছুটি কাটিয়ে সবেমাত্র রাজের স্কুল গুলো খোলা শুরু হয়েছে।

Department of School Education

এরই মধ্যে রাজ্যর শিক্ষা দপ্তর (Education Department) থেকে রাজ্যের প্রতিটি স্কুলে নির্দেশনা চলে গিয়েছে, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক যেন স্কুলে কোন ক্লাসে কত জন ছাত্র ছাত্রী রয়েছে, তার একটা তালিকা তৈরি করে যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তরকে পাঠানোর জন্য। এতদিন পর্যন্ত স্কুল ছুটি থাকার জন্য এই বিষয়ে কোন আলোকপাত করতে পারেনি রাজ্য সরকার তবে স্কুল খুলতেই রাজ্যের স্কুল গুলোর প্রধান শিক্ষকের উপর অনেকটাই চাপ পড়ে গিয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই স্কুলের ছাত্র ছাত্রীদের একটি তালিকা তৈরি করে কোন ক্লাসে কতজন রয়েছে তা না জানানো হয় তাহলে সেই স্কুলকে ইউনিফর্ম দিতে পারবে না রাজ্য সরকার এমনটাই নির্দেশ দিয়েছেন, সেই সাথে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন রাজ্য সরকার সেটিও জানিয়ে দিয়েছেন বিজ্ঞপ্তিতে (Education Department).

কারণ প্রত্যেক বছর নতুন সেশনে অনেক স্টুডেন্ট যুক্ত হয় আবার অনেক স্টুডেন্ট কমে যায় এছাড়া স্কুল ইউনিফর্মের মাপ কোন স্টুডেন্টের কত সেটি জানিয়ে প্রত্যেক বছর ছাত্র ছাত্রীদের নতুন করে তালিকা তৈরি করাটা দরকার। বিশেষ করে রাজ্য সরকার প্রত্যেকটি স্কুলের ইউনিফর্ম তৈরি করার দায়িত্ব দিয়ে থাকেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী গুলোতে।

এর ফলে যেমন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী গুলোর কর্মচারীদের অনেকটাই আর্থিক সুরাহা হয় তাই এখন থেকে স্বনির্ভর গোষ্ঠী গুলোতে ইউনিফর্মের বানাতে না দিলে এক সঙ্গে অনেক ইউনিফর্ম বানাতে তাদের উপরও চাপ সৃষ্টি হবে। এই দিকে অনেক স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের দেওয়া ইউনিফর্মের গুণগত মান ভালো না বলে তাঁরা নতুন করে তালিকা দেননি শিক্ষা দপ্তরকে (Education Department).

Krishak Bandhu (কৃষক বন্ধু কবে টাকা ঢুকবে)

এই দিকে রাজ্যের শিক্ষা দপ্তরের (Education Department) তরফ থেকে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রাজ্যের স্কুল গুলোর প্রধান শিক্ষক অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। রাজ্য সরকার এটিও জানিয়েছেন যদি প্রত্যেকটি স্কুলের তরফ থেকে সঠিক তালিকা দ্রুত পৌঁছে দেওয়া হয় শিক্ষা দপ্তরে, তাহলে ইউনিফর্মের গুণগত মান আরও একটু ভালো করার চেষ্টা করবে রাজ্য সরকার।

রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন নিয়ম। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিলো

বিশেষ করে Education Department এর তরফে এই নির্দেশ পাঠিয়ে রাজ্যের স্কুল কর্তৃপক্ষ গুলোকে আরেকটু চাপের মধ্যে ফেলে দিয়ে স্কুল ইউনিফর্ম দেওয়ার প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করার চেষ্টায় করছেন রাজ্য সরকার। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য, ধন্যবাদ।
Written by Shampa Debnath

Related Articles