একলব্য মডেল স্কুলে 38000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, জানুন বিস্তারিত।
চলতি বছরের ইউনিয়ন বাজেটে একাধিক বিষয়ে সুবিধার কথা ঘোষণা করা হয়েছে যার মধ্যে একলব্য মডেল স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ অন্যতম। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করেন। আয়কর ছাড় থেকে মহিলাদের জন্য বিশেষ স্কিম চালু করা হয়েছে। এবার বাজেটে তপশিলি জনজাতির শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হল। যার ফলস্বরুপ এই বছরের বাজেট ঘোষণা অনুযায়ী, প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে একলব্য মডেল স্কুলে।
একলব্য মডেল স্কুলে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কোন বিশেষ ঘোষণা করা হয়েছে?
প্রসঙ্গত, একলব্য মডেল স্কুল আসলে প্রান্তিক এলাকার তফশিলি জনজাতির পড়ুয়াদের মধ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য, পড়ুয়াদের শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। Tribal Affairs এটি তৈরির দায়িত্বে ছিল। স্কুলের নাম রাখা হয় একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল।
এখন অব্দি দেশে মোট ৭৪০টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে এবং সেখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ। এই স্কুলে পড়াশুনার পাশাপাশি কর্মসংস্থানমুখী বিভিন্ন কোর্সের মাধ্যমে কাজের সুযোগ বাড়ানোর দিকেও নজর দেওয়া হয়ে থাকে।
গ্রামীন ডাক সেবক নিয়োগ, মাধ্যমিক পাশে একসাথে 41000 পদে চাকরি।
বাজেটে শিক্ষক নিয়োগ নিয়ে কি বক্তব্য অর্থমন্ত্রীর?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, তফশিলি জাতি গোষ্ঠীর মানুষের মধ্যে উন্নয়নের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার PMP BTG উন্নয়ন মিশন চালু করছে। যেখানে উদ্দেশ্য হিসেবে আগামী ৩ বছরে এই প্রকল্প বলবৎ করার জন্য ১৫ হাজার কোটি টাকার সংস্থানের চেষ্টা করা হবে।
বাজেটে ঘোষণা করা হয়েছে, একলব্য মডেল স্কুলে আগামী ৩ বছরে ৩৮ হাজার ৮৮০ শিক্ষক নিয়োগ করা হবে। আশা করা হচ্ছে, এতে করে যেমন সাধারণ মানুষের কর্মসংস্থান হবে। তেমনি তফশিলি জাতি গোষ্ঠীর পড়ুয়াদেরও শিক্ষালাভ সম্ভব হবে।
বাজেট সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।