Electric Scooter – লক্ষ টাকার ইলেকট্রিক স্কুটার পাবেন মাত্র কয়েক হাজারে, আজই বুকিং করে নিন।
বর্তমানের সময়ে ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) এর চাহিদা এক কোথায় আকাশ ছোঁয়া হয়ে গেছে সকলের কাছে। মূলত চালাতে সহজ ও দামেও পেট্রোলচালিত বাইকের তুলনায় অনেকটাই কম হওয়ার জন্য অনেকেই এই বাইক কিনতে চাইছেন বর্তমানে। এছাড়াও জ্বালানির মুল্যবৃদ্ধি আর পরিবেশ দূষণের কথা মাথায় রেখে অনেক দিন আগেই ব্যাটারি চালিত স্কুটি বাজারে এসেছে।
Get A New Electric Scooter For More Cheap Price.
যে হারে জ্বালানির দাম বাড়ছে তাতে এখন সাধারন মানুষদের স্কুটি বাইক চালানো অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন মাত্র 31 হাজার টাকা দিলেই পাওয়া যাবে ব্যাটারি চালিত স্কুটি (Electric Scooter). বর্তমানে বহু নামিদামি সংস্থা বৈদ্যুতিন গাড়ি, বৈদ্যুতিন বাইক বা স্কুটার তৈরি করছে যে গুলোকে আমরা সংক্ষেপে ইলেকট্রিক ভেহিকেল বা EV বলি। এই স্কুটি গুলো পুরোটাই ব্যাটারি বা বিদ্যুতে চলে।
ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা উজাস (Ujaas) এই ধরনের স্কুটি নিয়ে এসেছে। তারাই মাত্র 31 হাজার টাকায় এমন একটি স্কুটার (Electric Scooter) নিয়ে এসেছে যার ব্যাটারি একবার চার্জ দিলেই 60 কিলোমিটার পর্যন্ত চলবে এবং সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় 25 কিলোমিটার। এই স্কুটির 60 কিলোমিটার মাইলেজ এবং টপ স্পিড 25 কিলোমিটার দেখে অনেকেই নাক কুঁচকোতে পারেন।
সে ক্ষেত্রে এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) দামের দিকে একবার নজর দিয়ে দেখুন। এর থেকে দ্বিগুণ দামেও বর্তমানে আপনি কোথাও স্কুটার বা স্কুটি পাবেন না। সেখানে এই স্টার্টাপটি দুর্দান্ত ফিচার্স সমেত এই ইলেকট্রিক টু’হুইলার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এই স্কুটি আপনার নিজের শহরের মধ্যে বা বাড়ির আশেপাশে যাতায়াতের জন্য এটি অত্যন্ত উপযোগী হবে।
এই বেশিরভাগ গ্রামাঞ্চলের গ্রাহকদের ক্ষেত্রে জনপ্রিয় হতে পারে কারন কম দামের মধ্যে ভালো যাতায়াত মাধ্যম এই উজাসের তৈরি Ujaas eZy মডেল নম্বরের স্কুটারটি। তাই যারা এই স্কুটি (Electric Scooter) নিতে চান তারা কিনে ফেলুন আপনারা যারা কম দামে ভালো স্কুটি নিতে চাইছেন তাদের জন্যে ভালো সুযোগ।
মোটামুটি একটি নামকরা ভালো কোম্পানির এই Electric Scooter কিনতে চাইলে আপনাকে আপনাকে প্রায় লক্ষ টাকার কাছাকাছি পর্যন্ত খরচা করতে হবে। কিন্তু এই প্রতিবেদনে উল্লেখিত কোম্পানির স্কুটি কিনলে অনেকটা কম দামেই পেয়ে যাবেন। কিন্তু আপনারা কেনার আগে ভালো করে দেখে ও বুঝেই কিনবেন। Daily Search এর তরফে সকল গ্রাহকদের তথ্য প্রদান করা হচ্ছে, কিন্তু এই কোম্পানি থেকেই Electric Scooter কেনার কথা বলা হচ্ছে না।
Power Grid Recruitment – জরুরীভিত্তিতে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়মাবলী ও আবেদন