পশ্চিমবঙ্গের খবর

Electricity: দুর্গাপুজোয় কারেন্ট নাও থাকতে পারে! আনন্দ মাটি হওয়ার প্রবল সম্ভাবনা

এখনকার দিনে বিদ্যুৎ (Electricity) ছাড়া আম জনজীবন কল্পনা করাও দুস্কর। বর্তমানে সকল মানুষের ঘরেই বিদ্যুতের সংযোগ (Electric Connection) পৌঁছে গেছে এবং সকলেই এই পরিষেবার উপভোগ করছেন। আর দুর্গাপুজো প্রায় শুরু হয়ে গেছে বলাই যায়। কিন্তু এরই মধ্যে বিদ্যুৎ নিয়ে এলো খারাপ খবর, পুজোতে নাও থাকতে পারে কারেন্ট!

Electricity Services Might Not Properly Available During Durga Puja in West Bengal

দুর্গাপুজো আসলেই আলোয় সেজে উঠবে কলকাতা সহ সাড়া বাংলা। উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ চারিদিকে একই ছবি দেখা যায়। কিন্তু এই পুজোর মধ্যে নাকি উত্তরবঙ্গে বিদ্যুৎ (Electricity) নিয়ে বিভ্রাট দেখা দিতে পারে। হঠাৎ উত্তরবঙ্গে পুজোর সময় কেন বিদ্যুৎ বিভ্রাট হবে? পুজোর সময় বিদ্যুৎ পরিষেবায় বিভ্রাট: বিদ্যুৎ বন্টন সংস্থার কাছে 105 কোটি টাকা বকেয়া।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভ্রাট!

সরকারের কাছ থেকে এই বকেয়া টাকা না পাওয়া গেলে দুর্গাপূজার আবহে উত্তরবঙ্গে বিদ্যুৎ পরিষেবা (Electricity Services) বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিকাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। জানা যাচ্ছে সোমবার রাজ্য সভপতির উপস্থিতিতে জলপাইগুড়ির একটি হোটেলে ওই সংস্থার তরফ থেকে বৈঠক করা হয়। ঠিকাদাররা মূলত বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সেখানে জরুরী বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোয় কারেন্ট থাকবে না?

রাজ্য ইলেকট্রিকাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি পবিত্র প্রামানিক এই প্রসঙ্গে বলেন যে, ‘আমরা সকল বিদ্যুৎ (Electricity) পরিষেবা দিচ্ছি। আপতকালিন পরিস্থিতিতে আমরা পরিষেবা দিয়ে থাকি। প্রত্যেক বছর পুজোর আগে আমাদের কিছু না কিছু বকেয়া পরিশোধ করে দেওয়া হয়। তবে এবার সরকারের তরফ থেকে বকেয়া পরিশোধ করা হচ্ছে না।

এখনো অব্দি সরকারের তরফ থেকে পুজোর আগে টাকা পাওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি। তিনি আরো বলেন, তাদের 5 টি জোন আছে শিলিগুড়ি জোনের সাত থেকে আট জোনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপদকালীন পরিস্থিতিতে কাজ করলেও অন্যান্য কাজ হবে না। তিনি আরো বলেন সরাসরি আর পরোক্ষভাবে আমাদের সাথে 2 লক্ষ পরিবার জুড়ে আছে।

Holiday (পশ্চিমবঙ্গে টানা ছুটি ঘোষণা)

পুজোর আগে সব শ্রমিকদের অ্যাডভান্স আর বোনাস দেওয়া হয়। কিন্তু এবার এই জট খুলছে না। তিনি আরো বলেন বিদ্যুৎ পরিষেবা (Electricity Service) যাতে কোনো ভাবে বিঘ্নিত না হয় সেটা আমরা চেষ্টা করছি। তবে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হোক।

লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় প্রকল্প! এবার মহিলারা পাবে ১০,০০০ টাকা

উপভোক্তাদের কাছেও একটি আবেদন করেছেন ইলেকট্রিকাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি বলেছেন হাত জোড় করে আমরা বলতে চাই পুজোর আগে যদি বিদ্যুৎ পরিষেবা না দিতে পারি তাহলে আমাদের কিছু বলবেন না, আমরা অপারগ। কিন্তু 24 ঘন্টা পরিষেবা বন্ধ থাকবে না। তাই এই আশঙ্কায় পুজোর আনন্দ মাটি হতে চলেছে অনেকের।
Written by Ananya Chakraborty.

Related Articles