EPFO পেনশনভোগীদের সতর্ক করলো! নিয়ম না মানলে সমস্যা হবে

বছরের শুরুতেই কোটি কোটি প্রভিডেন্ট ফান্ড ও পেনশন গ্রাহকদের জন্য EPFO-র তরফে বড় খবর জানানো হল।নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন নতুন নিয়মের পরিবর্তন হতে চলেছে। নতুন বছরের শুরুতেই বিশেষ সতর্কবার্তা জারি করল ইপিএফও (Employees Provident Fund Organisations). বর্তমানে দেশের কোটি কোটি ইপিএফও সদস্য রয়েছে। নতুন সতর্ক বার্তা জারি করা হয়েছে, যেটা কেউ অমান্য করে তাহলে তার অনেকটাই ক্ষতির সম্ভাবনা থাকবে।
EPFO Provident Fund Pension News
যেভাবে প্রত্যেক দিন সাইবার জালিয়াতির প্রভাব বৃদ্ধি পাচ্ছে, তার জন্যই এটিএম থেকে শুরু করে পিএফের টাকা তোলা এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেকটি ক্ষেত্রে নিত্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। সাইবার জালিয়াতি রুখতে ইপিএফও দেশের সংগঠিত ক্ষেত্রে কর্মরত কোটি কোটি কর্মচারীকে সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে। ইপিএফওর তরফ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তা হলো।
এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন খবর
কোনো কর্মচারী যাতে EPFO Account সম্পর্কিত গোপনীয় তথ্য যেমন UAN নম্বর, পাসওয়ার্ড, প্যান নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ, ওটিপি ইত্যাদি কোন ব্যক্তির সাথে শেয়ার না করে। কোনও ব্যক্তি যদি আপনাকে ইপিএফও-র কর্মী বলে পরিচয় দিয়ে থাকেন এবং সেই সূত্র ধরেই আপনার কাছে গোপন তথ্য জানতে চায়, তাহলেও আপনি কোনোভাবেই আপনার গোপন তথ্য শেয়ার করবেন না।
সাইবার অপরাধীরা জাল বিছিয়ে যে কোনো সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে আপনার ব্যাঙ্কের সমস্ত টাকা গায়েব করে দিতে পারে এক মিনিটেই। এই জন্য কোনো ভুয়া কল বা মেসেজ আসলে সেই গুলোতে সাড়া দেবেন না। ইপিএফ অ্যাকাউন্টে জমা করা আপনার কষ্টার্জিত উপার্জনের টাকা আপনি যে জমা করছেন, যে কোনো সময় সাইবার অপরাধীরা এই টাকা উড়িয়ে দিতে পারে এক মিনিটেই।

এই জন্য বারংবার আম জনতাদের সতর্ক করা হচ্ছে। এমন যদি কোন কল বা মেসেজ বারংবার আপনার কাছে আসতে থাকে তাহলে সাথে সাথে অভিযোগ দায়ের করুন। আরেকটি কথা মনে রাখবেন আপনার ইপিএফও অ্যাকাউন্টে সব সময় এক্সেস করবেন আপনার ব্যক্তিগত ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে। কখনো কোন পাবলিক ডিভাইসে এটি ওপেন করবেন না।
নতুন বছর শুরুর সাথে সাথেই বিভিন্ন বিষয়ে সতর্ক বার্তা জারি করা হচ্ছে, তার মধ্যে সাইবার জালিয়াতি রুখতে আমজনতাকে বারংবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পেনশনভোগীদের জন্য এই সতর্ক বার্তাও দিয়েছেন ইপিএফও।
এটি মেনে চলুন যাতে আপনার কষ্ট করে উপার্জন করা টাকা কখনোই একটু ভুলের জন্য গায়েব না হয়ে যায়। এই সম্পর্কে আরও জানার জন্য ইপিএফও অফিসে গিয়ে বা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
Written by Shampa Debnath



