শিক্ষা

Students Week – পশ্চিমবঙ্গের সকল স্কুল পড়ুয়ার জন্য দারুণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য Students Week বা বছরের শুরুর প্রথম সপ্তাহ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। সকল পড়ুয়া ও অভিভাবকদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত। আর 2 দিন পর পুরাতন বছরকে শেষ করে নতুন বছর কে স্বাগত জানাতে চলেছি আমরা। আর এই নতুন বছর 2024 সাল পড়তেই মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য দারুন খবর নিয়ে আসতে চলেছে।

Students Week In West Bengal.

নতুন বছর পড়লেই শিক্ষার্থীদের জন্য নতুন ব্যবস্থা চালু করবে রাজ্য সরকার (Government Of West Bengal). 2023 এর সব স্কুল গুলোতে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর রেজাল্ট ও অনেক স্কুল দিয়ে দিয়েছে। আর নতুন বছর পড়লেই প্রথম মাস থেকে শুরু হবে নতুন সেশন ও নতুন ক্লাস। এই নতুন সেশন, নতুন ক্লাস এর পাশাপাশি তাদের পড়াশুনায় সুবিধার জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোর সাথে পরিচয় করনোর জন্যে জানুয়ারি মাসের 2 থেকে 8 তারিখ পর্যন্ত Students Week পালন করা হবে রাজ্য জুড়ে।

জানা গিয়েছে প্রতিটি স্কুল ও কলেজে এই অনুষ্ঠান পালন করা হবে। এছাড়াও বিভিন্ন জেলা পর্যায়ে ও বিশ্ববিদ্যালয় গুলোতেও পালন করা হবে। রাজ্য সরকারের শিক্ষার্থীদের জন্য যে সব প্রকল্প নিয়ে এসেছে Student Credit Card, Swami Vivekananda Scholarship, Aikyashree Scholarship সে গুলো সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করার জন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে (Students Week).

এগুলো ছাড়াও স্টুডেন্টদের পাঠ্য বই বিতরণ করা হবে এবং শুভ বার্তা দেওয়া হবে শিক্ষার্থীদের। এর আগে 2022 সালে Students Week পালন করা হয়েছিল কিন্তু তা অনলাইনে করা হয়েছিল। অনেক উৎসাহের সাথে পালন করা হয়েছিল। স্কুল কলেজ আশা করেছে যে এটি আগামী বছরে আরও জনপ্রিয় হবে। এই বিষয় নিয়ে ঢাকুরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ ফর গার্লস ইন কলকাতার প্রধান শিক্ষিকা কৃষ্ণকলি রায় বলেন।

আমরা শ্রেণী কক্ষগুলি পরিষ্কার করব, সে গুলি স্যানিটাইজ করব এবং দেওয়ালে একটি নতুন রঙের কোট লাগাব। শ্রেণী কক্ষ গুলো সাজানো হবে এবং বই, কলম, পেনসিল বাক্স চকলেট বিতরণ করা হবে সকলের মধ্যে। আমরা গল্প বলার সেশনের (Students Week) আয়োজন করার পরিকল্পনা করছি। প্রতিটা কলেজ গুলোতেও ইভেন্ট গুলো আয়োজন করার জন্যে কমিটি গড়া হয়েছে।

সরকারি কর্মী (Government Employees)

যার মধ্যে প্রতিযোগিতা এবং কর্মশালা এবং বইমেলা এবং অভিভাবক শিক্ষক সভা অন্তর্ভুক্ত থাকবে। সেজে উঠেছে স্কুল গুলি থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় গুলো। এই কর্মসূচির মাধ্যমে ছাত্র ছাত্রীদের স্কুলমুখী করা এই Students Week কর্মসূচির প্রধান উদ্দ্যেশ্য। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে জানানো হবে। এছাড়াও, মাধ্যমিক স্তরে ভালো রেজাল্ট করলে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে কি কি সুবিধা পাবেন।

পহেলা জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গের স্কুলে ছুটির নিয়মে বদল। শিক্ষকদের সুবিধা হল।

তারা কিভাবে তাদের পড়াশোনার খরচের জন্য স্কলারশিপ (Scholarship) পাবেন সেই সম্পর্কেও জানানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই Students Week চলাকালীন সকল পড়ুয়াদের জন্য নানা ধরণের উপহারও দেওয়া হয়ে থাকে সকল স্কুল গুলি থেকে। আর এই ধরণের উপহার পাওয়ার পর সকল পড়ুয়ারা খুবই খুশি এবং এরফলে স্কুল ছুট বন্ধ হবে বলে মনে করছেন অনেকে।
Written by Ananya Chakraborty.

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ। ফেল করলেও পাশ করার সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *