ট্রেন্ডিং

Train Cancel – আবারও যাত্রী ভোগান্তি, হাওড়া লাইনে বাতিল হল একাধিক লোকাল ট্রেন থেকে এক্সপ্রেস।

গন্তব্যে সহজেই পৌঁছনো যায়, লাগে না অতিরিক্ত খরচ। কেবলমাত্র সময় অনুসারে বের হতে হয়, সঠিক সময়ে পৌঁছতে গেলে। তবে প্রায়শই Train Cancel বা নানা কারণে ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। কিছুদিন আগেও শিয়ালদহ, বারুইপুর শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। অবশ্য নির্দিষ্ট কারণেই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবারও যাত্রী ভোগান্তি অব্যাহত। চলতি মাসের শুরুতেই বাতিল করা হল একাধিক ট্রেন। পাশাপাশি বহু লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। কিন্তু কোন শাখা? কবে কোন ট্রেন বাতিল থাকছে?

কোন কোন Train Cancel দেখুন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, ডানকুনি, গোঘাটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। কোন কোন ট্রেন কবে বাতিল (Train Cancel) থাকছে?
১লা জুলাই (শনিবার) যে ট্রেনগুলি বাতিল থাকবে-

হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37363, 37917, 36033, 36035,
রামপুরহাট থেকে – 03094,
বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844,
ব্যান্ডেল থেকে – 37749,
ডানকুনি থেকে – 32230, 32232, 32234, 32236,
আরামবাগ থেকে- 37364,
কাটোয়া থেকে- 37748, 37924, 03067,
চন্দনপুর থেকে – 36034, 36036,
আজ়িমগঞ্জ থেকে – 03068.

আজ থেকে 10 দিনের জন্য বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা, দেখে নিন তালিকা।

২ জুলাই (রবিবার) যে ট্রেনগুলি বাতিল (Train Cancel) থাকছে-
হাওড়া থেকে – 36823, 36825, 36827, 36829, 37317, 37373, 37319, 37361, 37363, 37917, 36033, 36035,
বর্ধমান থেকে – 36838, 36840, 36842, 36844,
শিয়ালদা থেকে- 32229, 32231, 32233, 32235,
কাটোয়া থেকে – 37748, 37924, 03095, 03035, 03067,

তারকেশ্বর থেকে- 37328, 37330, 37332,
ডানকুনি থেকে – 32232, 32234, 32236, আরামবাগ থেকে – 37362, 37364,
গোঘাট থেকে – 37390, ব্যান্ডেল থেকে – 37749,
আজিমগঞ্জ থেকে- 03096, 03036, 03068,
চন্দনপুর থেকে – 36034, 36036.

এমনিতেই সপ্তাহের শেষে রবিবার প্রায় সব অফিসই ছুটি থাকে। তাই ঐদিনটিতে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে একটু দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য বেছে নেন অনেকে। তবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই দেখে নিতে ভুলবেন না ট্রেনের সময়সূচি। না হলে ভোগান্তির সীমা থাকবে না।
পাশাপাশি এই দুইদিন (শনিবার ও রবিবার) কোন কোন ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে?
হাওড়া-আরামবাগ লোকাল,
হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস,
শান্তিনিকেতন এক্সপ্রেস,
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশ্যাল, বর্ধমান-কাটোয়া লোকাল ইত্যাদি ট্রেনগুলি।

বদলে গেল কর ব্যাবস্থা, ট্যাক্স আরও বাড়লো, আয়কর বাঁচাতে ইনকাম ট্যাক্স ফাইলের আগে জেনে নিন।

কী কারণে ট্রেন বাতিলের (Train Cancel) সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
রেলের তরফে জানানো হয়েছে, জুলাই মাসের শুরুতেই অর্থাৎ এই দুই দিন হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই হাওড়া থেকে বর্ধমান, আরামবাগ, রামপুরহাট, ডানকুনি, গোঘাটের বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হয়েছে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *