ছুটি

Government Holiday: পুজোর মাসে অতিরিক্ত ছুটি থাকবে! কতদিন বেশি ছুটি মিলবে?

পুজোর মাস শুরু হয়ে গেছে সেটা চারিপাশের পরিবেশ দেখে বোঝাই যাচ্ছে। আর এরই মধ্যে কিছু অতিরিক্ত ছুটি (Government Holiday) পাওয়া যাবে বলে জানতে পাওয়া যাচ্ছে। আর এই কথা শুনে রীতিমত খুশি সকল স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীরা। তাহলে আর কত দিন বেশি ছুটি (Holiday) পাওয়া গেল সেই সম্পর্কে ঝটপট করে জেনে নিন।

West Bengal Government Holiday in October 2024

অক্টোবর মাস পড়তেই পুজোর মরশুম শুরু, এই বছর সারা অক্টোবর মাস জুড়েই উৎসব। চলতি মাসে 31 দিনের মধ্যে অর্ধেক দিনই থাকছে ছুটি। গত বছরের মত এই বছর এই পুজোর আনন্দ আরো দ্বিগুণ করার জন্য বাড়তি অনেক কয়েক দিন ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। চলতি মাসে পুজো, অন্যান্য উৎসব আর বাড়তি ছুটি উপলক্ষে কয় দিন থাকবে ছুটি (Government Holiday) দেখে নিন।

Extra Holiday in October

গত 2 রা অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী রাজ্যের সব সরকারি বেসরকারি অফিস থেকে শুরু করে স্কুল কলেজ সব বন্ধ ছিল। এর পরে আর কয়েকটা দিন অফিস করতে হবে কর্মীদের তারপরে ফের পুজোর টানা ছুটি পাবে কর্মীরা। এই বছর পুজোর ছুটি অনেক আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে। হিসেব মত এবার 31 দিনের মধ্যে 17 দিনই বন্ধ থাকবে অফিস কাছারি এবং কতদিন বেশি ছুটি (Government Holiday) থাকবে।

অক্টোবর মাসে অতিরিক্ত ছুটি!

অক্টোবর মাসে মহালয়ার ও গান্ধী জয়ন্তীর জন্য ছুটি (Government Holiday) ছিল 2 রা অক্টোবর। 7 ই অক্টোবর চতুর্থী থেকে পড়তে চলেছে পুজোর টানা ছুটি। 7 ই অক্টোবর পরেছে চতুর্থী সেই দিন থেকে ছুটি শুরু হচ্ছে। 8 ই অক্টোবর পরেছে পঞ্চমী, 9 ই অক্টোবর ষষ্ঠি, এরপরে 10 ই অক্টোবর মহাসপ্তমি, 11 ই অক্টোবর মহাষ্ঠমী এবং 12 ই অক্টোবর মহানবমী আর বিজয়া দশমী।

এই বছর নবমী ও দশমী একই দিনে পরেছে। তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একই দিনে নবমী ও দশমী পড়লেও দুর্গাপুজো চার দিন ধরেই পালিত হবে। এই ছুটি গুলো ছাড়াও বাড়তি ছুটি থাকবে সরকরি কর্মীদের। 14 ই অক্টোবর ও 15 ই অক্টোবর বাড়তি ছুটি (Government Holiday) থাকবে রাজ্য সরকারি কর্মীদের। দুর্গাপুজো শেষ হয়ে গেলে আর কয়েক দিন পর থাকছে কোজাগরী লক্ষ্মীপুজো।

Holiday (ছুটি)

16 ই অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো এই দিন থাকছে ছুটি, থাকছে দুই দিন বাড়তি ছুটি। 17 ই অক্টোবর আর 18 ই অক্টোবর থাকবে ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এই কয় দিন টানা ছুটি থাকবে সরকারি অফিস গুলোতে। তারপরে আবার কয়েকদিন অফিস করেই কালীপুজো থেকে থাকবে টানা কয়েক দিন ছুটি। কালীপুজো ও দীপাবলির জন্য ছুটি (Diwali Holiday) থাকবে 31 শে অক্টোবর।

রেশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! মধ্যবিত্তের জন্য বড় আপডেট

পরের দিন 1 লা নভেম্বর থাকছে বাড়তি ছুটি কালীপুজোর জন্য। ভাইফোঁটা 3 রা নভেম্বর। তবে ভাইফোঁটার ছুটি রবিবার বলে যে মার যাবে তা নয়। বাড়তি ছুটি দেওয়া হয়েছে 4 ঠা নভেম্বর, এরপরে একেবারে 5 ই নভেম্বর একেবারে রাজ্য সরকারি অফিস গুলো খুলবে সাথে খুলবে স্কুল গুলো। পুজোর ছুটির তালিকা (Government Holiday List) হাতে পেয়ে গিয়েছেন।
Written by Ananya Chakraborty.

Related Articles