ছুটি

Holiday: সেপ্টেম্বরে বাড়তি ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। DA আন্দোলনের মাঝেই সিদ্ধান্ত

ছুটি (Holiday) কথাটি শুনলে ছোট থেকে বড় সকল মানুষদের মনে একটা খুশির হাওয়া বয়ে যায়। আর রোজকারের জীবনের কাজ কর্ম থেকে মুক্তি পেতে সকলেই একটু ছুটি চায়। আর সেপ্টেম্বর মাসের শুরুতেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) জন্য এসে গেল বড় সুখবর। এবার সপ্তাহের শেষে মিলতে চলেছে লম্বা ছুটি। ভ্রমণপিপাসু মানুষেরা তাই এখনই ঠিক করে নিয়েছেন এই ছুটিতে তাদের ঘুরতে (Travel Plan) যাবার জায়গা।

14th September Extra Holiday Announce by Government

মূলত সপ্তাহের শেষে সব স্তরের কর্মচারীরা ছুটি পেয়ে থাকেন। এটিকে ‘উইকেন্ড’ ছুটিও (Weekend Holiday) বলা হয়। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো দপ্তর হোক বা রাজ্য সরকারি কোনো অফিস কিংবা আদালত ও স্কুল, কলেজ অথবা ব্যাঙ্ক, সব জায়গাতেই সাপ্তাহিক ছুটি থাকে। তবে কোথাও সাপ্তাহিক ছুটি একদিনের হয়, কোথাও আবার এই ছুটি হয় দুই দিনের।

সেপ্টেম্বরে বাড়তি ছুটি থাকবে!

কোনো কোনো সেক্টরে শুধুমাত্র রবিবার ছুটি থাকে, আবার কোথাও শনিবার এবং রবিবার ছুটি থাকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে এই মাসে একদিন অতিরিক্ত ছুটির ঘোষণা করা হল। আগামী ১৪ সেপ্টেম্বর, শনিবার করম পুজো উপলক্ষ্যে (Karam Puja Holiday) রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়।

করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা

এই সিদ্ধান্ত রাজ্যের বহু সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের মধ্যে খুশির বার্তা বয়ে এনেছে। করম পুজো মূলত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পালিত হয় (Holiday). আর পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের (Tribal Community) বসবাস থাকার কারণে এই উৎসব বিশেষ তাৎপর্যপূর্ণ। এই পুজো কৃষি এবং প্রাকৃতিক শক্তির পূজার সাথে সম্পর্কিত। প্রধানত করম গাছের পূজা করা হয় এই দিন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী (West Bengal State Government Employees)

পশ্চিমবঙ্গ সরকারের ছুটি ঘোষণা

করম গাছকে জীবনের প্রতীক হিসেবে ধরা হয়। তাই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করেন যে এই পূজা করলে জীবনের সমৃদ্ধি, সুখ এবং ভালো ফসল আসবে। আর এই করম পুজো উপলক্ষে ছুটি দিয়েছে রাজ্য সরকার (Government Holiday). রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন অংশের মানুষ।

পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটি!

সরকারি কর্মীরা এই অতিরিক্ত ছুটির কারণে নিজেদের পরিবারের সাথে পুজোর আনন্দে অংশগ্রহণ করতে পারবেন। এটি যা তাঁদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সহায়তা করবে। তবে এই ছুটির ঘোষণা নিয়ে কিছু বিতর্কও উঠেছে। কিন্তু এই ছুটির ঘোষণা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি আনন্দের বার্তা নিয়ে এসেছে এবং এটি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
Written by Sampriti Bose.

Related Articles