টেক নিউজ

Facebook Account – ফেসবুকে একাউন্ট খোলার নতুন নিয়ম চালু হলো। এটা না মানলে সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুক অ্যাকাউণ্ট (Facebook Account) সম্পর্কে এখন আমরা প্রায় সকলেই জানি। আর ফেসবুক (Facebook) আমরা সকলেই টাইমপাস এর জন্য বা খুশির জন্য করে থাকি। এক পরিসংখ্যান অনুসারে সমগ্র বিশ্বে বর্তমানে 300 Billion মানে ৩০০ কোটি মানুষ এই ফেসবুক ব্যবহার করছেন এবং ভারতে এই সংখ্যা ৩১ কোটির কাছাকছি এবং এই সংখ্যা প্রতিদিন অন্তর আরও বৃদ্ধি পেটে চলেছে।

Facebook Account Rule Change By Meta.

উন্নত প্রযুক্তির যুগে বেশিরভাগ সব মানুষদের কাছেই স্মার্ট ফোন আছে, আর তাতে Facebook Account ও আছে। আর সেই Facebook Account অ্যাকাউন্ট ও সবার আছে। তবে এবার এই ফেসবুক এ Account খোলা নিয়ে এক খবর সামনে এসেছে। Facebook এর তরফ থেকে জানান হয়েছে এক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে পাঁচটি প্রোফাইল খুলতে পারবে। প্রতিটি প্রোফাইলের আলাদা আলাদা নোটিফিকেশন, মেসেজ ও প্রাইভেসি সেটিংস থাকবে।

সুতরাং আপনি পরিবার, বন্ধুদের মতো উপযোগী করে নিজেকে যেমন প্রকাশ করতে পারবেন, আবার অন্যদের সামনেও ভিন্ন ব্যক্তিত্ব প্রকাশ করতে পারবেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ব্যবহারকারীরা এক অ্যাকাউন্টে (Facebook Account) চারটি নতুন প্রোফাইল যুক্ত করতে পারবে।

সুতরাং একটি আপনার প্রধান প্রোফাইলসহ মোট পাঁচটি প্রোফাইল থাকবে। ইনস্টাগ্রাম (Instagram) প্ল্যাটফর্মের মত লগ ইন বা লগ আউট ছাড়াই প্রোফাইল গুলো সুইচ করা যাবে। অতিরিক্ত প্রোফাইল (Facebook Account) গুলোয় ডেটিং, মার্কেটপ্লেস, প্রোফেশনাল মোড ও পেমেন্টের মত ফিচার গুলো থাকবে না। তবে ফেসবুক অ্যাপ ও ওয়েব ভার্সনে অতিরিক্ত প্রোফাইল গুলোতে ম্যাসেজিং সুবিধা পাওয়া যাবে।

ভবিষ্যতে মেসেঞ্জারও যুক্ত করা হবে। প্রোফাইলের পোস্ট কারা দেখতে পারবে, কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এমন কিছু সেটিংসের বিষয় প্রতিটি প্রোফাইলে আলাদাভাবে কাজ করবে। নতুন ব্যক্তিগত প্রোফাইল গুলো প্রধান অ্যাকাউন্টে দেখানো হবে না। ফেসবুক পরামর্শ দিচ্ছে যেন ব্যবহারকারীরা তাদের আসল নাম দিয়ে তাদের প্রধান Facebook Account প্রোফাইলটি তৈরি করে।

Free Ration (বিনামূল্যে রেশন সামগ্রী)

তবে অতিরিক্ত প্রোফাইল গুলোর জন্য যেকোনো নাম ব্যবহার করা যাবে। ফেসবুক (Facebook Account) তাদের তরফ থেকে আরো বলছে, বিভিন্ন প্রোফাইলের মাধ্যমে কেউ ভুয়া প্রোফাইল তৈরি করতে পারবে না বা আরেকজনের পরিচয় ভুলভাবে উপস্থাপন করতে পারবে না। তবে ফেসবুক কীভাবে এই বিষয়টির সমাধান করবে তা স্পষ্ট নয়।

LPG Gas Cylinder – রান্নার গ্যাস নিয়ে ফের বড় ঘোষণা সরকারের তরফে, উৎসবের মরশুমে খুশি সকলে।

কোম্পানি এক ঘোষণায় বলছে, যদি কোনো ব্যবহারকারী বারবার ফেসবুকের নীতি লঙ্ঘন করে, তবে তারা অতিরিক্ত প্রোফাইল গুলো তৈরি করতে পারবে না। সেই সব অ্যাকাউন্টের সঙ্গে সব গুলো প্রোফাইলের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। অতএব বলা যায় ফেসবুক এর এই সিদ্ধান্তে বেশিরভাগ মানুষ উপকৃত হবেন।

Civic Volunteer Recruitment – রাজ্যজুড়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ। একসাথে প্রচুর ছেলেমেয়ে চাকরি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *