ট্রেন্ডিং

Festive Gift – পুজোয় আপনার সঙ্গীকে উপহার দেবেন? সেরা উপহার মাত্র 500 টাকায়। আজই কিনে নিন।

পুজো মানেই উপহার (Festive Gift) দেওয়া আর নেওয়ার পালা। দুর্গা পুজো প্রায় চলেই এলো হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি। আর পুজো মানেই নতুন নতুন জামা কাপড় কেনা, কাছের মানুষদের নানা রকমের উপহার দেওয়া। উপহার পেতে তো সব মানুষেরাই ভালবাসে। আর সেটা যদি পুজো উপলক্ষে হয় তাহলে তো খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। উপহার যে সব সময়ে বহুমূল্যের হতে হবে, তার কোনও মানে নেই। উপহার দেওয়ার মধ্যে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে থাকে।

Festive Gift Under 500 Rupees In Kolkata.

তাই উপহার দেওয়াটাই আসল। তবে পুজোর সময় বাজেটের একটা ব্যাপার তো থাকেই। তাই সাধারন মানুষরা যাতে তাদের কম বাজেটের মধ্যে উপহার (Festive Gift) দিতে পারে সেই ব্যাপারে আজকের এই প্রতিবেদন।অনেক সময়ে উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও সাধ্য সঙ্গ দেয় না। চিন্তা নেই মাত্র 500 টাকার মধ্যে দারুন উপহার কিনতে পারেন। চলুন জেনে নিন কী সেই সব উপহার?

পুজো সংখ্যা – বই পড়তে বেশিরভাগ মানুষ ভালবাসে। তাই উপহার (Festive Gift) হিসাবে বইয়ের কোনও বিকল্প নেই। তবে পুজোর সময়ে উপহার হিসাবে যদি বই দেওয়ার কথা ভেবেই থাকেন, তা হলে পুজো সংখ্যা দেওয়াই ভাল। উপহারে পুজোর গন্ধও মিশে থাকবে। যারা বই পড়তে ভালবাসেন, সারা বছর তারা পুজো সংখ্যা গুলির জন্য মুখিয়ে থাকেন।

প্রকাশিত হলেই ঝাঁপিয়ে পড়েন। বন্ধু হোক কিংবা সহকর্মী, উপহারের (Festive Gift Under 500) বাজেট যদি হয় 500 টাকা, তা হলে অন্তত দু’টো পুজো সংখ্যা হয়ে যাবেই। কলেজ স্ট্রিট থেকে যদি কেনেন তাহলে নির্ধারিত দামের উপরে খানিকটা ছাড়ও পেয়ে যাবেন এবং একই সঙ্গে বেশি সংখ্যক বই কিনলে আপনারা আরও বেশি ছাড় পেতে পারেন।

কাজু বাদাম হ্যাম্পার – Dry Fruit খেতে বেশ ভালো লাগে। আর এটি স্বাস্থ্য এর জন্যে ও খুব উপকার। বন্ধু যদি স্বাস্থ্য সচেতন হন কিংবা সারা বছরই ডায়েটে থাকেন, সে ক্ষেত্রে পুজোর সময়ে উপহার হিসাবে ড্রাইফ্রুটস হ্যাম্পার কিন্তু মন্দ নয়। এতে আপনার উপহারও (Festive Gift) দেওয়া হল, একসঙ্গে উৎসবের মরসুমে বন্ধুর শরীরেরও খেয়াল রাখলেন।

কাজু, কিশমিশ, আখরোট, খেজুর, কাঠবাদাম অল্প অল্প করে কিনে সুন্দর একটি ট্রেতে সাজিয়ে দিতে পারেন। এছাড়া দোকানেও এমন রেডিমেড ড্রাই ফ্রুটস হ্যাম্পার পেয়ে যাবেন। 500 টাকার মধ্যে হয়ে যাবে আপনার উপহার। আর যেই সকল বাড়িতে বাচ্চারা আছে সেই বাড়িতে এই উপহার দিলে তারা অনেক খুশি হবে।

আতর বা পারফিউম – উৎসবের মরসুমে আতর (Perfume) দারুন উপহার (Festive Gift) হতে পারে। সাজগোজ সম্পূর্ণ হয় সুগন্ধির ব্যবহারে। সাজ যদি খুব জমকালো না হয়, সুগন্ধি পারে আলাদা জেল্লা আর সতেজতা ধরে রাখতে। আলোর রোশনাই, উৎসবের সানাই আর প্রিয়জনের দেওয়া সুগন্ধি এর চেয়ে ভাল উদযাপন আর কিছু হতে পারে না। 500 টাকার মধ্যে পছন্দসই পারফিউম হবে কি না, তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে।

ল্যাম্পশেড – পুজোর উপহারে ভালবাসার পাশাপাশি থাকে আলোর ছোঁয়া। 500 টাকার মধ্যে যদি উপহার খোঁজেন, তা হলে ল্যাম্পশে়ড ‌পেলে খুশি হবেন বন্ধু। পুজোর সময়ে ঘরের সাজ নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা চলেই। সেই সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করতে ল্যাম্পশেডের (Festive Gift) জুড়ি মেলা ভার। টেরাকোটার ল্যাম্পশেড, হ্যাঙ্গিং ল্যাম্পশেড, বাঁশের তৈরি ল্যাম্পশেড, চাইনিজ ল্যাম্পশেড।

LPG Gas Subsidy (রান্নার গ্যাসে ভর্তুকি বৃদ্ধির ঘোষণা)

ব্যাগ – ব্যাগ আমাদের প্রত্যেকেরই খুব প্রযোজনীয় জিনিস। নিজের কাছে গাদা খানেক ব্যাগ থাকলেও নতুন একটি হলে সবাই খুশি হয়। তাই ব্যাগ দিলে বন্ধু নিশ্চই রাগ করবেন না। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ নিতে পছন্দ করেন অনেকেই। আর মেয়েদের কথা যদি বলি , তাদের ব্যাগ ছাড়া প্রায় চলে না। 500 টাকার মধ্যে ডিজাইনার ব্যাগ (Festive Gift) না হলেও একেবারে মন্দ কিছুও হবে না।

DA Hike News – বকেয়া ডিএ বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা, পুজোর আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা।

পার্স, স্লিং ব্যাগ, বটুয়া, ছোট ক্লাচ হয়ে যাবে 500 টাকার মধ্যেই। অনলাইনে (Festive Gift) এই দামে আরও অনেক ভাল ভাল ব্যাগ পেয়ে যাবেন। তাই আর দেরি না করে প্রিয়জন দের উপহার দিতে হলে এর মধ্যেই কিছু একটা কিনে দিতে পারেন। তাতে বন্ধু খুব খুশি হবে। এছাড়াও নিজেদের ভালবাসার মানুষের জন্যও আপনারা এই উপহার কিনতে পারবেন।

Indian Old Note – 1980 সালের পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *