অর্থনীতি

Fixed Deposit – ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ব্যাংক, ঝড়ের গতিতে বাড়বে টাকা।

ফিক্সড ডিপজিটে (Fixed Deposit interest rate) বিনিয়োগ করছেন, তা ভালোভাবে জানেন কী? বিনিয়োগের আগে কোন কোন সুবিধা পাবেন তা অবশ্যই জেনে নিতে হবে। আমরা প্রত্যেকেই বর্তমান এবং ভবিষ্যতে সুখে শান্তিতে নির্বিঘ্নে জীবন যাপনের জন্য টাকা উপার্জন করে থাকি। আর সেইভাবেই সঞ্চয়টাও করি। তবে নিয়মিত সঞ্চয় না করলে যেমন ভবিষ্যতে সুখে শান্তিতে জীবন কাটানো বা জরুরি পরিস্থিতি মোকাবিলার করা সম্ভব নয়। তেমনই বিনিয়োগের সুবিধা সম্পর্কে না জানলেও সঞ্চয়ের মূল অর্থই নষ্ট। বিনিয়োগের সবথেকে বড় বিষয় হল উচ্চ হারে রিটার্ন।

Fixed Deposit interest rate:

আজকে আমরা জানাবো কোন ব্যাংকের কোন স্কিমে টাকা বিনিয়োগে পাবেন উচ্চ হারে রিটার্ন। অনেকেই আছেন বিনিয়োগের জন্য Fixed Deposit বা ফিক্সড ফিপোজিট স্কিমকে বেছে নেন। সেক্ষেত্রে দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হারে সুদ পাওয়া যায়। অবশ্য RBIএর রেপো রেট বাড়ানোর ফলেই বাড়ানো হয় সুদের হার। আজকে এমন একটি ব্যাংকের Fixed Deposit স্কিমে সুদের হার সম্পর্কে জানানো হচ্ছে, যেখানে বিনিয়োগের উপর মিলবে সর্বোচ্চ ৮.৫0% পর্যন্ত সুদের হার। এছাড়া সেভিংস একাউন্টেও মিলবে ৮% পর্যন্ত সুদ।

কত টাকার উপর এবং কত বছরের মেয়াদে মিলবে এই সুদের হার?
সম্প্রতি DCB ব্যাংক, তার সেভিংস একাউন্ট গ্রাহকদের এবং Fixed Deposit স্কিমের গ্রাহকদের জন্য বাড়িয়েছে সুদের হার। এ নিয়ে ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটেও জানানো হয়েছে। Fixed Deposit একাউন্টের মধ্যে রয়েছে নিয়মিত, এনআরই এবং এনআরও সেভিংস ব্যাঙ্ক একাউন্ট। গত ৮ মে থেকে এই নয়া সুদের হার কার্যকর হয়েছে।

সেভিংস একাউন্টের ক্ষেত্রে ১ লাখ টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে মিলবে ২% সুদের হার।
১ লাখ টাকার বেশি থেকে ২ লাখের কম হলে সুদের হার হবে ৩.৭৫%।
২ লাখ থেকে ৫ লাখ টাকার কম ব্যালেন্সে সুদের হার ৫.২৫%।
৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার কম ব্যালেন্সে সুদের হার ৬.২৫%।

চলতি মাস থেকেই FD স্কিমে বিনিয়োগে পাবেন প্রায় 10% সুদ, কোন কোন ব্যাংকের গ্রাহকেরা সুবিধা পাবেন?

১০ লাখ থেকে ৫০ লাখের কম ব্যালেন্সে সুদের হার মিলছে ৭%৷
৫০ লাখ থেকে ২ কোটির কম ব্যালেন্সে সুদের হার ৭.২৫%।
২ কোটি থেকে ৫ কোটি টাকার ব্যালেন্সে সুদের হার আরো বেশি মিলছে।
DCB ব্যাংকে Fixed Deposit তে সুদের হার কত মিলছে-
১) ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ৩.৭৫% সুদ।

২) ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদে ৪% সুদ।
৩) ৯১ দিন থেকে ৬ মাসের কম মেয়াদে ৪.৭৫% সুদ।
৪) ৬ মাস থেকে ১২ মাসের কম মেয়াদে ৬.২৫% সুদ।
৫) ১২ মাস থেকে ১৫ মাসের কম মেয়াদে ৭.২৫% সুদ।
৬) ১৫ মাস থেকে ১৮ মাসের কম মেয়াদে ৭.৫০% সুদ।
৭) ১৮ মাস থেকে ৭০০ দিনের কম মেয়াদে ৭.৭৫ % সুদ।

আধার কার্ড লিঙ্ক করা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে জরুরি ঘোষণা করলো UIDAI. সময় থাকতে সতর্ক হন।

৮) ৭০০ দিন থেকে ৩৬ মাস মেয়াদে ৮% সুদ।
৯) ৩৬ মাসের বেশি থেকে ১২০ মাস পর্যন্ত মেয়াদে ৭.৭৫% সুদ।
উল্লেখ্য, প্রবীণ নাগরিকেরা পাবেন অতিরিক্ত ০.৫০% সুদ।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *