ট্রেন্ডিং

Flipkart Big Billion Days – পুজোর আগে অবিশ্বাস্য ছাড়। এই সমস্ত প্রোডাক্ট জলের দামে পাবেন।

সমস্ত অপেক্ষার অবসান Flipkart Big Billion Days শুরু হতে চলেছে আগামী মাসের শুরুর দিকে। এমনটাই মনে করছেন অনেক নাগরিকরা। এই কয়েকটা দিনের জন্য সকল দেশবাসীরা অপেক্ষা করে থাকে, কারণ নিজেদের পছন্দের জিনিস সাধ্যের মধ্যে কিনতে হলে এই সময়ের জন্য সকলকে অপেক্ষা করতে হয়। বর্তমানের যুগ হলো ইন্টারনেটের যুগ। এ যুগে আমরা নিজেদের বেশিরভাগ কাজ করে থাকি অনলাইনে। এই কাজ গুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো জিনিসপত্র কেনাকাটি করা।

Flipkart Big Billion Days Start Very Soon.

সেটিও আজকাল অনলাইনেই বেশিরভাগ মানুষ করে থাকেন। তাহলে কথা যখন অনলাইন শপিং এর তখন সে ক্ষেত্রে ফ্লিপকার্টের (Flipkart Big Billion Days Sale) নাম তো বিশেষ ভাবে উল্লেখযোগ্য। ভারতের তথা সমগ্র বিশ্বের বিভিন্ন জনপ্রিয় অনলাইন সুপারমার্কেট সংস্থা গুলির মধ্যে ফ্লিপকার্ট হল অন্যতম। এই কোম্পানি অনেক কম দামে উন্নত কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে থাকে তার কাস্টমারদের কাছে।

এই কারণেই এর জনপ্রিয়তা অত্যন্ত বেশি। শুধু তাই নয়, এই কোম্পানির তরফ থেকে দেওয়া হয়ে থাকে বিভিন্ন আকর্ষণীয় ছাড় জিনিসপত্রের উপর এবং সেই সঙ্গে ক্যাশব্যাক এর সুবিধাও। সামনেই আসতে চলেছে দুর্গোৎসব। আর এই উপলক্ষে ফ্লিপকার্ট (Flipkart Sale) শুরু করতে চলেছে বছরের সবচেয়ে বড় সেল Flipkart Big Billion Days.

সাধারণত পুজোর কিছুদিন আগেই শুরু হয় এই অফার। এবারেও সেই সেলের (Flipkart Big Billion Days) ট্রেলার প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই কোম্পানি মারফত। সেখানে জানানো হয়েছে বিভিন্ন জিনিসপত্রের ওপর দুর্দান্ত অফারের কথা। তাই পুজোর আগেই এটি সমস্ত মানুষজন বিশেষত মধ্যবিত্তদের কাছে অত্যন্ত দুর্দান্ত সুযোগ নিজের পছন্দসই জিনিসপত্র কেনার।

কম দামে এত ভালো জিনিস আর কোথাও পাওয়া যাবে না। তাহলে চলুন দেখেনি কোন কোন জিনিসের উপর কি কি অফার দিচ্ছে এবারে ফ্লিপকার্ট (Flipkart Big Billion Days) আর কবে থেকেই বা শুরু হবে এই অফার গুলি। অফার এবং দিনক্ষণের তালিকা। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের ওপরেই এই সেলে কম বেশি ছাড় দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

১. ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) এর যে ট্রেলার প্রকাশিত হয়েছে তাতে জানা যাচ্ছে যে স্মার্টফোনগুলির দামে এবারে নক্ষত্রপতন হতে চলেছে। যার মধ্যে Samsung Galaxy S21 FE 5G এবং iPhones অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানি মারফত মডেলগুলির নাম প্রকাশ করা হয়নি এখনও। কিন্তু, টিজার পেজ নিশ্চিত করেছে যে iPhone ডিলগুলি ১ অক্টোবর প্রকাশ করা হবে৷

২. ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) সেলে ল্যাপটপ (Laptop) এবং স্মার্টওয়াচ (Smartwatch) গুলিতে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে৷ তালিকা অনুযায়ী ইয়ারফোনের (Earbuds) দাম ৪৯৯ টাকা থেকে এবং কি-বোর্ডের (Keyboard) দাম ৯৯ টাকা থেকে শুরু হবে।

Gold Price Today (আজকে সোনার দাম)

৩. ওয়াইডস্ক্রিন মনিটর গুলিতে ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকবে এবং প্রিন্টার গুলিতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যাঁরা ডিসকাউন্ট রেটে টিভি এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য অপেক্ষা করছেন, তাঁদের জন্য এটি সেরা সময় হতে পারে। কারণ ফ্লিপকার্ট (Flipkart Big Billion Days) এই সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। কিছু জনপ্রিয় ৪K স্মার্ট টিভিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।

Price Hike – বৃষ্টিতে সবজি নষ্ট। পুজোর আগে কোন কোন সবজির দাম বাড়ছে, তালিকা ও বাজারদর জেনে নিন।

৪. তবে iPhone 13 iPhone 14 সেট গুলির ওপর অল্প কিছু ছাড় দেওয়া হবে। কারণ কোম্পানি প্রতি বছর পুরনো আইফোন গুলিতে ভাল ডিসকাউন্ট অফার করে Flipkart Big Billion Days এর সেলে। বর্তমানে iPhone 13 ১২৮ জিবি স্টোরেজ মডেল ৫২,৯৯৯ টাকায় Flipkart এর পেজে দেখা যাচ্ছে। অন্য দিকে, iPhone 14 বিক্রি হচ্ছে ৬৪,৯৯৯ টাকায়।

Rozgar Mela – রোজগার মেলায় 51000 নিয়োগপত্র বিলি। মোট 10 লাখ চাকরি দেবে নরেন্দ্র মোদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *