Systematic Investment Plan: এভাবে এককালীন বিনিয়োগ করুন SIP তে! মোটা টাকা রিটার্ন নিশ্চিত
আমাদের মধ্যে অনেকেই এককালীন বিনিয়োগ (Systematic Investment Plan) করার মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিমাণ টাকা রিটার্ন পেতে পারবেন। বর্তমানে অনেক ধরণের বিনিয়োগ স্কিম (Investment Scheme) আমাদের সামনে আছে যার মাধ্যমে সকলেই নিজেদের ইচ্ছা অনুসারে টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণে টাকা নিজেদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন বা বর্তমানে কাজে লাগিয়ে নিজেদের জীবনে খুশিতে রয়েছেন (SIP 2024).
Systematic Investment Plan SIP 2024
কিন্তু সকল বিনিয়োগের মতই এই Systematic Investment Plan এ আপনারা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে ভালো পরিমাণ রিটার্ন বা সবচেয়ে বেশি রিটার্ন পেতে পারেন। আর বিনা কোন ঝুকিতে বিনিয়োগ করতে পারবেন। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই Mutual Fund ও SIP-র কথা শুনলেই ভয় পায়, কারণ অনেকেরই ধারণা যে এখানে টাকা রাখলে টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Invest in SIP 2024
আর এই করার জন্য অনেকেই এখন পর্যন্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসেই নিজেদের টাকা বিনিয়োগ করতে পছন্দ করছেন। কিন্তু আজকে Systematic Investment Plan এ বিনিয়োগের কিছু নিয়ম সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চলেছি যেই নিয়ম মেনে আপনারা সুরক্ষিত ভাবে এবং কোন ধরণের সমস্যা ছাড়াই ভালো পরিমাণ রিটার্ন পেতে পারবেন।
সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বিনিয়োগ নিয়ম
১) জেনে বুঝে বিনিয়োগ – যে কোন ধরণের বিনিয়োগের ক্ষেত্রে সকলেরই ভালো করে সেই সম্পর্কে জেনে নিয়ে তবেই টাকা জমা (Systematic Investment Plan) দেওয়া উচিত। আর এই স্কিমে কোন ধরণের ফাঁকা না রেখে লাগাতার বিনিয়োগ করে রাখতে হবে, আর যত বেশি দিন ধরে আপনারা বিনিয়োগ করবেন ততই আপনারা বেশি পরিমাণ টাকা রিটার্ন পাবেন।
২) অল্প টাকার SIP – সব সময়ে যে কোন ধরণের বিনিয়োগে কম টাকা দিয়ে শুরু করা উচিত। কারণ বেশি টাকা দিয়ে শুরু করে যদি কোন কারণের জন্য আপনারা এই টাকা না দিতে পারেন তাহলে কোন না কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনারা পারলে পরে এই স্কিমে বেশি টাকা জমা করতে পারবেন। মূল বিনিয়োগের ওপরে রিটার্ন নির্ভর করে।
৩) টপ আপ SIP – এতদিন মোবাইলে টাকা ভরার ক্ষেত্রে সকলে টপ আপ কথাটি জানতাম। কিন্তু এই SIP তে আপনারা কম টাকা বা নিজেদের রোজগারের ৫-১০% টাকা বিনিয়োগ করে দেখতে পারেন কিছু সময়ের জন্য যার মাধ্যমে আপনারা আদৌ কতটা রিটার্ন পাচ্ছেন সেই সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন।