Ration Card: রেশন কার্ড নিয়ে আপডেট। ডিসেম্বরে ফ্রি রেশন সামগ্রী তোলার আগে দেখুন
রেশন কার্ড (Ration Card) নিয়ে নভেম্বর মাসের শেষ দিনে এসে বড় খবর গ্রাহকদের জন্য। আগামী মাস অর্থাৎ ডিসেম্বর শুরু হওয়ার পরে সকলের ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) তুলতে যাবেন। কিন্তু তার আগে কিছু তথ্য আপনাদের জেনে নেওয়ার দরকার আছে। রেশনের মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষ বিনামূল্যে রেশন থেকে খাদ্য সামগ্রী পেয়ে থাকে (Government of West Bengal).
West Bengal Ration Card New Update
দেশের এখনো অনেক নিম্ন ও দরিদ্র পরিবার রয়েছে, যাদের পক্ষে দুই বেলা দুই মুঠো অন্ন সংস্থানের জোগাড় করা অনেকটাই কঠিন, সেই সমস্ত মানুষদের রেশনের খাদ্য সামগ্রী (Ration Card) পেট চালানোর অন্যতম প্রধান মাধ্যম। কেন্দ্রীয় সরকার করোনা সময় থেকে ফ্রি রেশন ব্যবস্থা চালু করেন, যেটি আজও একইভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য।
রেশন কার্ডে নতুন আপডেট
পরিবারের আয়ের উপর নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরির রেশন কার্ড হয়, সেই রেশন কার্ড (Ration Card) অনুযায়ী ভিন্ন ভিন্ন কার্ডের খাদ্য দ্রব্য সামগ্রীর পরিমান ভিন্ন হয়। তবে জানা যাচ্ছে, ডিসেম্বর মাস থেকে কিছু কিছু খাদ্য সামগ্রীর পরিমাণ কম দেওয়া হবে। এই বিষয়ে সাধারণ মানুষ অনেকটাই চিন্তায় পড়ে গিয়েছেন। জেনে নেওয়া যাক কোন কোন খাদ্য সামগ্রীর পরিমাণ কমানো হয়েছে নভেম্বর মাসে।
রেশন সামগ্রীর পরিমাণ কমলো?
কেন পরিবর্তন করা হলো রেশন থেকে পাওয়া চাল, গমের পরিমাণ? নভেম্বর মাস থেকে কত পরিমান চাল দেওয়া শুরু হয়েছে রেশনে? জানা যাচ্ছে, পহেলা নভেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকরী করা হয়েছে। এতদিন পর্যন্ত যে পরিমাণ চাল পেতেন গ্রাহকরা, নভেম্বর মাস থেকে সেই পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। এতদিন পর্যন্ত রেশনে ৩ কেজি চাল এবং ২ কেজি গম দেওয়া হতো।
নভেম্বর মাস থেকে এই পরিমাণে বদলানো হয়েছে। এখন থেকে রেশনে ৩ কেজি চালের পরিবর্তে ২.৫ কেজি চাল দেওয়া হবে। এছাড়া অন্ত্যোদয় কার্ডে দেওয়া খাদ্য সামগ্রীর (Ration Card) পরিমাণও পরিবর্তন করা হয়েছে। আগে ১৪ কেজি গম এবং ৩০ কেজি চাল দেওয়া হতো। এই নভেম্বর মাস থেকে আগের পরিমাণ বদলে গিয়ে ১৮ কেজি চাল এবং ১৭ কেজি গম দেওয়া হবে।
চাল ও গমের পরিমাণের এই পরিবর্তন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সহ মোট ৯ টি রাজ্যে কার্যকর করা হয়েছে। ভবিষ্যতে দেশের সর্বত্র এই নিয়ম কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। দেশের নিম্ন ও দরিদ্র মানুষ গুলোর জন্য খাদ্য দ্রব্যের পরিমাণ যাতে সমভাবে বন্টন হয়।
প্রত্যেকটি মানুষের জন্য খাদ্য শস্যের মধ্যে যাতে সামঞ্জস্যতা বজায় থাকে, সেই দিকটি সঠিকভাবে নির্ণয় করার জন্যই কিছু খাদ্য শস্যের পরিমাণ কমানো ও কিছু খাদ্য শস্যের পরিমাণ বাড়ানো হয়েছে। অনেকে এই টুকু সুবিধা পাবেন না, যদি না আপনি ই- কেওয়াইসি (Ration Card KYC) সম্পন্ন করেন। সরকার রেশন কার্ড গ্রাহকদের ই – কেওয়াইসি করার কথা বলেছিলেন অনেক মাস আগে, তবে এখনো পর্যন্ত অনেক গ্রাহক এই কাজটি সম্পন্ন করেননি।
ই – কেওয়াইসি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছেন ২০২৪ সেপ্টেম্বর মাস পর্যন্ত। কিন্তু তখনো অনেকের ই-কেওয়াইসি জমা দেওয়া হয়নি দেখে, আরো এক মাস বর্ধিত করা হয়েছিল সময়। এই দিকে নভেম্বর মাস পরে যাওয়ার পরও অনেক গ্রাহক এই কাজটি করেননি দেখে তাদের জন্য শেষবারের মতন সুযোগ দেওয়া হয়েছে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত।
LPG গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও OTP-র নিয়ম একেবারে পাল্টে যাবে
আপনারা যদি ই- কেওয়াইসি সম্পন্ন না করেন, ডিসেম্বরের মধ্যে তাহলে আপনাদের রেশন কার্ড চিরদিনের মতন বাতিল বলে গণ্য হতে পারে। রেশন কার্ড বাতিল (Ration Card) হলে আপনি আর রেশনজাত খাদ্য সামগ্রী পাওয়ার মতন কোন সুবিধা ভোগ করতে পারবেন না। তাই যাদের এখনো ই-কেওয়াইসি জমা দেওয়া হয়নি তাঁরা ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করবেন।
Written by Shampa debnath