ট্রেন্ডিং

Travel Insurance: রেলের টিকিট কাটলেই পাবেন ১০ লাখ টাকার বীমা! নিত্যযাত্রীদের জন্য সুখবর

আমাদের দেশের সকল রেল যাত্রীদের জন্য দারুণ সুবিধা (Travel Insurance) ঘোষণা হল। সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে সহজলভ্য ও কম খরচের মাধ্যম হল ভারতীয় রেল (Indian Railway). এক পরিসংখ্যান অনুসারে প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষরা এই রেলের মাধ্যমে কাছের বা দূরের জন্য যাত্রা করে থাকেন। আর এবারে এই সকল যাত্রীদের সুরক্ষার (Insurance Policy) জন্য সরকারের তরফে দারুণ সিদ্ধান্ত নেওয়া হল।

IRCTC Railway Travel Insurance at Just Spend 35 Paisa.

ভারতীয় রেলে টিকিট কাটার (Train Ticket) সময় যাত্রীরা পান বীমার সুবিধা (Travel Insurance). এই সুবিধার কথা অনেকেই জানেন না। টিকিট কাটার সময় অতিরিক্ত 35 পয়সা খরচ করলেই পাওয়া যাবে এই সুবিধা। যদি কোনো ব্যাক্তি টিকিট কাটার সময় এই বীমা করে থাকেন তাহলে রেল দুর্ঘটনায় যদি ওই ব্যাক্তির মৃত্যু হয় বা পঙ্গু হয়ে যান তাহলে সেই ব্যাক্তির পরিবার 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাবেন। ভারতীয় রেলে ভ্রমণ করলে শুধু ভারতীয়রা নয় তার সাথে বিদেশিরাও এই সুবিধা পাবেন।

ভারতে অনলাইন ট্রাভেল ইনস্যুরেন্স পলিসি কিনুন

2021 সালে 1 লা নভেম্বর ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেন গুলোর সংরক্ষিত আসনে ভারতীয় রেলে ভ্রমণ বীমা প্রকল্পটি (Railway Travel Insurance Scheme) চালু করা হয়। ভারতীয় রেলে IRCTC এর অধীনে রেল যাত্রীরা এই Travel Insurance সুবিধা পায়ে থাকে। এই বীমার পরিষেবাটি নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। আপনি চাইলে নিতেও পারেন আবার নাও কটা নিতে পারেন। ভারতের যে কোনো রুটের জন্যে এই বীমা পরিমান 35 পয়সা।

কিভাবে এই আইআরসিটিসি ভ্রমণ বীমা পাবেন?

শুধুমাত্র টিকিট কাটার সময় এই পরিষেবাটি নিতে পারবেন। কিন্তু টিকিট কাটার পরে আর এই সুবিধা নেওয়া যায় না। একটি বিষয় মনে রাখবেন, যে ব্যক্তির নামে টিকিট কাটা হবে সেই ব্যাক্তি একমাত্র এই Travel Insurance সুবিধা পাবেন। আর সকল মানুষরা কিভাবে এই সুবিধা পাবেন? সেই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা মাত্র ৩৫ পয়সা খরচ করে এই সুবিধা পেয়ে যাবেন।

Benefits of Indian Railways Travel Insurance

  • রেলে সফর করার সময় যদি কোনো দুর্ঘটনার ফলে সেই ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেই ব্যাক্তির পরিবারকে 10 লক্ষ টাকা বীমা কভারেজ দেওয়া হয়।
  • আর দেহ সৎকারের জন্যে 10 হাজার টাকা অতিরিক্ত দেওয়া হয়।
  • আর যদি দুর্ঘটনার ফলে সেই ব্যাক্তি যদি সারা জীবনের মত পঙ্গু হয়ে যায় তাহলে তার পরিবারকে রেলের তরফ থেকে 10 লক্ষ টাকা বীমা কভারেজ দেওয়া হয়।
  • রেলে যাত্রাকালে কোনো ব্যাক্তি যদি আংশিক বা অল্প আহত হয় 7 লক্ষ টাকা বীমা কভারেজ দেওয়া হয়।
  • আর যদি কোনো ব্যাক্তি দুর্ঘটনার ফলে হাসপাতাল এ ভর্তি হয় তাহলে চিকিত্সা খরচ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হয়।
Bandhan Bank FD (বন্ধন ব্যাংক ফিক্সড ডিপোজিট)

রেলের টিকিট কাটার সময় অনেক ব্যাক্তি এই Travel Insurance বিষয়টিকে আগ্রাহ্য করেন। কারন এটি খুব লম্বা প্রক্রিয়া। বীমা কভারেজ নেওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটার সময় সব তথ্যর সাথে নমিনি তথা ব্যাংক একাউন্টের তথ্য দিতে হবে। এছাড়া যাত্রীদের ইমেল আইডি দিতে হবে। তারপর সেই মেল আইডিতে একটি মেল যাবে সেই মেলে থাকা OTP কনফার্ম করতে হবে।

LPG সিলিন্ডারে দুর্ঘটনা হলে 75 লাখ টাকার বীমা কভারেজ! গ্রাহকরা কিভাবে পাবেন?

তাই এই পদ্ধতি লম্বা বলে অনেকেই এই Travel Insurance সম্পর্কে জেনেও এটিকে অগ্রাহ্য করেন। এছারা রেল কর্মীরাও এতো ঝামেলায় পড়তে চান না তাই তারা টিকিট কাটার সময় এই নিয়ে কোনো কিছু জানান না রেল কর্মীরা। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। আর আরও বিস্তারিত জানতে চাইলে Indian Railway অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *