LPG Gas – রান্নার গ্যাস প্রতি 100 টাকা খরচ কমলো! এইভাবে বুকিং করলেই পাবেন
রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তার আর শেষ নেই। প্রত্যেক মাসের শুরুতে সকলেই এই দাম সম্পর্কে জানার জন্য খবরের পর্দায় নজর রাখেন। আর দাম বৃদ্ধি (LPG Cylinder Price) পেলে সকলের পরিবারের খরচ একদমই তোলপাড় হয়ে যায়। আর এই কারণের জন্য প্রত্যেকেই অপেক্ষা করে যে কবে এই দাম কমবে (Liquefied Petroleum Gas). তাই আজকে এই সকল মানুষদের জন্য রয়েছে এক দারুণ সুখবর।
100 Rupees Discount Applicable on LPG Gas Booking in Paytm.
এখন থেকে LPG Gas বা রান্নার গ্যাসে আপনারা ১০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন বা এক কথায় বলতে গেলে আপনাদের সাশ্রয় হতে চলেছে। সাধারন মানুষের নিত্যজীবনের প্রয়োজনীয় জিনিস গুলোর মধ্যে একটি অতি প্রয়োজনীয় জিনিস হল রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder). এখন শহর থেকে গ্রামের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌছে গিয়েছে। গরম বাড়ার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে।
রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তায় মধ্যবিত্ত!
সব জিনিসের এমন আকাশ ছোঁয়া দামের কারনে সাধারন মানুষকে চিন্তায় ফেলেছে সরকার। তবে এই এক দুই বছরের মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমেছে। কেন্দ্র সরকার উজ্বলা যোজনার (PM Ujjwala Yojana LPG Gas) মাধ্যমে যারা গ্যাস ব্যবহার করছে তারাও অনেক কম দামেই গ্যাস পাচ্ছেন। তবুও মানুষ চায় গ্যাস সিলিন্ডারের দাম আরো একটু কমুক।
রান্নার গ্যাস বুকিং করলে ১০০ টাকা ছাড়
মূল্যবৃদ্ধির বাজারে অন্য জিনিসের তুলনায় গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমলে মানুষ একটু হলেও স্বস্তি পায়। তবে আজ আপনাদের একটি তথ্য দেব যাতে আপনার LPG Gas কেনার সময় আরো 100 টাকা বাঁচাতে পারেন। আর এরফলে আপনাদের অনেকটাই টাকা সাশ্রয় হবে প্রতিমাসে কারণ এখন সকলেরই প্রত্যেক মাসে একটা বা তারও বেশি রান্নার গ্যাস কিনতে হয়। তাহলে চলুন তাহলে সেই ট্রিক সম্পর্কে জেনে নিন।
How to Save 100 Rupees on LPG Gas Booking?
আমরা বিভিন্ন বিল পেমেন্ট করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ ব্যবহার করি। এমন কিছু অ্যাপ আছে যেই সকল অ্যাপের মাধ্যমে আপনি গ্যাস বুক (LPG Gas Booking) করলে পেয়ে যাবেন ছাড়। কিভাবে পাবেন এই সুবিধা আর কোন অ্যাপের মাধ্যমে আপনারা এই সুবিধা পাবেন সেই সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক। আর প্রত্যেক গ্যাস সিলিন্ডারে আপনারা এই ছাড় পাবেন।
LPG Gas Booking on Paytm to Get 100 Rs Cashback
Paytm এর মাধ্যমে LPG Gas বুকিং করলে 100 টাকা ছাড়ের সুযোগ দিচ্ছে। এই টাকা পেটিএম ক্যাশব্যাক হিসেবে দিচ্ছে। আপনারা এই অ্যাপের মাধ্যমে গ্যাস কিনলে 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাংক একাউন্টে অর্থাৎ যারা পেটিএম ব্যবহার করে গ্যাস সিলিন্ডার বুক করেন তারা 100 টাকা ক্যাশব্যাক পাবেন।মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে এবং গ্রাহকদের পেমেন্ট সংখ্যা বাড়াতে এই ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে।
শুধু যে গ্যাস বুকিং তা নয়। মোবাইল রিচার্জ, বিল পে সব কিছুতেই 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয়। বলা বাহুল্য, অনেক আগে নিয়মভঙ্গের কারনে Paytm Payment Bank ওপর নিষেধাজ্ঞা জারি করেচিল RBI. এরপর থেকেই পেটিএম উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা কমতে শুরু করে। আর তাই মানুষের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এই ধরনের অফার দেওয়া শুরু করেছে।
দুয়ারে ব্যাংক! এবার ATM কার্ড দিয়ে ঘরে বসেই ব্যাংকের টাকা তুলতে পারবেন
কয়টা রান্নার গ্যাসে এই অফার পাবেন?
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারে 100 টাকা কমলেও অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করছে সাধারন মানুষ। আর আপনারা প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলে এই ছাড় পাবেন এবং এর মাধ্যমে আপনারা অনেক টাকাই সাশ্রয় করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট দেওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.