Govt Scheme: প্রতিমাসে 1500 টাকা দেওয়া হবে মহিলাদের! কিভাবে আবেদন করলে পাবেন?
মহিলাদের জন্যে আবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে (Govt Scheme for Women). রাজ্যের মহিলাদেরকে আর্থিক ভাবে উন্নত করার জন্যে রাজ্য সরকার (State Government) মহিলাদের অ্যাকাউন্টে দিতে চলেছে 1500 টাকা করে। এর ফলে খুশি হয়েচে মহিলারা। আমরা সকলেই জানি যে রাজ্য হোক বা কেন্দ্র সরকার (Government) উভয় মহিলাদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য প্রতিবদ্ধ।
Govt Scheme for Women’s in 2024
আর এই কারণের জন্য অনেক ধরণের ঘোষণার সঙ্গে সঙ্গে শুধুমাত্র মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে অনেক প্রকল্প (Govt Scheme) নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa), রুপশ্রী (Rupashree Prakalpa) প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
মহিলাদের জন্য নতুন প্রকল্প
কিন্তু আজকের এই প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য নয়, মহারাষ্ট্রের মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে।মহারাষ্ট্র সরকারের (Government of Maharastra) এই নতুন যোজনার নাম হল ‘লড়কি বহিন যোজনা’ (Ladki Behin Yojana). এই যোজনার মাধ্যমে মহিলারা 5 বছর পর্যন্ত 1500 টাকা করে পাবে। মহিলাদের জন্য এই অভিনব প্রকল্প নিয়ে এসেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে (CM Eknath Sinde).
1.5 কোটি মহিলাদের টাকা দেওয়া হবে
জানা গিয়েছে রাজ্যের 1.5 কোটি মহিলাদের এই লড়কি বহিন যোজনার (Govt Scheme) মাধ্যমে সুবিধা প্রদান করা হবে। এই প্রকল্প আনার মূল লক্ষ হল রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বাবলম্বী (Women Empowerment) করে তোলা। যাতে এই অর্থের মাধ্যমে তারা নিজেদের জন্যে কিছু করতে পারে অথবা নিজেদের পায়ে দাঁড়াতে পারে।
সূত্র মারফত জানা গিয়েছে এখন পর্যন্ত এই প্রকল্প 1 কোটির বেশি আবেদন পত্র জমা পড়েছে। আরো আবেদন পত্র জমা পড়বে। এই যোজনায় (Govt Scheme) আবেদন করার শেষ তারিখ দেওয়া হয়েছে 31 শে আগস্ট। এই তারিখের মধ্যে আবেদন করতে হবে। আর এই তারিখের পর থেকে আর আবেদন নেওয়া হবে না আর সকল আবেদন যাচাই করা হবে।
Ladki Bahin Yojana Starting Date
চলতি বছর জুলাই মাস থেকে এই যোজনার কার্যকর হয়েছে। যে সব মহিলারা এই প্রকল্পের (Govt Scheme) আওতায় নিজেদের নাম নথিভুক্ত করছে তারা এক সাথে দুই মাসের টাকা পেয়ে যাচ্ছেন। ইতিমধ্যে 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এক সাথে জুলাই ও আগস্ট মাসের টাকা দেওয়া হয়েছে।
এই পুরনো 5 টাকার নোট থাকলেই ভাগ্য বদল! লাখপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা
Who will Be Apply on This Govt Scheme?
যে সব মহিলাদের বয়স 25 থেকে 65 এর মধ্যে তারা আবেদন করতে পারবে। আর যে সব মহিলাদের আয় 2.5 লক্ষ টাকার মধ্যে তারা লড়কি বহিন যোজনাতে নাম তুলতে পারবে। আবেদনকারীকে মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি সব মহিলারাই আবেদন করতে পারবেন। তবে যে সব মহিলারা চাকরি করেন তারা পাবে না এই প্রকল্পের সুবিধা।
Written by Ananya Chakraborty.