Jio Recharge: ফ্রিতে 20GB ডেটা দিচ্ছে Jio! গ্রাহকদের জন্য নতুন অফার
দেশের টেলিকম সংস্থা গুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম (Jio Recharge) বাড়ানোর পর থেকে চাপের মুখে পড়ছে। মুকেশ আম্বানির সংস্থা তাদের মধ্যে অন্যতম। এই টেলিকম সংস্থা দেশের সবচেয়ে বেশি গ্রাহক ধরে রাখতে সক্ষম হলেও তারা যে হারে তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়েছে তাতে বেশ চাপের মুখে রিলায়েন্স জিও (Reliance Jio). তাই গ্রাহক ধরে রাখতে তারা নতুন পরিকল্পনা তৈরি করছে।
899 Rupees Jio Recharge Plan With Free 20 GB Data.
এই নতুন পরিকল্পনা অনুযায়ি জিও তাদের গ্রাহকদের 72 দিনের জন্যে চিন্তা মুক্তি করার পাশে 20 GB এক্সট্রা ডেটা দেওয়ার কথা ঘোষনা করল। বর্তমানে জিও দেশের প্রথম টেলিকম সংস্থা হওয়ায় জুলাই মাসের 3 তারিখে নিজেদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার কথা ঘোষনা করে (Jio Recharge). সেই ঘোষনা অনুযায়ি ট্যারিফ প্ল্যান গুলো কার্যকর করা হয়। আর তার পর থেকেই জিও এর সুখের সংসারে কালো ছায়া পড়েছে।
Jio গ্রাহকদের জন্য সুখবর
বহু গ্রাহক জিও ছেড়ে সরকারি সংস্থা BSNL এ পোর্ট করতে শুরু করেছে। কারন BSNL এখনো পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়ায়নি। উল্টে গ্রাহকদের জন্যে সস্তায় অনেক প্ল্যান (BSNL Recharge Plan) নিয়ে এসেছে। পরিস্থিতি খারাপ এগোচ্ছে দেখে জিও (Jio Recharge) এবার নতুন ঘোষনা করল বলে মনে করছে টেলিকম বিশেষজ্ঞরা।
20 GB ফ্রি ইন্টারনেট দেওয়া হবে
জিও যে নতুন ঘোষনা করেছে তাতে 20 GB এক্সট্রা ডেটার পাশাপাশি Unlimited 5G ডেটা ব্যবহার করার ও সুবিধা পাবেন। তবে Unlimited 5G ব্যবহার করার জন্য গ্রাহকদের 5G মোবাইল থাকতে হবে। তাহলে চলুন দেখে নিন জিও এমন অফার কোন রিচার্জ প্ল্যানে (Jio New Offer) এনেছে। আর এই অফারের ফলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হতে চলেছে।
899 Rupees Jio Recharge Plan
জিওর ট্যারিফ প্ল্যান বৃদ্ধির করার পর দেখা গিয়েছে জিও তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম 12.5% থেকে 25% পর্যন্ত বাড়িয়েছে। আবার কোনো কোনো রিচার্জ প্ল্যান গুলোর দাম একি রেখেছে শুধু মেয়াদ কমিয়ে দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে ঘুরপথে রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়েছে জিও। এমনি একটি ঘুরপথে বাড়ান রিচার্জ প্ল্যান হল 749 টাকার রিচার্জ প্ল্যান। কিন্তু এখন এই Jio Recharge প্ল্যানের দাম ৯৯৯ টাকা। এতে জিও 20GB এক্সট্রা ডেটা দিচ্ছে।
এই প্ল্যানে রিচার্জ করলে 90 দিনের মেয়াদ পাওয়া যেত। কিন্তু এখন সেখনে 72 দিন মেয়াদ পাওয়া যায়। কিন্তু ৮৯৯ টাকা খরচ করলে ৯০ দিনই পাবেন। এর সাথে দেওয়া হয় Unlimited 5G, কল, 2 GB ডেটা প্রতিদিন, 100 টি SMS প্রতিদিন। Jio TV, Jio Cloud, Jio Cinema Subscription. এর সাথে এখন দেওয়া হবে 20 GB এক্সট্রা ডেটা। এই রিচার্জ (Jio Recharge) এর ক্ষেত্রে গ্রাহকদের এক্সট্রা ডেটা দিয়ে পুষিয়ে দিচ্ছে সংস্থা।
Written by Ananya Chakraborty.