প্রকল্প

PM Vishwakarma Yojana: আধার কার্ড থাকলে 3 লক্ষ টাকা দিচ্ছে সরকার! অনলাইনে আবেদন করুন

দেশের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলো বিশেষ প্রকল্পের (PM Vishwakarma Yojana). বিশ্বকর্মা যোজনার অধীনে মাত্র ৫% সুদে ৩ লক্ষ টাকা লোন (3 Lakh Instant Loan) দেওয়া হবে সকলকে। কেন্দ্রের এই স্কিমে ১৫০০০ টাকার সহায়তা করা হবে সকলকে। জনমুখী প্রকল্পের (New Govt Scheme) সূচনা করল কেন্দ্রীয় সরকার (Central Government). দেশের দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের স্বনির্ভর করতে বিশ্বকর্মা যোজনার প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi).

PM Vishwakarma Yojana Online Apply 2024

এই প্রকল্পের অধীনে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন (PM Free Silai Machine Scheme) দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পটি ১৭ সেপ্টেম্বর, ২০২৩ এ চালু করা হয়েছিল। এর দরুণ নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে, পরিবারকে আর্থিক ভাবে সমর্থন করতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। যাঁরা মেশিন চালাতে জানেন না, তাঁদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ (PM Vishwakarma Yojana). আর প্রশিক্ষণের পর যাতে মেশিনটি কিনতে পারেন, তার জন্যই দেওয়া হবে ১৫০০০ টাকা।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ২০২৪

প্রতিটি রাজ্যে ৫০০০০-র বেশি মহিলা বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পাবেন৷ এই প্রকল্পটি ১৮টি পেশাকে অন্তর্ভুক্ত করে। এই পেশা গুলোর মধ্যে রয়েছে ছুতোর, নৌকা প্রস্তুত কারক, অস্ত্র প্রস্তুত কারক, কামার, হাতুড়ি এবং সরঞ্জাম কিট প্রস্তুত কারক, তালাওয়ালা, স্বর্ণকার, কুমোর, ভাস্কর, পাথর ভাঙা, মুচি, জুতো কারিগর, রাজমিস্ত্রি, ঝুড়ি, মাদুর, ঝাড়ু প্রস্তুত কারক, ছোবড়া তাঁতি, পুতুল এবং খেলনা প্রস্তুত কারক, নাপিত, মালা প্রস্তুত কারক, ধোপা, দর্জি এবং মাছ ধরার জাল তৈরির সঙ্গে জড়িত কারিগর (PM Vishwakarma Yojana).

PM Vishwakarma Yojana Benefits

এই PM Vishwakarma Yojana-র মূল উদ্দেশ্য হলো, দেশের সকল দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে স্বাবলম্বী করা। সকল দরিদ্র, শ্রমজীবী মহিলারা যাতে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে ঘরে বসে কাপড় সেলাই করে আয় করে স্বনির্ভর হয়ে উঠতে পারেন, তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনামূল্যে সেলাই মেশিন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।

প্রধানমন্ত্রী বিনামূল্যে সেলাই মেশিন যোজনা ২০২৪

এমন অনেকেই আছেন, যারা সেলাইয়ের কাজ জানেন, অথচ সেলাই মেশিনের অভাবে তারা নিজেরা কাজ করতে পারছেন না। তাই তারা এবার এই প্রকল্পের সুবিধা নিয়ে নিজেরাই বাড়িতে কাজ করতে পারবেন। দেশের প্রতিটি রাজ্যের ৫০ হাজারেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা তাদের পারিবারিক অবস্থারও উন্নতি ঘটাতে পারবেন।

Get Business Loan from PM Vishwakarma Yojana 2024

এই প্রকল্পের জন্য বিবেচিতদের ১৫ দিনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সময় সরকার কর্তৃক তাদের প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হয়। আবার কেউ যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠার জন্য ঋণ নিতে চান, তবে সেক্ষেত্রে ৫ শতাংশ সুদে ১ লাখ টাকা পর্যন্ত ঋণও (PM Vishwakarma Yojana Loan) নেওয়া যেতে পারে।

Lottery (লটারি জেতার উপায়)

PM Free Silai Machine Scheme Apply Criteria

  • বিনামূল্যে সেলাই মেশিনের সুবিধা পেতে, সুবিধাভোগীকে একজন মহিলা এবং ভারতীয় হতে হবে।
  • আবেদনকারী মহিলার বয়স ২০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • সুবিধাভোগী মহিলার স্বামীর আয় ১২০০০ টাকার বেশি হলে হবে না।
  • শুধুমাত্র দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • দেশের বিধবা এবং প্রতিবন্ধী মহিলারাও এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।

লক্ষ্মীর ভাণ্ডারে সব টাকা ফেরত দিতে হবে? এই মুহূর্তের বড় আপডেট

এই PM Vishwakarma Yojana প্রকল্পের মাধ্যমে দেশের অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর এই জন্য আপনারা এই বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সম্পর্কে সকল তথ্য জেনে নিয়ে আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Sampriti Bose.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *