প্রকল্প

Govt Scheme for Woman: ৩০০০ টাকা পাবে মহিলারা দীপাবলির আগে! কোন প্রকল্পে টাকা দিচ্ছে?

আমরা সকলেই জানি যে মহিলাদের জন্য অনেক ধরণের প্রকল্প (Govt Scheme for Woman) নিয়ে এসেছে রাজ্য সরকার (State Government) এবং কেন্দ্রীয় সরকার (Central Government). আর পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং এর মাধ্যমে প্রতিমাসে ১০০০ এবং ১২০০ টাকা দেওয়া হয়।

Govt Scheme for Woman

এবার রাজ্যবাসী পাবে দীপাবলির বোনাস! তবে এই দীপাবলি বোনাস রাজ্যের সবই পাবেন না পাবেন শুধু মাত্র মহিলারা। জানা যাচ্ছে যে সব মাঝি লাড়কি বেহেনা যোজনায় (Govt Scheme for Woman) নিজেদের নাম নথিভুক্ত করেছে তারাই এই বিশেষ দীপাবলি বোনাস প্রোগ্রামের যুক্ত হতে পারবে। চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়ার জন্যে নির্বাচিত মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে।

Majhi Ladki Bahin Yojana 2024

এই ঘোষনা করেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে। মহারাষ্ট্রের যে সব মহিলা লড়কি বেহেনা যোজনায় নাম নথিভুক্ত করেছেন তাদের দেওয়া হবে দীপাবলি বোনাস (Diwali Bonus) হিসেবে 3000 টাকা। অক্টোবর আর নভেম্বর মাসের কিস্তির টাকা অগ্রিম দেওয়া হবে বোনাস হিসেবে। রাজ্যে বসবাসকারি 94 হাজার জনেরও বেশি মহিলা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে (Govt Scheme for Woman) এই টাকা ঢুকে যাবে।

মহিলাদের জন্য সরকারি প্রকল্প

রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া নির্দেশাবলি অনুসরণ করে, কর্মকর্তারা মহিলাদের আর্থিক সহায়তা করার জন্যে দীপাবলি বোনাস প্রোগ্রাম শুরু করেছে। এই টাকা অগ্রিম দেওয়ার ফলে মহিলারা দীপাবলির কেনাকাটা করতে পারবে অর্থাৎ এবার যোগ্য মহিলারা দীপাবলির আগে 1500 টাকার পরিবর্তে 3 হাজার টাকা পাবে (Govt Scheme for Woman). সরকার এই সেপ্টেম্বর মাসের টাকা অগ্রিম অক্টোবর মাসে দীপাবলির আগেই দিয়ে দিচ্ছে বলে এটির নাম দিয়েছে দীপাবলি উপহার।

মাঝি লড়কি বেহেন যোজনা ২০২৪

1) এই প্রকল্পটি মহারাষ্ট্র রাজ্যের গরিব মহিলাদের জন্য।
2) আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
3) আবেদনকারীর বয়স 21 থেকে 65 বছরের মধ্যে হতে হবে।

State Bank of India (ভারতীয় স্টেট ব্যাঙ্ক)

4) যে সব মহিলা কোনো কাজ করেন না, অবিবাহিত, ডিভোর্সই, বিবাহিত, পরিত্যাক্তা তারা সবাই আবেদন করতে পারবে।
5) আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
6) আবেদনকারীর পারিবারিক আয় 2.5 লক্ষের বেশি হলে চলবে না।

লক্ষ্মীপুজোয় মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার! আর চিন্তা নেই

আবেদনের জন্য নথিপত্র

আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, বসবাসের সার্টিফিকেট, বয়সের প্রমান, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, আয়ের সার্টিফিকেট, ভোটার কার্ড, আবাসিক সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট। মধ্যপ্রদেশের লাডলী বেহেনার আদলে মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যের গরিব মহিলাদের জন্য লড়কি বেহেনা যোজনা (Govt Scheme for Woman) চালু করেছে।
Written by Ananya Chakraborty.

Related Articles