স্কলারশিপ

PMSS Scholarship : মেয়েরা পাবে ৩০০০, ছেলেরা পাবে ২৫০০। পিএম স্কলারশিপ স্কিম (PMSS) যোগ্যতা ও আবেদন

দেশের সকল ছেলেরা পাবে ২৫০০ এবং মেয়েরা পাবে ৩০০০ টাকা PMSS Scholarship এর মাধ্যমে। নিজেদের আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য অনেকেই বেশি দূর পর্যন্ত নিজেদের পড়াশোনা সম্পন্ন করে উঠতে পারেন না এবং অশিক্ষার অন্ধকারে হারিয়ে যায় দেশের ও দশের ভবিষ্যৎ। তাই এবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ (PM Scholarship 2024) নিয়ে আসে মেধাবি ছেলে মেয়েদের জন্যে (Scholarship 2024).

PMSS Scholarship 2024 Online Apply Process.

এই রকম ছেলে মেয়েদের যাতে পড়াশোনা বন্ধ না হয় তার জন্যে বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ (Government Scholarship) বেসরকারি স্কলারশিপ (Private Scholarship) দেওয়া হয়। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের চালু করা এমন একটি স্কলারশিপ সম্পর্কে বলব। কেন্দ্র সরকারে এই স্কলারশিপের নাম হল পিএম স্কলারশিপ (PMSS Scholarship). আজ আপনাদের এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানাব।

পিএম স্কলারশিপ কি?

এই পিএম স্কলারশিপ (PMSS Scholarship) দেওয়া হয় গরিব ও মেধাবি পড়ুয়াদের। এই স্কলারশিপের টাকা দেয় কেন্দ্র সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট (Central Army Department). এই প্রকল্পের উদ্দেশ্য হল সব প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোষ্ট গার্ড, পুলিশ কর্মী এবং রেল কর্মীরা জঙ্গি হামলায় ও নকসাল হামলায় নিহত হয়েছে তাদের ছেলে বা মেয়ে ও বিধবা স্ত্রী কে ভাতা দেওয়া।

প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম ২০২৪

এই শহিদ কর্মীর কোনো ছেলে বা মেয়ে যদি উচ্চ শিক্ষার কোর্স করে থাকেন তাহলে সে এই PMSS Scholarship এর টাকা পেয়ে যাবেন। শুধু কোর্সে ভর্তি হওয়ার টাকাই দেওয়া হয় না সাথে টিউসান ফী, বই পত্রের খরচ, পড়াশোনার আরো অনেক যাবতীয় খরচ দেওয়া হয়। আর দেশের সকল পড়ুয়াদের জন্য এই স্কিমটি (PM Scholarship Scheme) নয়। আর এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

কত টাকা দেওয়া হবে এই পিএম স্কলারশিপে?

এই প্রধানমন্ত্রী স্কলারশিপে (Pradhan Mantri Scholarship 2024) ছেলে এবং মেয়েদের আলাদা ভাবে টাকার পরিমান নির্ধারিত আছে। ছেলেদের দেওয়া হয় 2500 টাকা আর মহিলাদের দেওয়া হয় 3000 টাকা করে। এই PMSS Scholarship টাকা ছেলে মেয়েরা পাবে 5 বছর পর্যন্ত। আর এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন।

Who will Apply for PMSS Scholarship

1) অসম রাইফেলস, RPF এবং RPSF সেই সব পুলিশ কর্মী যারা সন্ত্রাসবাদী হামলায় বা নকসাল হামলায় নিহত হয়েছে অথবা প্রতিবন্ধী হয়ে গিয়েছে তাদের সন্তান এবং বিধবা স্ত্রীকে ভাতা দেওয়া হবে।
2) আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত যে কোনো কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে।
3) এই PMSS Scholarship এ আবেদন করার জন্যে উচ্চ কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষার শিক্ষার্থী হতে হবে।

4) উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 60% নম্বর পেতে হবে।
5) যারা রেগুলার কোর্স করবে তারা এই স্কলারশিপ পাবে। আর যারা ডিসটেন্স বা অনলাইনে কোর্স করছে তারা এই সুবিধা পাবেন না।
6) PMSS Scholarship আবেদন করলে আর অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না।

PM Scholarship Scheme 2024 Details

তবে আবেদন করার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জানা জরুরি। PMSS Scholarship এ আবেদন করার জন্যে পড়ুয়াদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরী। সুবিধার পরিমান DOBT এর মাধ্যমে তার টাকা স্থানান্তর করা হবে। এই প্রকল্পের অধিনে 50% বৃত্তি ছাত্র ছাত্রীদের জন্য সংরক্ষিত অর্থাৎ 150 টি বৃত্তির মধ্যে 75 জন ছাত্র ছাত্রী নির্বাচিত করা হবে। কোনো পড়ুয়া যদি বর্তমান শ্রেণী বা শিক্ষাবর্ষে উত্তীর না হয় তাহলে বৃত্তি রিনিউ করা হবে না।

PMSS Scholarship Apply Documents

পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, পরিচয় পত্র, বয়সের প্রমান (মাধ্যমিকের এডমিট), আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট, ক্লাস 12 এর মার্কশিট ও সার্টিফিকেট, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট,
ব্যাংকের পাস বই এর জেরক্স, আবেদনকারীর বাবা কোন কাজের সাথে যুক্ত ছিলেন তার প্রমান পত্র (PMSS Scholarship).

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন আবেদন)

How to Apply for PMSS Scholarship

1) প্রথমে পিএম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে রেজিস্টার করতে হবে নিজের নাম, ফোন নম্বর, ইমেল ও পাসওয়ার্ড দিয়ে।
3) আগে থেকে যদি করা থাকে তাহলে রেজিস্টার করতে হবে না।
4) নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

টাকার দরকার হলেই SBI তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ দিচ্ছে! কিভাবে পাবেন আপনি?

5) এরপরে Apply বটান ক্লিক করতে হবে।
6) সেখানে আবেদন পত্র আসবে।
7) সেখানে যা যা চাইবে সেই সব তথ্য গুলি সঠিকভাবে দেখে শুনে পূরণ করতে হবে।
8) এরপরে Next এ ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
9) এই সব করার পর সাবমিট বাটানে ক্লিক করলেই কাজ শেষ হয়ে যাবে। আপনার আবেদনপত্র গ্রাহ্য হলে আপনি টাকা পেতে শুরু করবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *