3000 টাকা প্রতিমাসে চাই? PM Scholarship এ সব পড়ুয়ারা আবেদন করুন
আমাদের দেশে এমন বহু ছেলে মেয়ে আছে যারা খুব মেধাবি কিন্তু গরিব। এবারে তাদের জন্য PM Scholarship বা প্রধানমন্ত্রী স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। যাতে তারা টাকা পয়সার অভাবে পড়াশোনা না ছেড়ে দেয়। আর আজকের এই আলোচনাতে আমরা জানতে চলেছি যে এই স্কলারশিপে (Scholarship) কিভাবে আবেদন করবেন? কি কি নথি লাগবে? এসবের ব্যাপারে বিস্তারিত জানাব।
PM Scholarship 2024 Online Apply Process.
পড়ুয়ারা আমাদের দেশের ও দশের ভবিষ্যৎ আর এই কথা মাথায় রেখে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরণের আর্থিক বৃত্তি প্রদান করা হয়ে থাকে। আর এছাড়াও অনেক বেসরকারি সংস্থাও অনেক স্কলারশিপ (Private Scholarship) দিয়ে থাকে। আর এই কারণের জন্য কোটি কোটি পড়ুয়ারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে। এই সকল পড়ুয়াদের সুবিধার জন্য আজকে আমরা PM Scholarship সম্পর্কে আলোচনা করতে চলেছি।
পিএম স্কলারশিপ কি? (What is PM Scholarship)
এই PM Scholarship টাকা দেয় কেন্দ্র সরকারের সেন্ট্রাল আর্মি ডিপার্টমেন্ট। এর উদ্দেশ্য হল সব প্রাক্তন সেনা কর্মী, প্রাক্তন কোষ্ট গার্ড, পুলিশ কর্মী এবং রেল কর্মীরা যারা জঙ্গি হামলায় ও নকশাল হামলায় নিহত হয়েছে তাদের ছেলে বা মেয়েকে ভাতা দেওয়া। এই শহিদ কর্মীর কোনো ছেলে বা মেয়ে যদি উচ্চ শিক্ষার কোর্স করে থাকেন তাহলে সে এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। শুধু কোর্সে ভর্তি হওয়ার টাকাই দেওয়া হয় না সাথে টিউশন ফী, বইপত্রের খরচ, পড়াশোনার আরো অনেক যাবতীয় খরচ দেওয়া হয়।
পিএম স্কলারশিপে কত টাকা পাবেন? (How Much Money You Will Get in PM Scholarship)
এই প্রধানমন্ত্রী স্কলারশিপে (Pradhan Mantri Scholarship) ছেলে এবং মেয়েদের আলাদাভাবে টাকার পরিমান নির্ধারিত আছে। প্রতি বছর ছেলে ও মেয়ে মিলিয়ে 5500 জনকে এই স্কলারশিপ (Government Scholarship) দেওয়া হয়। ছেলেদের টাকা দেওয়া হয় 2500 আর মেয়েদের দেওয়া হয় 3000 করে। আর এই স্কলারশিপ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
কারা কারা আবেদন করতে পারবে? (Who will Apply for PM Scholarship)
1) অসম রাইফেলস, RPF এবং RPSF সেই সব পুলিশ কর্মী যারা সন্ত্রাসবাদী হামলায় বা নকসাল হামলায় নিহত হয়েছে অথবা প্রতিবন্ধী হয়ে গিয়েছে তাদের সন্তান এবং বিধবা স্ত্রী কে ভাতা দেওয়া হবে।
2) আবেদনকারীকে অবশ্যই AICTE (All India Council for Technical Education) এবং UGC (University Grant Commission) দ্বারা স্বীকৃত যে কোনো কলেজ বা প্রতিষ্ঠানে কোর্স করে থাকতে হবে।
3) এই স্কলারশিপে আবেদন করার জন্যে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
4) উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় 60% নম্বর পেতে হবে।
5) যারা রেগুলার কোর্স করবে তারা এই স্কলারশিপ পাবে। আর যারা ডিসটেন্স বা অনলাইনে কোর্স করছে তারা এই সুবিধা পাবেন না।
6) PM Scholarship আবেদন করলে আর অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না।
কি কি নথি লাগবে? (PM Scholarship Apply Documents)
পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমান (মাধ্যমিকের এডমিট), জন্ম সার্টিফিকেট, ক্লাস 12 এর মার্কশিট ও সার্টিফিকেট, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট, ব্যাংকের পাশ বইয়ের জেরক্স, আবেদনকারীর বাবা কোন কাজের সাথে যুক্ত ছিলেন তার প্রমানপত্র। আর এই সকল নথির মাধ্যমেই আপনারা এই PM Scholarship আবেদন করতে পারবেন।
পিএম স্কলারশিপে আবেদন পদ্ধতি (How to Apply on PM Scholarship)
1) প্রথমে পিএম স্কলারশিপের ওয়েবসাইটে যেতে হবে।
2) এরপরে রেজিস্টার করতে হবে নিজের নাম, ফোন নম্বর, ইমেল, পাসওয়ার্ড দিয়ে।
3) নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
4) এরপরে Apply বটান ক্লিক করতে হবে।
বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা! PM Wani প্রকল্পে কিভাবে Free Wi-Fi পাবেন?
5) সেখানে আবেদনপত্র আসবে।
6) সেখানে যা যা চাইবে সেই সব তথ্য গুলো সঠিকভাবে দেখে শুনে পূরণ করতে হবে।
7) এরপরে Next এ ক্লিক করে পরের পেজে এসে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
8) এই সব করার পর সাবমিট বাটানে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আপনার আবেদনপত্র গ্রাহ্য হলে আপনি টাকা পেতে শুরু করবেন।
Written by Ananya Chakraborty.