প্রকল্প

প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। PMSYM Yojana প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

দেশের সকল মানুষদের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। PMSYM Yojana বা প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা সেই সকল প্রকল্পের মধ্যে অন্যতম। আর এই প্রকল্পের মাধ্যমে ৩০০০ টাকা করে প্রতিমাসে দেওয়া হয় সরকারের তরফে। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রী রাজ্যবাসী এবং দেশবাসীদের কল্যাণের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছেন এবং করবেন ভবিষ্যতে।

PMSYM Yojana 2024 Online Apply.

কখনো মেয়েদের জন্য আবার কখনো মহিলাদের জন্য, আবার কখনও দেশের প্রবীণ নাগরিকদের জন্য প্রকল্প নিয়ে আসা হয়েছে। তবে এবার অসংগঠিত শ্রেণীর শ্রমিকরাই বা পিছিয়ে থাকবে কেনো? এবারে তাদের জন্যই এই PMSYM Yojana নিয়ে আসা হয়েছে। তারাও একটি নিশ্চিত ভবিষ্যৎ প্রত্যাশা করেন। সরকারি চাকুরিজীবী ব্যাক্তিরা তাদের ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য PF এর সুবিধা পান। একইভাবে বেসরকারি যে কোনো ব্যবসায়ী বা চাকুরীজীবি চাইলে পিএফ একাউন্ট (PF Account) খুলতে পারেন।

প্রধানমন্ত্রী মানধন যোজনা ২০২৪

কিন্তু এখানে পুরোটাই বিনিয়োগ করবে সেই প্রার্থী নিজে। এই প্রথার অবশান ঘটিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার এই নতুন উদ্যোগ। Pradhan Mantri Shram Yogi Mandhan Yojana যাকে সংক্ষেপে PMSYM Yojana 2024 বলা হয়। ভারত সরকারের এই স্কিমটি শ্রম ও কর্মসংস্থান দ্বারা পরিচালিত যাকে বাস্তবায়িত করেছে লাইফ ইন্সুরেন্স অফ ইন্ডিয়া (LIC) এবং CSC (Customer Service Center).

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা কাদের জন্য?

এই PMSYM Yojana মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা প্রদান করা হবে। অসংগঠিত শ্রেণী বলতে বোঝায় রিকশা চালক, কৃষিকার্যে যুক্ত ব্যাক্তি, রাজ মিস্ত্রি ইত্যাদি। ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ব্যাক্তিরা এই স্কিমে আবেদন জানাতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা স্কিমে (Mandhan Yojana 2024) আবেদনকারীর পক্ষ থেকে যে পরিমাণ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকেও ঠিক তার সম পরিমাণ টাকা দেওয়া হবে।

আবেদনকারী যদি ২০০ টাকা দেয় সরকারও তবে ২০০ টাকা দেবে। এইভাবে PMSYM Yojana আওতায় থাকা ব্যাক্তিদের ৬০ বছর বয়সের পর মাসে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে। যার নামে এই স্কিম চলছে সেই ব্যাক্তি যদি ৬০ বছর পর মারাও যান তবে মানধন যোজনার ৫০ শতাংশ তার স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পাবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) চলতি বছরের অন্তর্বতীকালীন বাজেটে এই স্কিমের জন্য ১৭৭.২৪ কোটি টাকা বরাদ্দ করেছেন। তবে এই PMSYM Yojana আবেদন জানানোর জন্য বিশেষ কিছু শর্তাবলী পালন করতে হবে।

PMSYM Yojana 2024 Apply Criteria

১) আবেদনকারীকে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২) আবেদনকারীর মাসিক আয় ১৫ হাজার টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীর আধার কার্ড প্যান কার্ডের সাথে লিংক থাকতে হবে।
৪) অবশ্যই কেন্দ্রীয় সরকারের পেনশনভোগী কোনো স্কিম যেমন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ( ESIC), ন্যাশনাল পেনশন স্কিম (NPS), কর্মচারী ভবিষ্যৎ তহবিল (EPF) এর আওতাভুক্ত হওয়া যাবে না।

FD Interest Rate (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

PMSYM Yojana 2024 Apply Process Online

আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীর প্রয়োজন হবে আধার কার্ড, আইডি প্রুফ, সেভিংস একাউন্ট, ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ফটো। এর পর এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কমন সার্ভিস সেন্টারে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একাউন্ট খোলার পর প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার একটি কার্ড (PMSYM Yojana Card) আপনাকে দেওয়া হবে। এর পরে আপনি আপনার স্কিমটি চালু করতে পারবেন।

দুয়ারে ব্যাংক! এবার ATM কার্ড দিয়ে ঘরে বসেই ব্যাংকের টাকা তুলতে পারবেন

প্রধানমন্ত্রী মানধন যোজনায় কত টাকা দিতে হবে?

আপনার বয়স অনুযায়ী কিস্তির পরিমাণ ৫৫ টাকা থেকে ২০০ টাকা অব্দি যেতে পারে। এছাড়া এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনারা www.maandhan.in ওয়েবসাইটে যেতে পারেন। অথবা 18002676888 টোল ফ্রী নাম্বারে কল করতে পারেন। আর আপনারা বাড়ির আশেপাশে থাকা CSC সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করে এই সম্পর্কে জেনে নিতে পারবেন।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *