Electric Bill: বিদ্যুতের বিল নিয়ে গরীব মধ্যবিত্তের চিন্তা শেষ! বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার
এতদিন রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে চিন্তা থাকলেও এখন ইলেকট্রিক বিল (Electric Bill) নিয়েও চিন্তার শেষ নেই আমজনতার। দিন দিন গরম বেড়েই যাচ্ছে। এক মিনিট কারেন্ট না থাকলে ঘরে টেকা দায় হয়ে যাচ্ছে মানুষদের। বাংলায় বর্ষা ঢুকলেও তেমন ভাবে বৃষ্টির দেখা নেই। আর এই দিকে অতিরিক্ত গরমের জেরে নাজেহাল অবস্থা উত্তর থেকে দক্ষিনবঙ্গের সব মানুষদের।
Government of West Bengal Announce Discount on Electric Bill by Hasir Alo Scheme.
এসি, ফ্যান ছাড়া এক মুহুর্ত থাকা যাচ্ছে না। আর এর ফলে হুড়মুড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল (Electric Bill). আর এতে মধ্যবিত্তদের পকেটে পরছে টান। এই আবহে সাধারন মানুষদের একটু স্বস্তি দিতে বিদ্যুৎ এর বিল নিয়ে সম্প্রতি নতুন ঘোষনা করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন সাধারন মানুষ। কি সেই সিদ্ধান্ত চলুন বিস্তারিত জেনে নিন।
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে ছাড়
রাজ্য সরকার নাগরিকদের সুবিধার্থে বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসে। তেমনই Electric Bill নিয়ে এবার ঘোষনা করল সরকার। এবার থেকে বিদ্যুৎ এর বিলে মিলবে ছাড়। তার জন্য রাজ্য সরকার এক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে মিলবে ছাড়। আমরা আপনাদের যে প্রকল্পের কথা বলছি তা হল ‘হাসির আলো’ প্রকল্প। এই প্রকল্প অনেক কয় বছর আগেই চালু করেছিল রাজ্য সরকার।
হাসির আলো প্রকল্পে কারেন্টের বিলে ছাড়
রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্প চালু করে 2020 সালে। এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট Electric Bill বিনামূল্যে পেয়ে থাকেন। এই 75 ইউনিট বিদ্যুৎ এর খরচ হয় প্রায় 300 টাকা। হিসেব করে দেখতে গেলে দেখা যাবে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে বিদ্যুৎ এর বিল এ।
প্রতিমাসে 1000 টাকা পাওয়ার সেরা 5টি স্কলারশিপে আবেদন করুন আজই
কারা পাবেন? কিভাবে আবেদন করবেন?
এই হাসির আলো প্রকল্পের সুবিধা রাজ্যের সব বাসিন্দারা পাবেন না। রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পরা পরিবার অর্থাৎ যাদের অন্ত্যোদয় অন্ন যোজনা বা BPL রেশন কার্ড রয়েছে শুধু তারাই Electric Bill এর এই সুবিধা পেতে পারবেন। এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্যে বিদ্যুৎ দফতরে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তা নাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। সেখানে যে বিদ্যুৎ দফতরের আধিকারিক থাকবে তাদের কাছে আবেদনপত্র জমা দিতে হবে।
Written by Ananya Chakraborty.