গুরুত্বপূর্ণ খবর

5 লাখ টাকা পাবে সবাই! Ayushman Bharat Card বানালেই এই সুবিধা সকলের হাতের মুঠোয়

আমাদের দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য Ayushman Bharat Card বা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় সরকারের (Government Of India) তরফে। আমরা আপনাদের সাথে প্রতিদিনই রাজ্য ও কেন্দ্র সরকারের নানা ধরনের প্রকল্প (Government Scheme) নিয়ে আলোচনা করি। এমন অনেক মানুষ আছেন যারা রাজ্য ও কেন্দ্রের সব প্রকল্পের ব্যাপারে জানেন না।

PMJAY Ayushman Bharat Card Online Apply.

আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্পের (Ayushman Bharat Card) ব্যাপারে জানাব যেখানে আপনি আবেদন করলেই পাবেন দারুন সব সরকারি সুবিধা (Government Benefits). চলুন জেনে নিন সেই প্রকল্পের ব্যাপারে। এখন পর্যন্ত দেশের 40 কোটি মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আর তারা সুবিধাও পাচ্ছেন।

এই প্রকল্পের নাম হল Ayushman Bharat Card বা আয়ুষ্মান ভারত যোজনা এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি হাসপাতাল থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করিয়ে নিতে পারবেন। এই মুদ্রাস্ফীতির বাজার আর চিকিৎসা খরচের মধ্যে আয়ুষ্মান কার্ড একটি বড় অস্ত্র হিসেবে কাজ করছে। তবে সবাই এই কার্ডের জন্যে আবেদন করতে পারেনা।

আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) প্রকল্পের অন্তর্গত এই Ayushman Bharat Card বা আয়ুষ্মান ভারত কার্ড শুরু করা হয়েছে। এবারে আপনারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন? আপনি যদি চান Ayushman Bharat Card তৈরি করতে তাহলে আপনারা ঘরে বসেই ঝটপট 24 ঘন্টার মধ্যেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা জেনে নিন।

Ayushman Bharat Card Online Apply

1) প্রথমে আয়ুষ্মান ভারত PMJAY এর অফিসিয়াল ওয়েবসাইট www.pmjay.gov.in এ গিয়ে Am I Eligible অপশনে ক্লিক করুন।
2) এরপরে নতুন পেজে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে ক্যাপচা কোড লিখে লগইন অপশনে ক্লিক করতে হবে।
3) এরপরে Search For Beneficiary অপশনে ক্লিক করলে আসল আবেদন শুরু হবে।

4) সেখানে নিজের রাজ্য বেছে নিয়ে স্কিমে PMJAY (Pradhan Mantri Jan Aushadhi Yojana) লিখুন।
5) Search By গ্রাহকের রেশন কার্ডের জন্য ফ্যামিলি আইডি, আধার কার্ড বা Location Rural বা Location Urban নির্বাচন করতে হবে।
6) এবারে জেলাতে ট্যাপ করে সার্চ অপশন ট্যাপ করতে হবে।

7) যদি ফ্যামেলি আইডি অপশন সিলেক্ট করা থাকে তাহলে তাতে ট্যাপ করুন অথবা আপনাকে আধার নম্বর লিখতে হবে।
8) এবার সেখানে পরিবারে সব সদস্যের বিবরণ পাবেন।
9) যে সদস্যের নামে Ayushman Card করবেন তার আধার OTP, আঙুলের ছাপ, IRS স্ক্যান বা মুখের ছবির মাধ্যমে যাচাই করতে হবে।

10) আধার বিকল্প নির্বাচন করার সময়, OTP এর মাধ্যমে ফের যাচাই করতে হবে।
11) এবার একটি পেজ খুলবে সেখানে লেখা থাকবে Ayushman Bharat Card এর আবেদন জমা নেওয়া হয়েছে।
12) সবশেষে এই পৃষ্ঠাটি স্বয়ংক্রিয়ভাবে নতুন পেজে পুনঃনির্দেশিত হলে, সেখানে আপনাকে e-kyc বিকল্পে ট্যাপ করে Aadhaar OTP অপশন সিলেক্ট করতে হবে। সেখানে OTP লিখে জমা করতে হবে।

Post Office Scheme (পোস্ট অফিসের স্কিম)

13) এবার সমস্ত বিস্তারিত আপনার সামনে আসবে। আপনি আপনার ফটো দেখতে পাবেন। ক্যাপচার ফটোতেও ট্যাপ করতে হবে। আপনার পাসপোর্ট সাইজের ছবি ফোনের ক্যামেরা থেকে সিলেক্ট করে, মোবাইল নম্বর, সম্পর্ক, পিন কোড, রাজ্য, জেলা, গ্রামীণ বা শহুরে, সবটা নির্বাচন করে জমা দিতে হবে। এইভাবে Ayushman Bharat Card এর জন্যে আবেদন করতে হবে। আপনি যদি সব তথ্য ঠিকঠাক দিয়ে আবেদন করেন তাহলে আয়ুষ্মান কার্ড অনুমোদিত হতে 24 ঘন্টা সময় লাগবে।

শেয়ার বাজারে এই 4টি স্টক আজই কিনুন, আকর্ষণীয় রিটার্নের সম্ভাবনা!

Who Will Get Ayushman Bharat Card Benefits

যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন অর্থাৎ যারা BPL (Below Poverty Level) তালিকাভুক্ত তারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও নিম্ন আয় এবং আর্থ সামাজিক জাতি শুমারি (SECC) ডাটাবেসে তালিকাভুক্ত পরিবার গুলি এই সুবিধা পাবেন। Ayushman Bharat Card সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Bank Loan নিয়ে রিজার্ভ ব্যাংকের কড়া নিয়ম। গ্রাহকরা টাকা ফেরত পাবেন! সঠিক নিয়ম জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *