Jago Prakalpa: লক্ষ্মীর ভাণ্ডারে 1000, 1200 আর নয়! এবার 5000 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে ফের একবারের জন্য নতুন প্রকল্প (Jago Prakalpa) নিয়ে আসা হল। মূলত মহিলাদের জন্য এই প্রকল্প (Govt Scheme for Women) নিয়ে আসা হয়েছে। ২০১১ সালে মমতা ব্যানার্জি (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সমাজের সকল বর্গের মানুষদের জন্য নানা ধরণের প্রকল্প (Government Scheme) নিয়ে আসা হয়েছে।
West Bengal Jago Prakalpa 2024 Online Apply.
রাজ্য সরকার মহিলাদের জন্য আবার নিয়ে এলো দারুন খুশির খবর। এবার অর 1000, 1200 নয় মহিলারা এবার পাবেন 5000 হাজার টাকা Jago Prakalpa বা জাগো প্রকল্পের মাধ্যমে। দারুন এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। কি সেই প্রকল্প চলুন বিস্তারিত জেনে নিন। রাজ্যের মহিলাদের ও মেয়েদের আর্থিক ভাবে উন্নতি করার জন্য ও স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে মুখ্যমন্ত্রী। এর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প শুরু!
লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), রূপশ্রী (Rupashree Prakalpa), কন্যাশ্রী (Kanyashree Scheme) এই গুলো ছাড়াও আরো একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার মাধ্যমে মহিলাদের 5000 টাকা দেওয়া হবে। এই প্রকল্প মূলত চালু করা হয়েচে স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Groups) মহিলাদের জন্য। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্ববলম্বন দফতর এই প্রকল্প পরিচালনা করে থাকে।
জাগো বাংলা প্রকল্প
আর এবার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর জন্য Jago Prakalpa এর মাধ্যমে এক বিরাট সুযোগের আয়োজন করেছে রাজ্য সরকার। আর আমরা সকলেই জানি যে প্রায় ৯০% এর বেশি স্বনির্ভর গোষ্ঠী গুলোতে মহিলারাই কাজ করে বা করিয়ে থাকেন। তাই এই প্রকল্পের মাধ্যমে আখেরে মহিলাদেরই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
West Bengal Self Help Groups are Rising
পরিসংখ্যান অনুযায়ি জানা গিয়েছে, 2011 সালে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিল 4.72 লক্ষ। 2019 এ এই স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা অনেকটা বেড়ে হয়েছে 9.69 লক্ষ। 2011-12 এর আর্থিক বর্ষে স্বনির্ভর গোষ্ঠীর মোট ঋণের পরিমান ছিল 553 কোটি টাকা। 2018-19 আর্থিক বর্ষে সেই পরিমান বেড়ে হয়েছে 700 কোটি টাকা। আর এই আবহে এবার রাজ্য সরকার এককালীন সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে (Jago Prakalpa). বিশেষ করে গত 1 বছর ধরে যে সব স্বনির্ভর দল সক্রিয় হয়ে কাজ করছে তাদেরই সাহায্য করবে সরকার।
স্বনির্ভর গোষ্ঠীকে 5000 টাকা দেওয়া হবে
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর সুত্রে জানা গিয়েছে স্বনির্ভর দল গুলোর মাধ্যমে বহু মহিলা উপকৃত হয়েছে। প্রায় 1 কোটি মহিলা Jago Prakalpa এর মাধ্যমে নিজেদের উপার্জনের ব্যবস্থা করেছে। দেখা গিয়েছে কয়েক হাজার গোষ্ঠী নিয়মিত ব্যাঙ্ক ঋণ (Bank Loan) নিয়ে জোড় কদমে ব্যবসা (Business) চালিয়ে যাচ্ছে। আবার ঠিক সময়ে সেই টাকা ফেরত ও দেওয়া হচ্ছে।
OBC Certificate নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পশ্চিমবঙ্গ সরকার! বাতিল হয়ে যাবে সব?
কিন্তু কেন্দ্র তাদের মুদ্রা ঋণ (PM Mudra Loan) চালু করায় অনেক মহিলা এই মুদ্রা ঋণের দিকে ঝুঁকছে। এই আবহে যাতে রাজ্যের এই প্রকল্পে যাতে বাঁধা না আসে তার জন্যে রাজ্যের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5000 টাকা করে Jago Prakalpa এর মাধ্যমে দেওয়া হবে। এতে উপকৃত হবে সেই সব স্বনির্ভর দল গুলো। এই সম্পর্কে আরও জানতে কাছাকাছি পঞ্চায়েতে গিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.