প্রকল্প

লক্ষ্মীর ভাণ্ডারের মতই! এবার 5000 টাকা ছেলে মেয়ে সবাই পাবে এই সরকারি প্রকল্পে আবেদনে

দেশের ও রাজ্যের মানুষদের উন্নতির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে প্রকল্প (Govt Scheme) নিয়ে আসা হয়। আর এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প (New Govt Scheme) হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) এবং অটল পেনশন যোজনা (Atal Pension Yojana). মূলত লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য হলেও এই অটল পেনশন যোজনার (APY Pension Scheme) মাধ্যমে সকলেই বিনা পরিশ্রমে প্রতিমাসে ৫০০০ টাকা পেয়ে যাবেন।

APY Scheme Provide 5000 Rupees Per Month Like Lakshmir Bhandar.

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বিভিন্ন প্রকল্প আছে যে গুলোর মাধ্যমে মহিলা থেকে পুরুষ, পড়ুয়া সবাই উপকৃত হয়। তার মধ্যে একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা করে আর্থিক সাহায্য করা হয়। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের একটি প্রকল্প (West Bengal Government Scheme) নিয়ে আলোচনা করব।

প্রতিমাসে ৫০০০ টাকা সবাই পাবে!

যে প্রকল্পের মাধ্যমে মহিলা থেকে পুরুষ সবাই 5000 টাকা করে পাবে। এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে একদম আলাদা। আর আমরা সকলেই জানি যে বৃদ্ধ বয়সে আমাদের কারোর পক্ষেই আর বেশি পরিশ্রম করা সম্ভব হবে না সেই জন্য এখন থেকে অনেকেই বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকে। কিন্তু এবারে এই চিন্তা করে সরকারের তরফে সকল ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এক নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে।

অটল পেনশন যোজনা

আর এই প্রকল্পটির নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana). এই প্রকল্পের মাধ্যমে 60 বছর বয়সের পর প্রতি মাসে 5000 টাকা পেতে পারবেন। এই প্রকল্পে মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এই কেন্দ্র সরকারের অটল পেনশন যোজনা প্রকল্পটি হল একটি স্কীম। এই স্কীমে আপনি অর্থ বিনিয়োগ করতে পারবেন। আর 60 বছর বয়সের পর পেনশন পেতে পারবেন।

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন

18 থেকে 42 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। 18 বছর বয়স থেকে প্রতি মাসে যদি 210 টাকা করে বিনিয়োগ করেন তাহলে 60 বছর পুর্ণ হওয়ার পর প্রতি মাসে 5000 টাকা করে পেনশন পাবেন। আর এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত দেশের কোটি কোটি মানুষ সুবিধা পেয়েছে। তাহলে এই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

Jio (জিও)

লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আলাদা প্রকল্প

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে একদম আলাদা হল এই অটল পেনশন যোজনা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধু মহিলারাই সুবিধা পান আর এই প্রকল্পে মহিলা পুরুষ সবাই সুবিধা পাবেন। 25 বছর থেকে 60 বছর পর্যন্ত এই সুবিধা পান মহিলারা। আর এই স্কীমের মাধ্যমে 60 বছরের পর থেকে এই সুবিধা পাবেন মহিলা পুরুষ সবাই।

50 হাজার টাকা পাবেন সহজেই। পিএম স্বানিধি যোজনা দিচ্ছে গ্যারান্টি ছাড়া ঋণ!

How to Apply on Atal Pension Yojana

18 বছর থেকে 42 বছর বয়সী যে কোনো নাগরিক এই প্রকল্পের জন্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্যে আপনাকে আপনার নিকটবর্তী কোনো ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে হবে। তারপরে সেখানে গিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র এর কপি জমা দিয়ে অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট (APY Account) খুলতে হবে। এরপরে আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমান অর্থ বিনিয়োগ করতে হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *