গুরুত্বপূর্ণ খবর

NPS Pension : বিনা পরিশ্রমে প্রতিমাসে 50 হাজার টাকা পেনশন! কিভাবে পাবেন এখনই জানুন

আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যারা অবসরের পর প্রত্যেক মাসে পেনশন (NPS Pension) পেতে চান এবং এই জন্য অনেক ধরণের বিনিয়োগ স্কিমে বিনিয়োগ করে থাকেন। কিন্তু যারা সরকারি চাকরি করেন তারা তো সরকারের তরফে পেনশন (Government Pension) পেয়ে থাকেন। আর যারা বেসরকারি বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের এই আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে চলেছি।

NPS Pension Scheme HDFC SBI Investment Calculation.

বর্তমানে আমরা কাজ করছি এবং প্রতি মাসে নির্দিষ্ট একটি বেতন পাচ্ছি। কিন্তু যখন বয়স হবে বা অবসর নেব তখন নির্দিষ্ট বেতন কোথা থেকে আসবে? কিন্তু চেষ্টা করলে সব কিছুই সম্ভব সেই কথাটা প্রাচীনকাল থেকে সকল মানুষেরাই এই কথাটি বলে আসছেন। আর প্রতিমাসে পেনশন (NPS Pension) পেতে চাইলে আপনারা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।

ন্যাশনাল পেনশন স্কীম বা NPS Pension

এই পেনশন স্কীমের নাম হল ন্যাশনাল পেনশন স্কীম (National Pension Scheme) এই ন্যাশনাল পেনশন স্কীমে যদি আপনি আপনার অবসরের আগে সঠিক সময় থেকে বিনিয়োগ করা শুরু করে তাহলে অবসরের পর প্রতিমাসে 50 হাজার টাকার মধ্যে পেনশন পেতে পারবেন। এই NPS Pension হল একদম নিরাপদ একটি পেনশন স্কীম। সরকারি কর্মচারি, বেসরকারি কর্মচারি এবং সাধারন মানুষ সবাই এই স্কীমে বিনিয়োগ করতে পারবেন।

How to Get NPS Pension Money Per Month?

এই NPS Pension মেয়াদ শেষে আপনি আপনার জমানো টাকার কিছু অংশ হাতে পাবেন আর বাকি অর্থ অবসর কালে পেনশন হিসেবে পাবেন। যত কম বয়সে এই স্কীমের জন্য টাকা বিনিয়োগ করা শুরু করবেন ভবিষ্যৎ এ অবসরের পর তত বেশি পেনশন পাবেন। আপনি যদি ঠিক ঠাক এই স্কীমে বিনিযোগ করেন তাহলে প্রতিমাসে 50 হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন।

রাজ্য সরকারি কর্মী (West Bengal Government Employees)

Get 50000 Rupees Pension after Retirement

ধরে নিচ্ছি আপনার এখন বয়স 35 বছর। আপনি যদি 35 বছর থেকে প্রতিমাসে 2000 টাকা করে বিনিয়োগ করেন। আর এর সাথে 12% হারে সুদ পান তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন 2,37,64,841 টাকা অর্থাৎ আপনি যদি 60 বছর বয়স পর্যন্ত টাকা বিনিয়োগ করেন তাহলে 60-35 = 25 বছর বয়স পর্যন্ত আপনাকে এই NPS Pension Investment করে যেতে হবে। তাহলে 2,37,64,841 টাকা পাবেন।

SBI তাৎক্ষণিক ঋণ কিভাবে পাবেন? ব্যাক্তিগত ঋণের জন্য অনলাইন আবেদন

জাতীয় পেনশন স্কিম ২০২৪

আর এই টাকার 60% অংশ অর্থাৎ 1,42, 58,905 টাকা এক সাথে হাতে পাবেন আর বাকি টাকা পেনশন হিসেবে মাসে মাসে পাবেন। এক্ষেত্রে আপনি প্রতিমাসে 57 হাজার টাকা করে পেতে পারেন। তাই আর দেরি না করে যারা এখন ন্যাশনাল পেনশন স্কীমে বা NPS Pension এ বিনিয়োগ করেননি তারা করে ফেলুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *