Atal Pension Yojana – 5000 টাকা প্রতিমাসে! চাকরি না করেও পাবেন অটল পেনশন যোজনার মাধ্যমে
চাকরি না করলেও প্রতিমাসে ৫০০০ টাকা পেতে চান? তাহলে আজকে আপনারা Atal Pension Yojana বা অটল পেনশন যোজনা প্রকল্পে সম্পর্কে জেনে নিয়ে নিজেদের নাম লেখাতে পারবেন। ভবিষ্যৎ এর জন্যে অর্থ সঞ্চয় (Savings) করা প্রয়োজন। তাই এই জন্যে বিভিন্ন মানুষ ভালো ও নিশ্চিত রিটার্নের আশায় ব্যাংক ও পোস্ট অফিসের Fixed Deposit স্কীম গুলো বেছে নেন (APY Yojana).
Atal Pension Yojana Calculator 2024.
তবে অনেকে মানুষ আবার এমন বিনিয়োগ করতে চান যেখান থেকে প্রতি মাসে কিছু টাকা হাতে আসে। এই ধরনের প্রবণতা বেশিরভাগ চাকরিজীবিদের মধ্যেই দেখা যায়। কারন তাদের চাকরির মেয়াদ একটি নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাই অবসরের পর যাতে অর্থের অসুবিধা না হয় তার জন্যে অনেকেই এমন ধরনের বিনিয়োগের স্কীম (Atal Pension Yojana Scheme) খুঁজে বেড়ায়। এমন ধরনের অনেক প্রকল্প আছে জেগুলতে বিনিয়োগ করলে অবসর জীবনে প্রতি মাসে পেনশন এর মত টাকা হাতে পাবেন।
অটল পেনশন যোজনা কি?
আজ যে বিনিয়োগ স্কীমের ব্যাপারে বলব তা হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। তার নাম হল অটল পেনশন যোজনা। অনেকেই এই যোজনার ব্যাপারে জানেন আবার অনেকেই জানেন না। এই প্রকল্প এতো জনপ্রিয় হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 5 কোটি মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করেছেন। এই Atal Pension Yojana তে কম অর্থ বিনিয়োগ করে নিশ্চিত ও ভালো রিটার্ন পাবার নিশ্চয়তা দিচ্ছে সরকার।
অটল পেনশন যোজনা সুবিধা
এই Atal Pension Yojana প্রকল্পে বিনিয়োগ করলে একাধিক সুযোগ সুবিধা পেতে পারেন তারা। তবে তার জন্যে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে তাহলেই এই সুবিধা পেতে পারবেন। APY Scheme বা অটল পেনশন যোজনা স্কিমে প্রতিমাসে সামান্য কিছু টাকা জমালে আপনারা খুবই সহজে চাকরি না করেও অবসর সময়ে প্রতিমাসে সর্বোচ্চ ৫০০০ টাকা করে পাবেন।
অটল পেনশন যোজনায় কত টাকা বিনিয়োগ করা যায়?
1) খুব কম পরিমান আর্থিক বিনিয়োগে পাওয়া যেতে পারে অধিক পরিমান রিটার্ন।
2) বিনিয়োগের (APY) ক্ষেত্রে মাসিক সবচেয়ে কম 42 টাকা ও সর্বোচ্চ 1454 টাকা অব্দি বিনিয়োগ করা যায়।
3) বিনিয়োগকারী 60 বছর বয়সের পর প্রতি মাসে নির্দিষ্ট পরিমান অর্থ ফেরত পাবেন এই APY Scheme প্রকল্পের মাধ্যমে।
4) অবসরের পর টাকা রিটার্ন পাবার সময়। কে কত টাকা মাসিক হারে রিটার্ন পাবেন তা নির্ধারণ করার সুযোগ থাকে গ্রাহকদের কাছে।
5) একজন গ্রাহক মাসিক রিটার্ন হিসেবে পেতে পারেন সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 5000 টাকা অব্দি।
6) এই APY Yojana বিনিয়োগকারীরা আয়কর (Income Tax) প্রদানের ক্ষেত্রে 2 লক্ষ টাকার কাছাকাছি ছাড় পেতে পারেন।
অটল পেনশন যোজনা ক্যালকুলেটর
এই Atal Pension Yojana বিনিয়োগ করার জন্যে কিছু নিয়ম আছে তা মেনে চললেই বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে শুধুমাত্র বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীরা বিনিয়োগ করতে পারেন সরকারি কর্মীরা পারেন না। বিনিয়োগকারী ব্যক্তির বাৎসরিক আয় আয়কর প্রদানকারী সীমার নিচে হতে হবে। যে সমস্ত ব্যক্তিকে তাদের উপার্জনের উপর ইনকাম ট্যাক্স প্রদান করতে হয় তারা এই প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবেন না।
অটল পেনশন যোজনায় কিভাবে বিনিয়োগ করবেন?
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কম করে 20 বছর পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে (APY Scheme) যে ব্যাংক এর একাউন্ট ব্যবহার করবেন তার সাথে আধার লিঙ্ক (APY Account Aadhaar Link) করা থাকতে হবে। বিনিয়োগকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। বিনিয়োগকারীর বৈধ আধার কার্ড, প্যান কার্ড সহ যাবতীয় নথিপত্র থাকতে হবে।
এই Atal Pension Yojana বিনিয়োগকারীর বয়স যদি 18 হয় তাহলে 60 বছর পর তিনি প্রতি মাসে 5000 করে পেনশন পাবেন। এর জন্যে প্রতিমাসে 210 টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ দিনে 7 টাকা বিনিয়োগ করে একজন বিনিয়োগকারি বাৎসরিক 60 হাজার টাকা অব্দি পেতে পারেন। আর এবারে এই APY Yojana সম্পর্কে আমরা আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি।
ডেবিট কার্ড ছাড়াই ATM থেকে টাকা তুলতে পারবেন। এই উপায়টি জেনে নিন
অটল পেনশন যোজনা ডিটেলস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও শ্রমিকদের জন্য এই যোজনা চালু করেছিলেন এবং বর্তমানে এই প্রকল্প অনেক জনপ্রিয় হয়েছে। আর এখন অনেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার উদ্দেশ্যে এই স্কিমে নিজেদের টাকা বিনিয়োগ করছেন। তাহলে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই APY Yojana বিনিয়োগ করবেন।
Written by Ananya Chakraborty.