Fixed Deposit: ফিক্সড ডিপোজিট সুদের হার 8.75%. কোন ব্যাঙ্ক এই সুবিধা দিচ্ছে
ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme) হল এমন একটি বিনিয়োগ স্কিম যেই স্কিমে মানুষরা বিনা কোন চিন্তা করেই বিনিয়োগ করতে পারে। আর এই কারণের জন্য আমরা অনেকেই দেখেছি যে পোস্ট অফিস ও ব্যাঙ্কে অনেক রকমের ফিক্সড ডিপোজিট (Bank FD Scheme) নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য। আজকে এই সম্পর্কেই জানিয়ে দিতে চলেছি।
SBI ICICI PNB HDFC Fixed Deposit Interest Rate
বর্তমানে অনেকেই বিনিয়োগ করতে চাইলেও সঠিক বিনিয়োগ স্কিম না জানার জন্য অনেকেই পিছিয়ে যান এবং সুরক্ষা না থাকার জন্য অনেকে নিজেদের কষ্টের টাকা যদি ডুবে যায় সেই কথা মাথায় রেখে বাড়িতেই টাকা রেখে দিতে পছন্দ করেন। কিন্তু আজকে এমন এই Fixed Deposit সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে আপনারা ৮.৭৫% টাকা পেয়ে যাবেন।
ফিক্সড ডিপোজিটে সুদের হার
এখন SIP, Mutual Fund এসে গেলেও এখন পর্যন্ত অনেকেই ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমে বিনিয়োগ করতে বেশি পছন করেন। আর এর মূল কারণ হল যে বাকি সকল স্কিমে রিটার্ন বেশি হলেও সেটা নিশ্চিত নয় আর এই FD তে রিটার্ন যা বলা হবে সেই পরিমাণ টাকাই আপনি ফেরত পাবেন ভবিষ্যতে। একটি কারণের জন্যই এখন পর্যন্ত এর জনপ্রিয়তা কমেনি একটুও।
FD Interest Rate 2024
আজকে আমরা IndusInd Bank এর ফিক্সড ডিপোজিট স্কিমে গিয়ে এই সম্পর্কে জেনে নেব। এই ব্যাঙ্ক ২ বছর ৯ মাসের থেকে ৩ বছর ৩ মাসের জন্য ৭.৫% এবং ৮% সুদ দিচ্ছে। আর HSBC Bank এর তরফে ৩ বছরের মধ্যে FD করলে ৭.৫% থেকে ৮% দেওয়া হচ্ছে সুদ। Yes Bank তাদের সকল গ্রাহকদের ৭.৭৫% ও বয়স্ক নাগরিকদের ৮.২৫% করে দিচ্ছে।
LIC জীবন উমং পলিসি। সারা জীবন বিনা পরিশ্রমে টাকা পাবেন প্রতিমাসে
SBM Bank এর তরফে ৩ থেকে ৫ বছরের জন্য ৮.২৫% এবং ৮.৭৫% করে সুদ দেওয়া হচ্ছে আর এই ব্যাঙ্কের তরফেই এই বেশি পরিমাণ সুদ দেওয়া হবে। আর যে কোন ধরণের বিনিয়োগ করার জন্য সকল গ্রাহকদের উচিত সেই সম্পর্কে সকল তথ্য ও নিয়মাবলী জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া, আমাদের উদ্দেশ্যে শুধুমাত্র পাঠকদের তথ্য জানানো আমরা কোন ব্যাঙ্কে বিনিয়োগ করার উপদেস দিইনা।