Medhashree Scholarship – ছেলেমেয়েদের 800 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, আবার নতুন আবেদন শুরু
পশ্চিমবঙ্গ সরকার গরিব দুস্থ পড়ুয়াদের জন্য আবার Medhashree Scholarship বা মেধাশ্রী স্কলারশিপে নতুন করে আবেদন শুরু করেছে। যার মাধ্যমে ছেলে ও মেয়ে উভয় পড়ুয়ারা বার্ষিক ৮০০ টাকা ভাতা পাবে তাদের পড়াশোনার জন্য। টাকার অভাবে যাতে তাদের পড়াশুনা না বন্ধ হয়ে যায় তাই জন্য এই স্কলারশিপ (Scholarship) নিয়ে আসা হয়েছে।
Medhashree Scholarship Online Apply Start Again.
তাই নিয়ে এই সব গরিব ও দুঃস্থ পড়ুয়াদের সাহায্যের জন্য Medhashree Scholarship চালু করা হয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে দুঃস্থ ও মেধাবি পড়ুয়াদের বছরে 800 টাকা করে দেওয়া হয়। আর এই স্কলারশিপের মাধ্যমে অনেক পড়ুয়াদের সুবিধা হয়েছে এবং ফের একবারের জন্য এই স্কলারশিপে নতুন করে আবেদন (Medhashree Scholarship New Apply) শুরু করা হয়েছে, সেই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
What Is Medhashree Scholarship?
পশ্চিমবঙ্গ সরকার গরিব মেধাবি পড়ুয়াদের জন্য যে স্কলারশিপ দেওয়ার জন্য চালু করেছেন তা হল মেধাশ্রী স্কলারশিপ বা স্কিম। সুবিধাবঞ্চিত গোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করার জন্য এই স্কলারশিপ প্রোগ্রাম চালু করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) যাতে পড়ুয়ারা আর্থিক অভাব ছাড়াই নির্বিঘ্নে পড়াশোনা চলিয়ে যেতে পারে।
Who Will Get Medhashree Scholarship Money?
এই প্রকল্পে আবেদন করার জন্যে প্রার্থীকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়াদের 5ম থেকে 9ম শ্রেণীতে ভর্তি হতে হবে। প্রার্থীদের অবশ্যই OBC এবং SC সম্প্রদায় ভুক্ত হতে হবে। পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ্য টাকা বা তার কম হতে হবে। রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপের মাধ্যমে যদি আর্থিক সাহায্য পেয়ে থাকে তাহলে এই জন্যে আবেদন করতে পারবে না।
Medhashree Scholarship Benefits & Apply Documents
1) পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য বৃত্তি দেওয়া হবে পড়ুয়াদের।
2) সুবিধাবঞ্চিত ও সংখ্যালঘু গোষ্ঠীর শিক্ষার্থীরাই তাদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য পাবেন।
3) এই সব শিক্ষার্থীরা 800 টাকা করে বার্ষিক সহায়তা পাবেন। পড়ুয়ারা তাদের পড়াশোনার জন্য এই টাকা খরচ করতে পারবে। আবেদন করার জন্য যেই সব নথি লাগবে সে গুলো হল – OBC সার্টিফিকেট, ব্যাংকের বিবরণ, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড ও মোবাইল নম্বর।
How To Apply On Medhashree Scholarship
1) আবেদনকারীকে প্রথমে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অর্থ কর্পোরেশন এর মেধাশ্রী ওয়েবসাইট www.wbmdfc.org এ যেতে হবে।
2) হোমপেজে, Medhashree Scholarship ফর্মের PDF আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
3) হোমপেজে আপনাকে স্টুডেন্ট এরিয়া ট্যাবে ক্লিক করে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
4) এবারে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনাকে জেলা নির্বাচন করতে হবে।
পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, কবে থেকে আবেদন শুরু?
5) এরপরে রেজিস্ট্রেশন পেজটি আপনার স্ক্রিনে চলে আসবে।
6) সেখানে যে সব তথ্য চাইবে সেই সব তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে দিতে হবে ঠিক মত।
7) সেই সব তথ্য পূরণ করার পর আবেদন প্রক্রিয়া শেষ করার জন্যে সাবমিটে ক্লিক করতে হবে।
8) তাহলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ।
Written by Ananya Chakraborty.
রেশন কার্ড গ্রাহকদের সুবিধার্থে রেশন দোকানে চালু হচ্ছে নতুন সুবিধা।