গুরুত্বপূর্ণ খবর

Pension – মাসের শুরুতেই পেনশন নিয়ে বড় খবর। চাকরি না করলেও 10 হাজার টাকা পাবেন।

সরকার থেকে দেওয়া হচ্ছে মাসিক ১০,০০০ টাকা পেনশন (Pension Scheme). হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এমনই এক বিশেষ স্কিম (APY Scheme) নিয়ে হাজির। বর্তমানে প্রত্যেকেই নিজেদের সেভিংসের ওপর জোর দিচ্ছেন। এই সেভিংস করতেই সুবিধা করবে কেন্দ্রের অন্যতম পেনশন প্রকল্প, অটল পেনশন যোজনা (Atal Pension Yojana). নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের কথা ভেবে চালু করেছিলেন।

Atal Pension Yojana Online Apply Benefits.

যে স্কিম (Atal Pension Yojana) অনুযায়ী এককালীন টাকা রাখলে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায় অবসরের পর। এর জন্য মানতে হয় কী কী শর্ত? কীভাবেই বা করতে হয় আবেদন? আজকে আমাদের এই প্রতিবেদনে রইল বিস্তারিত। আর চাকরি না করেও সকলে প্রতিমাসে বিনা পরিশ্রমে ১০ হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন। এছাড়াও নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করে নিতে পারবেন।

Who Will Get Atal Pension Yojana Benefits?

অটল পেনশন যোজনা সুবিধা পাওয়ার জন্য কোনও ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। কোনও ব্যক্তি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে তিনি এই স্কিমে কোনওভাবেই টাকা রাখতে পারবেন না। এই যোজনা (Pension Yojana) সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

How You Will Get 5000 Rupees Per Month In Atal Pension Scheme?

বিভিন্ন নিয়ম অনুযায়ী ব্যাংক কিংবা পোস্ট অফিসের এই যোজনায় বিনিয়োগ করা হয়ে থাকে। যদি কেউ এক্কেবারে আঠারো বছর থেকেই এই স্কিমে টাকা জমাতে শুরু করেন তাহলে সে ক্ষেত্রে সুদের হার অনুযায়ী ৬০ বছরের গিয়ে মাসিক সর্বোচ্চ ৫,০০০ টাকা করে পেনশন পাবেন। এর জন্য প্রতিদিন তাকে জমা করতে হবে ৭ টাকা অর্থাৎ মাস শেষে তাকে জমা দিতে হবে ২১০ টাকা।

How Much Return You Will Get In APY Pension Scheme?

যারা ১৮ বছরের বেশি রয়েছেন তারা এ স্কিমের টাকা রাখতে শুরু করলেন অবসরের পরে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন না, এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে তাকে দিতে হবে বেশি টাকা। এই স্কিমের যে কোন ব্যক্তি নিজের ইচ্ছা মতো টাকা জমাতে পারবেন। এক্ষেত্রে পেনশনের (Pension) পরিমাণ কম কিংবা বেশি হতে পারে। আঠারো বছর বয়সী যদি কেউ মাসে মাত্র ৪২ টাকা করে রাখেন তাহলে অবসরের পর তিনি পেয়ে যাবেন ১০০০ টাকা মাসে।

LPG Gas Price (রান্নার গ্যাসের দাম)

How You Will Get 10000 Thousand Rupees Per Month APY Pension Scheme?

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কিম অনুযায়ী মাসে ১০ হাজার টাকা করেও পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে এই পেনশন স্কিমের স্বামী এবং স্ত্রী উভয়কে একসঙ্গে বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে বিনিয়োগের টাকার পরিমাণ কিছুটা বেশি হবে। যেহেতু খোদ ভারত সরকার এই স্কিমের গ্যারেন্টার তাই টাকা চোট হয়ে যাওয়ার কোনওরকম সম্ভাবনা নেই।।

পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প। 10 হাজার টাকা একাউন্টে ঢুকবে শুধুমাত্র আবেদন করলেই।

Death Benefit On Atal Pension Yojana

২০১৫-১৬ অর্থবর্ষে চালু করা হয়েছিল এই বিশেষ স্কিম। তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই স্কিমে টাকা রাখার পরিমাণ বেড়ে চলেছে। চলতি বছর অক্টোবর নাগাদ ৫ কোটিরও বেশি মানুষ এই স্কিমে ইতিমধ্যেই টাকা রেখে ফেলেছেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি পরে এখানে টাকা রাখার পরিমাণ আরো বাড়বে। যারা এই পেনশনের সুবিধা ভোগ করছেন বা ভোগ করবেন তার যদি ৬০ বছরের আগে মৃত্যু হয় তাহলে তার জীবনসঙ্গী এই পেনশনের সুবিধা পাবেন। এক্ষেত্রে নমিনি রাখা আবশ্যক।
Written By Tithi Adak.

ভোটের মুখে মহিলাদের জন্য 5টি নতুন প্রকল্প। কি কি সুবিধা পাবেন জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *