Bhabishyat Credit Card – এই কার্ড বানালেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে। যুবক যুবতীরা আজই আবেদন করুন।
মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত প্রচুর জনমুখী প্রকল্প চালু করেছে। Bhabishyat Credit Card বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম। এখনো পর্যন্ত 75 টিরও বেশি জনমুখী প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে। সেই সব প্রকল্পের মধ্যে রয়েছে যুবশ্রী (Yuvashree Prakalpa), কন্যাশ্রী (Kanyashree Prakalpa), লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), রূপশ্রী (Rupashree Prakalpa), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card), সবুজ সাথী (Sabooj Sathi) আরো অনেক।
Bhabishyat Credit Card Online Apply.
রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মমুখী করে তোলার জন্য এই Bhabishyat Credit Card চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প (Bhabishyat Loan Scheme) নামেও পরিচিত। রাজ্যের সব বেকার যুবকরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্পের মুল লক্ষ্য হল অল্প সুদে ঋণ (Loan Interest Rate) প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকদের নিজেস্ব ব্যবসা (Business) তৈরিতে সাহায্য করা।
তবে শুধু ব্যবসায়ী নয়, যুবকরা কোনো উচ্চ শিক্ষা অনুসরণ করলে তার জন্যেও ঋণ পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabishyat Credit Card) এর মাধ্যমে। তবে এই সুবিধা নিতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? কত টাকা পর্যন্ত লোন দেওয়া হবে? এই সব ব্যাপারে জেনে নিন। যাতে আবেদন করারসময় আপনাদের কোন অসুবিধা না হয়।
Bhabishyat Credit Card Documents For Apply
1) আবেদনকারীকে অন্তত গত 10 বছর যাবৎ পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
2) বয়স হতে হবে 18 থেকে 45 এর মধ্যে।
3) এই Bhabishyat Credit Card শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন।
4) একটি পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন।
Bhabishyat Credit Card Online Apply
1) প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.bccs.wb.gov.in ভিজিট করতে হবে।
2) হোম পেজের উপরে Apply বাটান এ ক্লিক করতে হবে।
3) আবার Apply তে ক্লিক করতে হবে।
4) স্ক্রিনে যে রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেখানে Click Here To Register এ ক্লিক করতে হবে।
5) এরপরে প্রয়োজনীয় তথ্য যেমন আবেদনকারীর পুরো নাম, ইমেল আইডি, ফোন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
6) এরপর মূল এপ্লিকেশন ফর্মে পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, যোগাযোগ এবং প্রকল্প অবস্থানের জন্য সম্পূর্ণ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী বিভাগ, প্রকল্পের নাম, প্রকল্পের খরচ, কো – অপারেটিভ ব্যাংকের নাম ও ঠিকানা ইত্যাদি বসিয়ে ফাইনালি সাবমিট করতে হবে। অনলাইন ছাড়া অফলাইনে আবেদন করতে পারবেন তার জন্যে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) যেতে হবে (Bhabishyat Credit Card).
Bhabishyat Credit Card Apply Documents
১) পরিচয়পত্র হিসাবে আধার কার্ড (Aadhaar Card).
২) স্থায়ী বাসস্থানের প্রমান।
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কসীট।
৪) উচ্চশিক্ষার ক্ষেত্রে ঋণের জন্য প্রতিষ্ঠানে ভর্তির রশিদ বা ব্যবসার ক্ষেত্রে ঋণের জন্য ব্যবসার কাগজপত্র।
৫) পাসপোর্ট সাইজ ছবি ও আবেদনকারীর সাইন।
৬) Bank account এর বিবরণ।
Written by Ananya Chakraborty.
ক্রেডিট কার্ড গ্রাহকদের বিরাট সুখবর। রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে সবার সুবিধা হলো।