অর্থনীতি

Business Loan – বেকার জীবনকে বিদায় জানাতে টাকা দেবে মোদী সরকার। এই ব্যাংকে একাউন্ট থাকলেই পাবেন।

জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কেউ চাকরির পেছনে ছোটে কেউ বা ব্যবসার (Business Loan). তবে দেশে ও রাজ্যে চাকরির বাজার খুব খারাপ। এর ফলে দেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। আর চাকরি না পাওয়ার কারনে অনেক বেকার ছেলে মেয়ে ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে। কিন্তু ব্যবসা (Business) করবো বললেই করা যায় না। ব্যবসা করার জন্যে লাগে মূলধন। একটি ব্যবসাকে ভালমত দাঁড় করানোর জন্য মূলধন (Business Loan) লাগে প্রচুর।

Get Business Loan In Just 5 Minutes In Any Bank.

কিন্তু অনেকে মূলধনের অভবের কারনে অনেকে ব্যবসা শুরু করতে পারছে না। তাই কেন্দ্র সরকার (Central Government) তাদের ব্যবসা করার করার জন্যে ঋণ (Business Loan) দিচ্ছে কম সুদে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। ভালো কোনও ব্যবসার জন্য প্রয়োজন মূলধনের। কিন্তু কোথা থেকে আসবে এত টাকা? অর্থের অভাবে বেশিরভাগ উদ্যোক্তাদের মনে স্বপ্ন থাকা সত্ত্বেও তা সত্যি হয় না।

তবে এবার তাদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার (Government Of India). দেশের মোট 10টি ব্যাংকে বর্তমানে সুবিধা জনক শর্তে Business Loan দেওয়া হচ্ছে। সুবিধা নিতে চাইলে আজই আবেদন করুন এইভাবে। আর আপনাদের সকলকে এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ জীবনে কখন কি জিনিসের দরকার পরে সেটা কেউই বলতে পারে না।

Business Loan Apply Criteria In India

১) দেশের যে কোনো ব্যাংক থেকে ব্যবসার জন্যে Business Loan পাওয়ার জন্য একজন গ্রাহককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২) ঋণ গ্রহীতার বয়স হতে হবে 25 থেকে 55 বছরের মধ্যে।
৩) যে ব্যবসা শুরু করতে চান তার কাগজ পত্র ঠিক করে রাখতে হবে তা ব্যাংক দেখবে।
৪) ঋণ গ্রহীতার Credit Score 750 এর বেশি হতে হবে।
৫) আর যে সব ব্যাংক থেকে ব্যবসার জন্যে লোন দেয় সেই ব্যাংকের বই থাকতে হবে।

Business Loan Interest Rates In All Leading Banks

১) SBI এর সুদের হার 11.20% – 16.30% (MCLR).
২) Corporation Bank ব্যবসায়িক লোনের ওপর 13.55% থেকে সুদ ধার্য করে।
৩) Bank of Maharashtra তে ব্যবসায়িক ঋনের সুদের হার 14.50% থেকে শুরু।
৪) Axis Bank 15.5% থেকে সুদ দেয়।

৫) ICICI Bank Business Loan নিলে 16% থেকে সুদের হারে লোন শোধ করতে হয়।
৬) Kotak Mahindra Bank এক্ষেত্রে যে সুদের হার দেয় তা হল 16.00%.
৭) HDFC Bank 15% – 21.35% পর্যন্ত সুদে ব্যবসায়িক লোন দেয় তার গ্রাহকদের।
৮) Dhan Laxmi Bank বিজনেস লোনে সুদের হার 12.90% থেকে শুরু।

FD Interest Rate (ফিক্সড ডিপোজিটে সুদের হার)

RBL Bank 16.25% সুদ ধার্য করে প্রতি ব্যবসায়িক ঋণের ওপর। সর্বশেষ ব্যাংক হল IndusInd Bank এই ব্যাংক থেকে ব্যবসায়িক ঋণ নিলে 14.00% সুদ দিতে হয়। আর এই সুদের হার কিছু সময় অন্তর পরিবর্তিত হতে থাকে এবং যখন আপনারা এই ঋণ নেবেন তখন এই সম্পর্কে ভালো করে জেনে নিয়ে তবেই এগবেন। চলুন এই সম্পর্কে আরও কিছু দরকারি তথ্য জেনে নেওয়া যাক।

1 লক্ষ টাকা পাবে দেশের 11 কোটি মানুষ। SBI তে একাউন্ট থাকলে তবেই আবেদন করুন।

How To Apply For Business Loan In India

উপরোক্ত ব্যাংক গুলোর মধ্যে যে কোন একটিতে বই থাকলে সেই ব্যাংকে গিয়ে যোগযোগ করুন তারা আপনাকে একটি ফর্ম দেবে তা ফিলাপ করে প্রয়োজনীয় নথি দিয়ে জমা করুন। আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনি Business Loan পেয়ে যাবেন। এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের সুবিধা অনুসারে এই ঋণ নিতে পারবেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

ব্যাংক একাউন্ট থাকলেই 10000 টাকা পাবেন। প্রধানমন্ত্রীর বড় ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *