অর্থনীতি

Personal Loan – 5 মিনিটে 5 লক্ষ টাকা পাবেন। গরীব থেকে ধনী সবাই পাবে। আবেদনের পদ্ধতি জানুন।

মানুষদের জীবনে বিপদ বলে কয়ে আসে না। বিপদে পড়লে যদি টাকার (Personal Loan) প্রয়োজন হয় তখন বিপদের সময় টাকা পাওয়াও মুশকিল হয়ে যায়। কাছের মানুষ ও দুরে সরে যায় তখন। তাহলে সেই সময় টাকা পাবেন কোথা থেকে এই চিন্তায় আপনিও পড়তে পারেন। তবে এখন থেকে এই চিন্তার দিন শেষ। বর্তমানে অনেক ব্যাংকের তরফ থেকে শুধুমাত্র আধার কার্ড দেখে Instant Personal Loan দেওয়া হয়ে থাকে মাত্র 5 মিনিটে।

Instant Personal Loan Online Apply.

আপনার Account এ টাকা না থাকলেও Personal Loan এর জন্যে আবেদন করতে পারবেন। জীবনে কখন কোন সময় টাকার প্রয়োজন পরবে কেউ বলতে পারে না। রোজগার করে থাকলেও কোনো কোনো সময় লোকের কাছে টাকা ধার করতে হয়। সেই কারনে বিভিন্ন কারনে ব্যাংক থেকে লোন নিতে হয়। কিন্তু ব্যাঙ্ক থেকে সাধারন পদ্ধতিতে লোন নিতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়।

Direct Download icon

এর জন্যে সময় লাগে অনেক। কিন্তু আপনার যদি জরুরী পদ্ধতিতে টাকার প্রয়োজন হয় তাহলে কি করবেন? এবার থেকে এই নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন থেকে আধার কার্ড থাকলেই ব্যাংক থেকে Personal Loan নিতে পারবেন। তাও আবার 5 মিনিটে এবং কম সুদে। কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জেনে নিন। ভারতের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় এক নথি।

এর বিশাল গুরুত্বের জন্য বর্তমানে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে রেশন সব ক্ষেত্রেই আধার লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষ এতে হয়রানি বোধ করলেও আধার লিঙ্কের যে কত বড় উপকারিতা তা আপনারা জানেন না। আপনার ব্যাংক একাউন্ট এর সাথে যদি আধার কার্ড লিঙ্ক (Bank Account Aadhaar Link) থাকে তাহলে Personal Loan পেতে পারবেন।

তবে আধার কার্ড দেখিয়ে এই Personal Loan সব ব্যাংকের থেকে পাওয়া যায় না। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কয়েকটি ব্যাংককে নির্বাচন করেছে। সে গুলো হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), কোটাক মাহিন্দ্রা ব্যাংক (Kotak Mahindra Bank), HDFC Bank এবং অন্যান্য কয়েকটি।

Personal Loan Apply Criteria

  • এই লোন নিতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর হতে হবে।
  • ব্যাংকের সাথে আধার নম্বর যুক্ত থাকতে হবে।
  • প্রয়োজনীয় নথি হিসেবে আধার কার্ড ও প্যান কার্ড সঙ্গে রাখতে হবে।
  • গ্রাহক যদি আগে লোন নিয়ে থাকে আর তা শোধ না করে থাকে তাহলে আর লোনের জন্যে আবেদন করতে পারবেন না।
  • লোন নেওয়ার জন্য গ্রাহকদের সিবিল স্কোর 750 এর বেশি হতে হবে।
Post Office (পোস্ট অফিস)

Personal Loan Online Apply Process

১) ব্যাংক থেকে লোনের জন্যে আবেদন করতে গেলে প্রথমে ভিজিট করতে হবে উপরের নির্দিষ্ট একটি ব্যাংকের ওয়েবসাইটে।
২) ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর দিন।
৩) ফোন OTP যাবে তা দিয়ে লগ ইন করুন।
৪) লগ ইন করার পর হোম পেজ খুলবে সেখানে Personal Loan অপশনে ক্লিক করুন।

বেকার জীবনকে বিদায় জানাতে টাকা দেবে মোদী সরকার। এই ব্যাংকে একাউন্ট থাকলেই পাবেন।

৫) এরপরে আবেদন করার জন্যে ফর্ম আসবে তা আপনার তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং কত টাকা ঋণ (Loan) নিতে চান তা লিখুন।
৬) তারপর Submit বাটনে ক্লিক করলে পরের পেজ খুলে যাবে। এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেলস যাচাই করণ হবে। প্রক্রিয়াকরণ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরুন।
৭) ব্যাংক যদি আপনাকে লোন পাওয়ার যোগ্য মনে করে, তবে আপনার ফোনে একটি এসএমএস পাঠানো হবে।
৮) এর মাধ্যমে আপনি ব্যাংক মারফত লোন পাওয়ার Confirmation পাবেন। এবার অপেক্ষা করুন। আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে।
Written by Ananya Chakraborty.

দেশের 40 কোটি জনগণকে টাকা দেবে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে আবেদন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *