অর্থনীতি

PM Mudra Yojana: পুজোতে টাকার দরকার? অনলাইনে আবেদন করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে

এখনকার দিনে নিজের রোজগারের টাকা দিয়ে শখ মেটানো সম্ভব নয়। এই জন্য অনেকেই ঋণ (PM Mudra Yojana Loan) নিয়ে থাকেন। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সরকারি চাকরির বাজারে এতো কম্পিটিশন যে সরকারি চাকরি পাওয়া দুষ্কর। তাই এখন বহু বেকার ছেলে মেয়েরা নিজেরা নিজেদের স্বাধীন ব্যবসা (Business Loan) শুরু করতে চায়। কিন্তু ব্যবসা শুরু করতে লাগবে মূলধন এই মূলধনের অভাবে অনেকে ব্যবসা (Business Capital) শুরু করতে পারে না।

PM Mudra Yojana Provide Business Loan Upto 10 Lakh

তাই এই সব বেকার ছেলে মেয়েদের যারা নিজের ব্যবসা চালু করতে চাইছে তাদের জন্য দারুন প্রকল্প এনেছে কেন্দ্র সরকার। এই প্রকল্প হল মুদ্রা যোজনা। এই PM Mudra Yojana-র মাধ্যমে আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসার জন্যে লোন পেয়ে যাবেন। তবে এই ঋণ নন কর্পোরেট উদ্দেশ্যে নেওয়া হবে। সাময়িক ভাবে আপনার অর্থের প্রয়োজন মেটাতে এই যোজনা লাভদায়ক। চলুন এই যোজনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Who will Apply on PM Mudra Yojana

  • এই লোনের জন্যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
  • আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে।
  • বয়স 18 বছরের বেশি হতে হবে।
  • আগে থেকে কোনো ঋণ নিয়ে থাকলে আর তা পরিশোধ যদি না করে থাকেন তাহলে এই ঋণের জন্যে আবেদন করতে পারবেন না।
  • শুধুমাত্র কর্পোরেট সেক্টর বাদ দিয়ে যে কোন ব্যবসার জন্যে ঋণ নিতে পারবেন।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা

আপনি যদি PM Mudra Yojana-র মাধ্যমে লোন নিতে চান তাহলে সরকারি বেসরকারি ব্যাঙ্কের পাশপাশি বিভিন্ন নন ফাইনান্স কোম্পানির কাছেও আবেদন করতে পারবেন। ঋণের পরিমাণের উপরে ভিত্তি করে তিনটি বিভাগে এই লোনকে ভাগ করা হয়। শিশু ঋণ – এই ভাগে আপনি 50 হাজার টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন। কিশোর ঋণ – এই ভাগে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। তরুন ঋণ – এক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।

মুদ্রা যোজনা ঋণের সুবিধা

1) আপনি যদি এই যোজনার মাধ্যমে ব্যবসার জন্যে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে কোনো প্রসেসিং ফী দিতে হবে না আর এই লোন আপনি পেয়ে যাবেন জমানতমুক্ত।
2) এই লোনের ভালো দিক হল এতে আপনাকে সম্পূর্ণ সুদ দিতে হবে না আপনি যত টাকা ঋণ নিয়েছেন তার ওপরে ভিত্তি করে আপনাকে সুদ দিতে হবে।
3) এই PM Mudra Yojana-র টাকা যদি 5 বছরে শোধ করতে না পারেন তাহলে আপনার লোনের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়।
4) আপনি যদি জয়েন্ট ব্যবসা করে থাকেন তাহলেও এই লোন নিতে পারবেন।

Small Cap Mutual Funds (ছোট ক্যাপ মিউচুয়াল ফান্ড)

প্রথমে PM Mudra Yojana-র অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। এবারে আপনার সামনে তিন ধরনের ঋণের ভাগে আসবে শিশু ঋণ, কিশোর ঋণ আর তরুন ঋণ আপনি যেটা নিতে চাইবেন তার উপরে ক্লিক করুন। এবারে যে পেজ ওপেন হবে সেখানে আবেদনপত্র দেখা যাবে। সেই আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং আবেদনপত্রটি ঠিক মত পূরণ করে গুরুত্বপূর্ণ নথি যেমন – প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের ফটো কপি।

পুজোর মুখে রান্নার গ্যাসের দাম বাড়ল! মধ্যবিত্তের আর শান্তি নেই

ব্যবসার ঠিকানার ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স এই সব সংযুক্ত করে আপনার ব্যাঙ্কে গিয়ে জমা করুন। এরপরে ব্যাঙ্ক আপনার আবেদনপত্র যাচাই করে দেখবে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যে লোন (PM Mudra Yojana) দিয়ে দেওয়া হবে। আর এই সম্পর্কে আরও অনেক তথ্য জেনে নেওয়ার মাধ্যমে আপনারা আবেদন করুন ঋণের জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles