অর্থনীতি

Instant Personal Loan : SBI তাৎক্ষণিক ঋণ কিভাবে পাবেন? ব্যাক্তিগত ঋণের জন্য অনলাইন আবেদন

বর্তমান সময়ে আর কেউ বড় কোন কাজ করার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করে না। Instant Personal Loan বা তাৎক্ষণিক ঋণ বা ব্যাক্তিগত ঋণ (Personal Loan) নেওয়ার মাধ্যমে এই কাজ করে থাকে। এছাড়াও মানুষের কখন কোন সময় বিপদ আসবে তা কেউ বলতে পারে না। প্রত্যেকটি মানুষ যতই উপার্জন করুক না কেন, কোনো সময় এমন বিপদ আসে যে সেই অর্থও কম মনে হয় (State Bank of India).

YONO SBI Instant Personal Loan Apply Online.

বিপদের হাত থেকে বাঁচার জন্যে বেশিরভাগ মানুষ উপার্জিত টাকা ব্যাঙ্কে Fixed Deposit করে আবার কেউ Insurance Policy নেয়, যাতে সময় মত কাজে লাগে। কিন্তু অনেক সময় এই টাকা ছাড়াও Instant Personal Loan বা তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ তখন আমাদের হয় কারো কাছ থেকে টাকা ধার করতে হয় আর না হলে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। ঋণ দেওয়ার ক্ষেত্রে এবার গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ

এই ব্যাংকে অ্যাকাউন্ট (SBI Account) থাকলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পার্সোনাল লোন নিতে পারবেন। SBI Instant Personal Loan এর ব্যাপারে আজ আলোচনা করব। যার মাধ্যমে আপনারা খুবই কম সময়ে এবং কম সুদে নিজেদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারবেন। এই জন্য আপনারা স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও হবে, তাহলে চলুন বিস্তারিত জেনে নিন।

SBI ব্যাক্তিগত ঋণের সুদের হার 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে যে YONO Instant Personal Loan দেওয়া হয় তার পরিমান 25 হাজার থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। গ্রাহকরা যে পরিমাণ লোন নেবেন তার উপরে ভিত্তি করে 10.10% থেকে 14.60% পর্যন্ত সুদের হার কেটে নেওয়া হবে। প্রসেসিং ফী হিসেবে টাকা কাটে ব্যাংক। 1.5% টাকা কাটে ব্যাংক। আর এই Instant Personal Loan পরিশোধ করার জন্য গ্রাহক 6 মাস সময় পান।

SBI ব্যাক্তিগত ঋণ কিভাবে আবেদন করবেন?

  • এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI তে যারা ঋণের জন্যে আবেদন করতে চাইছেন তাদের বয়স হতে হবে 18 বছর।
  • 18 বছরের বেশি যে কোনো ব্যাক্তি এই Instant Personal Loan এর জন্যে আবেদন করতে পারবেন।
  • এই লোনের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর মাসিক আয় 15 হাজার টাকার কম হতে হবে।

SBI Instant Personal Loan Online Apply

1) SBI এর যে শাখায় আপনার একাউন্ট থাকবে সেই শাখায় গিয়ে লোনের ফর্ম নিতে হবে।
2) সেই ফর্মটিতে সঠিক ভাবে নিজের যাবতীয় তথ্য নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর, লোনের পরিমাণ, লোন শোধ করার মেয়াদ এবং SBI Instant Personal Loan EMI এর পরিমাণ এই সব ঠিক মত পুরন করতে হবে।
3) এই ফর্মটির সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ঠিকানার প্রমাণ।

4) ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ, সাম্প্রতিক বেতনের শংসা পত্র ইত্যাদি নথি পত্র যোগ করতে হবে।
5) তারপরে এই সব ব্যাঙ্কের শাখায় গিয়ে জমা দিতে হবে।
6) তারপর ব্যাংক তা অ্যাপ্রুভ করা হবে।
7) আর অনলাইনের ক্ষেত্রে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Fixed Deposit (ফিক্সড ডিপোজিট)

How to SBI YONO Instant Personal Loan Repayment

যদি কোনো ব্যাক্তি 2 লক্ষ টাকা লোন নেয় তাহলে তাকে 11% সুদের হারে মাসিক EMI এর পরিমাণ দিতে হবে 4348 টাকা অর্থাৎ 5 বছর পর তার দেওয়া সুদের পরিমান হবে 60 হাজার 909 টাকা। 2 লক্ষ টাকা লোন নিলে 5 বছর পর শোধ করতে হবে 2 লক্ষ 60 হাজার 909 টাকা। সুদের হারে 5 লক্ষ টাকা লোন নিলে সুদ দিতে হবে 10 হাজার 871 টাকা। এই হিসেবে 5 বছর ধরে প্রতিমাসে সুদ (Loan interest Rate) দিতে হবে গ্রাহককে।

SBI PNB সহ সব ব্যাঙ্কের একাধিক নিয়ম বদল! RBI বলল ‘গ্রাহকদের জানতেই হবে’

Bank Fine on Instant Personal Loan

কোনো গ্রাহক যদি ঠিক সময়ে লোন পরিশোধ করতে না পারে তাহলে 250 টাকা জরিমানা ধার্য করতে পারে। শুধু তাই নয় নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর U/S 138 অনুসারে গ্রাহকের বিরুদ্ধে আইন সম্মত ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *