অর্থনীতি

PM Svanidhi Scheme – ভোটের মুখে 50 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

কেন্দ্র সরকার দেশের মানুষদের সুবিধার্থে নতুন নতুন অনেক প্রকল্প (PM Svanidhi Scheme) নিয়ে এসেছে। আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করব যেই প্রকল্পের মাধ্যমে আপনারা পেতে পারেন 1 বা 2 হাজার টাকা নয় একেবারে 50 হাজার টাকা। আর ভোটের মুখে এই খবর শুনে রীতিমত উচ্ছসিত সকলে। এই সম্পর্কে চলুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

PM Svanidhi Scheme Online Apply Process.

আপনি ছোট ব্যবসা (Small Business) করে থাকেন আর যদি চান ব্যবসা বাড়াতে তাহলে কেন্দ্র সরকার আপনাকে দেবে এই 50 হাজার টাকা। তবে এই 50 হাজার টাকা কোনো অনুদান নয়। এই টাকা অল্প সুদে ঋণ (Low Interest Loan) হিসেবে প্রকল্পের মাধ্যমে দেবে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম PM Svanidhi Scheme. এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? এই সব সম্পর্কে বিস্তারিত জানাব আপনাদের।

দেশের নতুন উদ্যোগপতি থেকে শুরু করে স্টার্ট আপ ব্যবসায়ীদের ঋণ (Startup Business Loan) দেওয়ার জন্যে নানা রকমের একাধিক প্রকল্প আছে। কিন্তু হকার বা ছোট ব্যবসায়ীদের জন্যে তেমন কোনো প্রকল্প নেই। হকার বা ছোট ব্যবসায়ীদের নিজেস্ব দোকান ঘর না থাকায় জীবনে অনেক স্বপ্ন থাকলেও তা সাধারণত বাস্তবায়িত হয়না। সারা জীবন ভালো মত হকারি করা সত্ত্বেও অনেকে নিজেদের ব্যবসা (PM Svanidhi Scheme) বাড়াতে পারেনি সুযোগের অভাবে।

আবার এই দিকে উপযুক্ত রোজগারের অভাবে হকারদের জীবনযাত্রার মান মোটেও পর্যাপ্ত নয়। তাদের পরিবার অনেক কষ্টে জীবন যাপন করেন। এই পরিস্থিতিতে অসহায় হকার ও ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতর। তারাই দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের হকারদের জন্য চালু করেছেন PM Svanidhi Scheme.

কোনও হকার যদি নিজের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করেন সেক্ষেত্রে বিনিয়োগ ও পরিকাঠামো গড়ার জন্য তিনি প্রধানমন্ত্রী স্বনীধি যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কয়েকটি ধাপে 50 হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। তবে এই লোন (Business Loan) পাওয়ার জন্য কয়েকটি শর্ত মেনে চলতে হবে। এই PM Svanidhi Scheme আবেদন করার জন্যে সংশ্লিষ্ট হকারের কাছে তার স্থানীয় প্রশাসন কতৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স থাকতে হবে।

তবে ট্রেড লাইসেন্স যদি একান্তই না থাকে তাহলে স্থানীয় প্রশাসন কর্তৃক দেওয়া বৈধ হকার পরিচয় পত্র থাকতে হবে। আর যদি দুটি এক সাথে থাকে তাহলে আরো ভালো। আর এই PM Svanidhi Scheme Loan বা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার মাধ্যমে টাকা রাস্তার ধারের হকারদের নিজেদের ব্যবসা বড় করার জন্যই দেওয়া হবে। আর এই ঘোষণা অনেকদিন আগেই করা হয়েছে।

How To Get 50K Loan From PM Svanidhi Scheme

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় প্রথমে একজন হকারকে খুব কম সুদে 10 হাজার টাকা ঋণ দেওয়া হবে। প্রতি এই মাসে ঋণের অর্থ সুদ সমেত পরিশোধ করতে হবে। হকার যদি নির্দিষ্ট সময়তে ঋণ পরিশোধ করে দিতে পারে তাহলে তিনি দ্বিতীয়বার 20 হাজার টাকার ঋণ নিতে পারবেন। এই টাকাও যদি প্রতি মাসে সময়মত পরিশোধ করে দেয় তাহলে আরো 50 হাজার টাকা ঋণ (PM Svanidhi Scheme) নিতে পারবেন।

Free Gas Cylinder (বিনামূল্যে রান্নার গ্যাস)

PM Svanidhi Scheme Online Apply Process & Documents

এই প্রকল্পে আবেদন করার জন্যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, MNREGA এই সব নথি থাকতে হবে।www.pmsvanidhi.mohua.gov.in এই লিংকে ক্লিক করে এই প্রকল্পের ওয়েবসাইটে ঢুকুন। সেখানে লোনের জন্য আবেদন করুন। সেখনে আপনার সব তথ্য চাইবে তা ঠিক মত দিন। আর তখনই আপনাকে বলে দেওয়া হবে আপনি লোন নেওয়ার জন্যে যোগ্য কি না।

ব্যাংক একাউন্ট থেকে একদিনে কত টাকা তুলতে পারবেন? নতুন পুরনো সব গ্রাহকরা জানুন।

এছারা PM Svanidhi Scheme লোনের জন্যে আপনি যে পুরসভা এলাকায় হকারি করেন অথবা পুরো এলাকায় বসবাস করেন সেখনে গিয়ে যোগযোগ করুন। পরবর্তী ধাপে যথারীতি ব্যাংকে গিয়ে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ঋণ (Government Loan Scheme) পেতে কোন‌ও অসুবিধা হবে না।
Written by Ananya Chakraborty.

আধার কার্ড গ্রাহকদের সুখবর। টাকার দরকার হলেই টাকা দিচ্ছে ব্যাংক। 5 মিনিটে ব্যাংক একাউন্টে ঢুকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *