মাত্র 500 টাকায় LPG Gas Cylinder এবং বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি। কারা এই সুবিধা পাবে?
আবার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder Price) কমতে চলেছে। রাজ্যবাসীদের জন্য দারুন খবর। দেশের এক রাজ্য নতুন যোজনা চালু করল যেখানে রাজ্যবাসী মাত্র 500 টাকায় পেয়ে যাবে রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas). কি সেই যোজনা? আর কোন রাজ্যেই বা এই যোজনা চালু করা হয়েছে? এই সব ব্যাপারে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। ভোটার আবহের মাঝে অনেকটাই দাম কমেছে গ্যাস সিলিন্ডারের (LPG Gas Price).
LPG Gas Cylinder In 500 With Free Electric Announce Telangana Government.
মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষরা একটু হলেও স্বস্তি পাবেন। নারী দিবস হয়েছে মে মাসে আর তাই নারীদের কথা চিন্তা করেই গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম কমানো হয়েছে। মোদিজি ভোট শুরু হওয়ার আগেই 100 টাকা করে গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দেওযার কথা ঘোষনা করেছে। এছারা যেই সব মহিলারা উজ্বালা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় আছেন তাদের 300 টাকা করে ভর্তুকি (LPG Gas Cylinder Subsidy) দেওয়া হবে।
উজ্বলা যোজনা শুরুর সময় এর মেয়াদ স্থির করা হয়েছিল 31শে মে 2024 পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে আরো এক বছর অর্থাৎ 31 শে মে 2025 পর্যন্ত। তবে এবার তেলেঙ্গানা রাজ্য শারজার তাদের রাজ্যের নাগরিকদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে। তেলেঙ্গানাতে বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যবাসীকে 6টি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) 500 টাকায় দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে বিদ্যুৎ এর কানেকশন। এই প্রতিশ্রুতি কার্যকর হওয়ার আশা করছেন তেলেঙ্গানাবাসী।
What Telangana CM Said On LPG Gas Cylinder?
তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্দ রেড্ডি জানিয়েছেন সাধারণের জন্য অতি শীঘ্রই নির্বাচনের সময় কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হবে। খুব তাড়াতাড়ি চালু করা হবে গৃহলক্ষ্মী যোজনার। এর সাথে আরো অনেক যোজনা চালু করা হবে। সেই হিসেব মত গত ফেব্রুয়ারি মাসে 27 তারিখে গৃহজ্যোতি যোজনা চালু করা হয়। LPG Gas Cylinder নিয়েও তিনি ঘোষণা করেন।
Benefits Of GrihaJyoti & GrihaLakshmi Scheme In Telangana
চলতি বছর ফেব্রুয়ারি মাসে চালু হওয়া গৃহজ্যোতি যোজনার মাধ্যমে তেলেঙ্গানা সরকার রাজ্যবাসির জন্যে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ও 6টি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকা করে দেয়। এই যোজনার মাধ্যমে এই রাজ্য সরকার তাদের রাজ্যের নাগরিকদের কম দামে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 39.33 লক্ষ নাগরিক এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন।
মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই ব্যবস্থা নিলো নির্বাচন কমিশন, কি এমন ঘটেছে?
এই যোজনায় তালিকাভুক্ত হওয়ার জন্য আধার কার্ডের সাথে গ্যাস লাইনের সংযোগ করতে হবে। এর সাথে ব্যাংকের বই এর ও লিঙ্ক করা থাকতে হবে। ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক একাউন্টে চলে যাবে (LPG Gas Cylinder). টাকা যদি জমা না পরে তাহলে যোগযোগ করতে হবে রাজ্যের টোল ফ্রি নম্বর 1800 2333 55 এ। এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে।
Written by Ananya Chakraborty.