300 টাকা দাম কমলো! LPG সিলিন্ডারের নতুন দাম জুলাইয়ের আগে জেনে নিন
জুলাই মাসের আগেই LPG (Liquefied Petroleum Gas) গ্যাস বা রান্নার গ্যাস নিয়ে দারুণ সুখবর পাওয়া গেল। আমরা সবাই দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কতটা বেড়ে গিয়েছে। আর এই নিত্য প্রয়োজনীয় জিনিস গুলোর মধ্যে একটি হল গ্যাস সিলিন্ডারের দাম (Gas Cylinder Price) বৃদ্ধি। গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) দাম বৃদ্ধির ফলে কার্যত মানুষ নাজেহাল (Pradhan Mantri Ujjwala Yojana).
PM Ujjwala Yojana LPG Gas Price Decrease.
এখন এমন কোনো বাড়ি নেই যেখানে গ্যাসের কানেকশন নেই। গ্রাম থেকে শহর সব জায়গায় প্রায় প্রতিটি বাড়িতে পৌছে গিয়েছে গ্যাস সিলিন্ডার। অগ্নিমুল্য বাজারে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। তবে লোকসভা ভোটের আগে গ্যাসের দাম কিছুটা কমিয়েছিল কেন্দ্র সরকার। এছাড়া কেন্দ্র সরকার মহিলাদের জন্য উজ্বলা যোজনা চালু করেছেন। যার মাধ্যমে মহিলাদের বিনামুল্যে গ্যাসের কানেকশন (Free LPG Gas Connection) দেওয়া হয়।
৩০০ টাকা কমলো রান্নার গ্যাসের দাম!
300 টাকা করে ভর্তুকি (LPG Subsidy) দেওয়া হয়। তবে চলতি বছরে এই ভর্তুকি দেওয়ার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে কেন্দ্র সরকার দেশের নিম্ন মধ্যবিত্ত ও গরিব মহিলাদের কথা ভেবে আরো এক বছর বাড়িয়ে দিয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে যে আগামী 9 মাস ধরে উজ্জ্বলা যোজনা প্রকল্পের অন্তর্গত রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য 300 টাকা করে ভর্তুকি দেওয়া হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০২৪
300 টাকা কমে পাওয়া যাবে এই সিলিন্ডার। সেক্ষেত্রে 14.2 কেজি সিলিন্ডার কিনতে খরচ হবে মাত্র 503 টাকা। সরকার গ্রাহকদের একাউন্টে সরাসরি এই টাকা পাঠিয়ে দেবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আগে থেকেই যারা LPG সংযোগ পেয়েছেন তারা এই ভর্তুকি পাবেন। 2025 সালের 31 শে মার্চ পর্যন্ত এই ভর্তুকি দেওয়া হবে। আর এর ফলে কোটি কোটি মহিলাদের খুবই সুবিধা হতে চলেছে।
নতুন উজ্জ্বলা 2.0 সংযোগের জন্য আবেদন করুন
এই প্রকল্পে আবেদন করার জন্যে কিছু শর্ত মেনে চলতে হবে। এই প্রকল্পে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। কোনো মহিলারা নামে যদি অন্য গ্যাসের কানেকশন নেওয়া থাকে তাহলে সে উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্যে আবেদন করতে পারবে না। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। যারা BPL তালিকা ভুক্ত তারা আবেদন করতে পারবেন। আয়ের মান দারিদ্র সীমার নিচে থাকতে হবে। এই সব শর্ত পূরণ করলেই আবেদন করতে পারবেন।
কিভাবে কম দামে LPG গ্যাস পাবেন?
এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট আয়ের মানদণ্ড মেনে চলতে হবে। আবেদনকারীদের গ্রামীন এলাকায় 10 হাজার টাকা এবং শহুরে এলাকায় 15 হাজার টাকার বেশি আর্থিক আয় থাকতে পারবেনা। গ্রাহকরা তাদের নিজেদের কাছের গ্যাস বিতরণকারি সংস্থায় গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্যে কিছু নথি লাগবে সে গুলো হল আধার কার্ড, ব্যাংক একাউন্ট, আয়ের প্রমান পত্র, ঠিকানার প্রমান।
প্রতিমাসে ২৫০০ টাকা পাবেন! Yuvasree Prakalpa এ আজই আবেদন করুন
আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত প্রায় 10.27 কোটি গ্রাহকরা এই সুবিধা পাচ্ছে। এটি ভারতের প্রায় 60% LPG চাহিদা পূরণ করেছে। আর এই কম দামে LPG গ্যাস শুধু উল্লেখিত মানুষদের জন্যই। সকলে এই সুবিধা পাবেন না। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবর সবার আগে পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.