Scholarship – মাধ্যমিক HS পাশ করলেই টাকা পাবে পড়ুয়ারা! অনলাইনে আবেদন করলেই পাবেন
কেন্দ্র ও রাজ্যে সরকারের তরফে সকল মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপ (Scholarship) দেওয়া হয়ে থাকে মাঝপথে পড়াশোনা না ছেড়ে দেওয়ার জন্য। সরকারি বৃত্তি বা স্কলারশিপ দেশের ও রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বহু ছাত্র ছাত্রী এমনও আছেন যাদের পড়াশোনা স্কলারশিপের ওপর অনেকাংশে নির্ভরশীল। আর এর মাধ্যমে দেশের কয়েক কোটি পড়ুয়াদের খুবই উপকার হতে চলেছে।
Get 10 & 12 Thousand Rupees On Government Scholarship 2024.
মাধ্যমিকের পর থেকেই এই সকল ছাত্র ছাত্রীরা টানা প্রত্যেক বছর Scholarship পেতে পারেন। যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ নাম্বারের ভিত্তিতে পড়ুয়ারা বেশ মোটা টাকার স্কলারশিপ পাবেন। বেশিরভাগ পড়ুয়ারাই জনপ্রিয় এই স্কলারশিপের কথা জানেন। কিন্তু ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়া পড়ুয়াদের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনের মাধ্যমে ৫ টি বিশেষ স্কলারশিপের কথা আমরা আপনাদের জানাবো।
বাকি সকল সরকারের মতই পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) তরফেও অনেক Scholarship নিয়ে আসা হয়েছে। আর পশ্চিমবঙ্গের সকল পড়ুয়ারা এই সকল স্কলারশিপের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের পড়াশোনার জন্য অনেকটাই সাহায্য পাচ্ছে। এই সবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ফলে অনেক পড়ুয়ারাই এখন ভবিষ্যতের জন্য নতুন স্কলারশিপের সন্ধান করছেন। তাদের জন্য এই আলোচনাতে জানানো হল।
Top 5 Government Scholarship For All Students
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
- ঐক্যশ্রী স্কলারশিপ।
- উত্তরকন্যা স্কলারশিপ।
- ওয়েসিস স্কলারশিপ।
- ন্যাশনাল স্কলারশিপ।
Swami Vivekananda Scholarship 2024
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাত্র ছাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ। যা আপনারা স্নাতকোত্তরস্তর পর্যন্ত পেতে পারেন। মাধ্যমিকের পর থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM 2024) জন্য আবেদন করা যায়। যেখানে ৬০ শতাংশ নম্বর প্রাপ্তিতে আবেদনকারীরা ১২, ০০০ টাকা করে পাবে। বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা বার্ষিক ১৮,০০০ টাকা করে পাবেন। শুধুমাত্র একাডেমিক কোর্স নয় যে সকল ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর ডিগ্রি কোর্স করবেন তারাও এই স্কলারশিপ পাবেন।
Aikyashree Scholarship 2024
ঐক্যশ্রী স্কলারশিপটি মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি শিক্ষার্থীদের জন্য। মাধ্যমিকের পর থেকেই এই স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। রিনুয়াল করার মাধ্যমে প্রত্যেক বছর তারা টাকা পেতে পারেন। ৫০ শতাংশ মার্কস প্রাপ্তকারী পড়ুয়ারা ঐক্যশ্রীর জন্য আবেদন জানাতে পারবেন। আর বাকি সকল স্কলারশিপের মত সকল পড়ুয়ারা এতে আবেদন করতে পারবেন না।
Uttarkanya Scholarship 2024
উত্তর কন্যা স্কলারশিপটি হলো নবান্ন স্কলারশিপের (Nabanna Scholarship) আরও এক নাম। নবান্ন স্কলারশিপ দক্ষিণবঙ্গে এবং উত্তর কন্যা স্কলারশিপ উত্তরবঙ্গে এই নামে বেশি প্রচলিত। যেখানে পড়ুয়ারা বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। এর জন্য ছাত্র ছাত্রীদের একাদশ, দ্বাদশ শ্রেণীতে ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
Oasis & National Scholarship 2024
ওয়েসিস স্কলারশিপটি শুধুমাত্র সংরক্ষিত সম্প্রদায়ের (Minority Religion) শিক্ষার্থীদের জন্য। ওয়েসিস স্কলারশিপের ৬০ শতাংশ টাকা রাজ্য এবং বাকি ৪০ শতাংশ কেন্দ্র সরকার দিয়ে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে ২ বার বা ২ তো টাকা একসাথেও পাওয়া যেতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই স্কলারশীপটির জন্য আবেদন করা যাবে। ন্যাশনাল স্কলারশিপটি হলো কেন্দ্র সরকারের দেওয়া স্কলারশিপ। যেখানে আপনি সর্বাধিক টাকা পেয়ে পারে। কোর্স অনুযায়ী শিক্ষার্থীরা ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত পেতে পারে।
Aadhaar ATM ব্যবহার করে টাকা তুলুন, PIN নম্বর OTP জানার দরকার নেই!
প্রত্যেকটি স্কলারশিপেই আবেদনের জন্য শিক্ষার্থীদের পারিবারিক আয় ২,০০,০০০ বা তার নীচে হতে হবে এবং এর পাশাপাশি ডকুমেন্টস হিসাবে ইনকাম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কসিট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে অর্থাৎ ছাত্র ছাত্রীরা লাস্ট যে পরীক্ষার ভিত্তিতে স্কলারশিপ পেতে চাইছেন তার সার্টিফিকেট দিতে হবে।
Written by Sathi Roy.
এই পরীক্ষায় পাশ করলে বছরে 12000 টাকা পাবে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা।