Instant Loan App: টাকার দরকার হলেই তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ পাবেন এই অ্যাপের মাধ্যমে
এবার দেশের অসংখ্য লোন গ্রহীতাদের জন্য এসে গেল বড়ো সুখবর। এখন থেকে মাত্র ৫টি অ্যাপের (Instant Loan App) মাধ্যমে খুব সহজেই লোন নিতে পারবেন গ্রাহকরা। সবচেয়ে কম সুদে অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন সকলেই। বর্তমানে দেশে ধনী, দরিদ্র অনেক ধরনের মানুষই বসবাস করে থাকেন। তবে, কখনো সকলের ক্ষেত্রেই এমন পরিস্থিতি এসে যায় যখন Instant Personal Loan বা ব্যাক্তিগত ঋণ নেওয়ার প্রয়োজন হয় সকলের।
Instant Loan App With Less Credit Score.
মূলত রোজগার করলেও অনেককেই টাকা ধার করতে হয় নানা প্রয়োজনে। সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন অনেকে। কিন্তু এই লোন নেওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যা সম্পন্ন করতে খানিকটা সয় যায় গ্রাহকদের। কিন্তু, হঠাৎ যদি এমন কোনো পরিস্থিতি আসে যখন গ্রাহকদের জরুরী ভিত্তিতে টাকা প্রয়োজন, তখন লোন (Instant Loan App) পাবার ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে হয় গ্রাহকদের।
তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ অ্যাপ
তবে, এবার থেকে গ্রাহকদের ইমার্জেন্সি অর্থের প্রয়োজন হলে ৫টি Instant Loan App মাধ্যমে খুব সহজেই লোন নিতে পারবেন সকলে। আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে আপনাদের একটি বিষয়ে জেনে নেওয়া দরকার যে, কত টাকা সুদ এবং কত দিনে ফেরত দিতে হবে, এছাড়াও সকল ধরণের শর্তাবলী আগের থেকে দেখে নিতে পারলে আপনাদেরই আগামী দিনে সুবিধা হবে।
Credit Bee Instant Loan App
ক্রেডিটবি অ্যাপ থেকে একজন ব্যাক্তি খুব সহজেই মাত্র ১০ মিনিটে লোন নিতে পারে। মাসিক বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা হলেও সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন পেতে পারেন। এতে লোন পরিশোধ করার জন্য ৩ মাস থেক ২৩ মাসের সময় পাবেন। এতে ঋণের পরিমাণ ১০,০০০ থেক ৪,০০,০০০ টাকা, সুদের হার ০ থেক ২৯.৯৫ শতাংশ, অ্যাপ রেটিং ৪.৫/৫ এবং অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ মিলিয়ন+ গ্রাহক।
Bajaj Markets Instant Loan App
বাজাজ মার্কেটস হলো একটি নামকরা ঋণ প্রদানকারী সংস্থা। গ্রাহক এর পোর্টালে গিয়ে ইন্সট্যান্ট লোনের আবেদন করতে পারবেন। এখানে গ্রাহক সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাক্তিগত ঋণ পেতে পারেন। এখানে তিনি লোন পরিশোধ করার জন্য ১ থেক ৬ বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারবেন। বাজাজ মার্কেটস ০.৫ থেকে ২.৫ শতাংশ প্রসেসিং ফি নিয়ে থাকে, যা লোনের পরিমাণের উপর নির্ভর করে। এক্ষেত্রে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৫০,০০,০০০ টাকা, সুদের হার ৯.৯৯ শতাংশের বেশি, অ্যাপ রেটিং ৪.১/৫ এবং অ্যাপ ডাউনলোড করেছেন ১০ মিলিয়ন+ গ্রাহক।
Navi Instant Loan App
নাভি অ্যাপ আবেদনকারীর সিবিল স্কোর এবং স্থিতিশীল মাসিক আয় এর উপর ভিত্তি করে ইন্সট্যান্ট লোন প্রদান করে। এখানে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋন পেতে পারেন এবং লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ ৭২ মাস পর্যন্ত মেয়াদ বেছেনিতে পারবেন গ্রাহকেরা। এখানে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৯,০০,০০০০ টাকা, সুদের হার ৯ শতাংশ থেকে শুরু, অ্যাপ রেটিং ৪.৩/৫ এবং অ্যাপ ডাউনলোড করেছেন ১০ মিলিয়ন+ গ্রাহক।
Fibe Instant Loan App
Fibe আগে EarlySalary নামে পরিচিত ছিল। এটি বেতনভোগী কর্মীদের অনলাইনের মধ্যে ঋণ প্রদান করে। এখানে আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন পেতে পারেন। গ্রাহকেরা এতে একাধিক তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ পেতে পারেন। এখানে ঋণের পরিমাণ সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা, সুদের হার প্রতি মাসে ২.৫ শতাংশ, অ্যাপ রেটিং ৪.৪/৫ এবং ডাউনলোড করেছেন ১০ মিলিয়ন+ গ্রাহক।
মুখ দেখালেই হয়ে যাবে UPI-র টাকা লেনদেন! নতুন ভাবনা জানালো NPCI
Paytm Instant Loan App
ইউপিআই এর মাধ্যমে অনলাইন লেনদেন এবং ওয়ালেট পেমেন্ট করার জন্য পেটিএম সবথেকে বেশি বিখ্যাত। তবে অ্যাপটি থেক এখন অনলাইনের মাধ্যমে ঋণ নেওয়াও যাবে। এখানে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট লোন পেতে পারেন। এখানে ঋণের পরিমাণ ১০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা, সুদের হার লোন আবেদনের সময় দেখানো হয়, অ্যাপ রেটিং: ৪.৫/৫ এবং ডাউনলোড করেছেন ১০০ মিলিয়ন+ গ্রাহক। যদিও অ্যাপ গুলি ব্যবহার করার আগে অ্যাপ গুলি সম্বন্ধে বিস্তারিত জেনে তবেই ব্যবহার করা উচিত গ্রাহকদের।
Written by Sampriti Bose.