প্রকল্প

PM Surya Ghar Yojana: প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পের সুবিধা গুলি কি কি? মুফত বিজলি যোজনায় আবেদন করুন

বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ নাগরিকদের! প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana) প্রকল্পের (Government Scheme) মাধ্যমে দারুণ সিদ্ধান্ত নিলো সরকার (Government). দিন দিন সকল জিনিসের মত ইলেকট্রিক বিলের (Electric Bill) দামও অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সকল জিনিসে কারেন্টের ব্যবহার হওয়ার কারণের জন্য এই খরচ বেড়েই চলেছে।

300 Unit Free Electric on PM Surya Ghar Yojana

আর এবারে এই নিয়ে চলে এল এক খুশির খবর। এবার থেকে আর দিতে হবে না বিদ্যুৎ বিলের টাকা। কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ একেবারে বিনামূল্যে। যার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে গরিব পরিবার গুলো। এই বিশেষ PM Surya Ghar Yojana প্রকল্পে আবেদন করলেই পাওয়া যাচ্ছে এই সুবিধা। তাহলে এই সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী – সূর্য ঘর: মুফত বিজলি যোজনা

‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar Yojana) হলো কেন্দ্র সরকারের একটি বিশেষ প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। গ্রাহকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, যা তাদের বিদ্যুৎ বিল কমাবে এবং পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার নিশ্চিত করবে। ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার সোলার সিস্টেম বসানোর ক্ষেত্রে এই প্রকল্পটি প্রযোজ্য।

পিএম সূর্য ঘর যোজনা ভর্তুকি

এই PM Surya Ghar Yojana প্রকল্পের আওতায় আবেদনকারী পরিবার গুলোকে প্রায় ৭৮,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে, যা সোলার প্যানেল ইনস্টলেশনের খরচ কমিয়ে দেবে। একই সঙ্গে সহজ শর্তে ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন আবেদনকারীরা, যা তাঁদের জন্য এই সোলার প্যানেল বসানোকে আর্থিকভাবে সাশ্রয়ী করবে।

UPI Services (ইউপিআই পরিষেবা বন্ধ)

এই PM Surya Ghar Yojana যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে, যদি পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হন বা আয়কর প্রদানকারী হন, তাহলে তাঁরা এই সুবিধা পাবেন না। মূলত মধ্যবিত্ত ও আর্থিকভাবে দুর্বল পরিবার গুলির জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে, যাতে বিদ্যুতের ভার কমিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নত করা যায়।

প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম। প্যান কার্ড আধার কার্ড লিংক চেক, প্যান কার্ড স্ট্যাটাস

PM সূর্য ঘর যোজনা 2024 অনলাইনে আবেদন করুন

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় আবেদন করতে হবে অনলাইনে। এজন্য প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের সার্টিফিকেট, বিদ্যুতের বর্তমান বিল, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এরপর যেখানে সোলার প্যানেল বসানো হবে তার ছবি এবং অবস্থান নির্দেশ করতে হবে। তাহলেই আবেদনের কাজ শেষ।

Related Articles