SBI Instant Loan : টাকার দরকার হলেই SBI তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণ দিচ্ছে! কিভাবে পাবেন আপনি?
এখন আর নিজের রোজগারে সংসার চলে না! এই কথা আমরা অনেকেই বলে থাকি। এই জন্য অনেকেই ঋণ (SBI Instant Loan) নিয়ে থাকে। কিন্তু গরীব ও মধ্যবিত্তের কপাল তো খুব ভালো! সেই জন্য অনেক সময় তারা এই সামান্য জিনিস টাও পায় না। কিন্তু এখন কপাল যেমন হোক না কেন সকলেই ইচ্ছা অনুসারে ব্যাক্তিগত ঋণ (Personal Loan) পেয়ে যাবেন।
SBI Instant Loan Apply on YONO App.
আর এছাড়াও অনেকেই বিপদের সময় নিজেদের কষ্টের টাকা খরচ করে না বা সেই পরিমাণ টাকা তাদের কাছে থাকে না। সেই জন্য আজকের এই আলোচনাতে আমরা SBI Instant Loan সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চলেছি। যেখানে সকল গ্রাহকরা নিজেদের দরকারের সময় ঋণ (SBI Loan) নিয়ে নিজেদের সমস্যা থেকে মুক্ত করে ফেলতে পারবেন।
এসবিআই ব্যাক্তিগত ঋণ
তখন অন্য কোথাও থেকে এক সাথে অনেক টাকা ধার পাওয়া খুব মুশকিল। বর্তমানে এখন অনেক মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে আপনারা ঝটপট Instant Loan পেয়ে যাবেন। তবে যে কোনো অ্যাপের চাইতে কোন ব্যাঙ্ক থেকে আবেদন করলে তা সব থেকে বেশি নিরাপদ হবে। কিন্তু আমরা ভাবি সেক্ষেত্রে হয়তো অনেক ঝামেলা হবে। তাই আজ আমরা আপনাদের জানাব কিভাবে কোনো নথি পত্র ছাড়াই SBI Instant Loan পাওয়া যায়।
SBI Instant Loan Benefits
- মাত্র 5 টি ক্লিকেই লোন (SBI Personal Loan) দিয়ে দেয়।
- ব্যাঙ্কের ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই।
- এদের প্রসেসিং ফী কম।
- 24 ঘন্টা লোনের জন্যে আবেদন করতে পারবেন
- ক্রেডিট স্কোর (Credit Score) কেমন তার উপরে ভিত্তি করে লোন দেয়।
YONO SBI Loan App
স্টেট ব্যাঙ্কের অনলাইন ব্যাংকিং (SBI Online Banking) পরিষেবার কথা অনেকেই শুনেছেন এই পদ্ধতির মাধ্যমে আপনারা SBI Instant Loan জন্য আবেদন করতে পারবেন। এর জন্যে আপনাকে প্রথমে SBI YONO অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপের মাধ্যমে আপনি 20 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। তাহলে কিভাবে এই টাকা পাবেন সেই সম্পর্কে জেনে নিন।
Get SBI Instant Loan on YONO App
প্রথমে YONO App ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এরপরে আপনি সেখানে SBI Instant Loan ব্যানারে গিয়ে ক্লিক করতে হবে। যদি আপনি এই ব্যানারটি না দেখতে পান তাহলে লোন বিভাগে চলে যান। সেখানে নিজের প্যান নম্বর ও জন্মের তারিখ দিয়ে Yes অপশনে ক্লিক করুন। এবার আপনি সেখানে দেখতে পারবেন আপনি কত টাকা লোন নেওয়ার যোগ্য।
SBI Instant Loan EMI Calculator
আপনি এখনে 20 হাজার টাকা লোনের (Personal Loan) পরিমান নির্বাচন করতে পারবেন। এই লোন পরিশোধের মেয়াদ 6 মাস থেকে 36 মাস। সেখানেই আপনি সুদের হার, EMI কত দিতে হবে, প্রসেসিং ফী। এছাড়া আরো তথ্য দেখতে পাবেন। এরপরে সেখানে EMI দেওয়ার তারিখ প্রতি মাসের কত তারিখে EMI শোধ করতে পারবেন তা লিখে দিতে হবে।
ঋণ নিয়ে ঋণগ্রহীতা মারা গেলে কে EMI চোকাবে? RBI এর নিয়ম জেনে নিন
এরপর আপনি কিছু শর্তাবলী দেখতে পাবেন যে গুলি পড়ার পর নীচে যে গুলো ঠিক হবে তাতে ক্লিক করতে হবে, এরপর আপনি লোনের সমস্ত বিবরণ দেখতে পাবেন। সব ঠিক মত হয়ে গেলে আপনার ফোন নম্বরে OTP আসবে সেই OTP ওইখানে দিতে হবে এবং আপনার SBI Instant Loan জন্য যে অনুরোধ করলেন তা গ্রহণ হয়ে গেল। এরপরে লোনের টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
Written by Ananya Chakraborty.