অর্থনীতি

MSME Loan – ছেলে মেয়েদের ব্যবসা করার জন্য ঋণ দিচ্ছে কেন্দ্র। কিভাবে এই সুবিধা পাবেন

দেশে এখন বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই এবারে কর্মসংস্থানের উদ্দেশ্যে MSME Loan বা ব্যবসা করার জন্য ঋণ (Loan) দিচ্ছে সরকার। প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছে। তাই এখন বেশিরভাগ বেকার ছেলে মেয়ে চাকরির আশা করা বাদ দিয়ে ব্যবসার (Business) দিকে যাচ্ছে। আর ব্যবসা করে নিজেদের প্রতিষ্ঠিত করছে অনেকেই।

Get Instant MSME Loan form Government with Subsidy.

তবে ব্যবসা করার ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় মূলধন (Capital). এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের ব্যবসা করার ইচ্ছা ও প্ল্যান ভালো আছে কিন্তু সেই পরিমান মূলধন নেই। তাই তাদের ব্যবসা শুরুর আগেই সেই স্বপ্ন শেষ হয়ে যায়। তবে এবার এই সব ছেলে মেয়েদের জন্যে দারুন একটি লোন চালু করেছে কেন্দ্র সরকার। এই লোনে নেই কোনো ঝুঁকি। সহজেই এবং অল্প সুদেই পেয়ে যাবেন এই MSME Loan.

ভারতে MSME ঋণ কি?

MSME Loan এর পুরো কথা হল Micro Small Medium Enterprises. এই লোন দেওয়া হয ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্পের উপরে। বর্তমানে আমাদের দেশে নথিভুক্ত MSME ইউনিট এর সংখ্যা 6.34 কোটি। উৎপাদনের ভিত্তিতে GDP তে এর অবদান 6.11%. পরিষেবার ভিত্তিতে GDP তে অবদান 24.63%. এই দেশে রপ্তানি দ্রব্য গুলো 45 শতাংশ নির্ভর করে ছোট মাঝারি সংস্থার উপরে। এই সংস্থার উপরে ভিত্তি করে প্রায় 12 কোটি মানুষ নিজের উপার্জনের রাস্তা খুঁজে নেন।

MSME ঋণের পরিমাণ

সরকার এই লোন চালু করেছেন মূলত এই MSME সংস্থা গুলোর উন্নতি সাধন ও লোন গ্রহণের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে ছেলে মেয়েদের অংশ গ্রহণের কথা মাথায় রেখে। এই লোন এর মাধ্যমে সরকারের তরফ থেকে 50 হাজার থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত MSME Loan দেওয়া হয়। তবে মাইক্রো, স্মল ও মিডিয়াম শিল্পের ক্ষেত্রে টাকার পরিমান আলাদা আলাদা।

MSME ঋণের সুবিধা

এই ঋণে লোন গ্রহীতা দীর্ঘ সময় ধরে ধীরে সুস্থে লোন পরিশোধ করতে পারে। ঘরে বসেই আবেদন করা যায় লোন এর জন্যে। গ্যারান্টি ছাড়াই লোন পাওয়া যায় (Get MSME Loan Without Gurantee). তাই এক্ষেত্রে সম্পত্তি হারানোর ভয় থাকে না।লোন নেওয়ার জন্যে কোনো বিশেষ নথির প্রয়োজন হয় না। বিশেষ প্রতিষ্ঠান ভিত্তিতে লোনের জন্য নানান অফার পাওয়া যায়।

MSME Loan Apply Criteria

  • এই লোন নেওয়ার জন্যে বয়স 18 থেকে 22 এর মধ্যে হতে হবে।
  • Trading, Manufacturing, Services যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীকে Udyam Portal নাম নথিভুক্ত করতে হবে।
  • যে কোনো ব্যবসায় 5 বছরের অভিজ্ঞতা এবং বর্তমান ব্যবসায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
How to Become Crorepati (কোটিপতি হওয়ার সহজ উপায়)

MSME ঋণের জন্য অনলাইনে আবেদন করুন

1) প্রথমে MSME এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখনে গিয়ে উপরে বাঁ দিকে থাক থ্রী লাইনে ক্লিক করতে হবে।
2) সেখনে MSME Loan অপশনে ক্লিক করলে একটি ফর্ম আসবে। সেটি ঠিক মত পূরণ করে Next ক্লিক করতে হবে।
3) এরপরে যে সব নথি চাইবে তা আপলোড করে Terms and Conditions ভালো মত পরে নিতে হবে।
4) শেষে লোনের চুক্তি স্বাক্ষর করলে আবেদনের প্রক্রিয়া শেষ হবে এবং 48 ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন।

ফিক্সড ডিপোজিটে সুদের হার কোন ব্যাংকে বেশি? সর্বশেষ রেট দেখে নিন

MSME SME ঋণ প্রকল্প

এই MSME Loan অনেক জায়গায় SME Loan নামেও পরিচিত আর আপনারা এই ঋণের মাধ্যমে নিজেরা ভালো পরিমাণ টাকা নিয়ে নিজেদের ব্যবসা শুরু করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। আর আপনাদের এই সম্পর্কে কোন ধরণের জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written By Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *